ঢাকা টাইমস এর বুক রিভিউ-একটি নতুন উপন্যাস ছায়া সিমি

লিখেছেন লিখেছেন মোঃ অয়েজুল হক ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩৬:১৩ রাত



২১ শে বই মেলায় যে গুলো পাওয়া যাচ্ছে- ছায়া সিমি- উপন্যাস।

চাদের আলো দিন রাত - উপন্যাস। আকাশের স্বপ্ন গুলো ছুয়ে দেব- গল্প সংকলন। স্বপ্নস্নান- কবিতা সংকলন। পাওয়া যাবে বইঘরের ১৩০ নং স্টলে। পথে পথে - উপন্যাস

মদীনা পাবলিকেশন্স, স্টল নং-৩১০

অয়েজুল হকের উপন্যাস ‘ছায়া সিমি’

জহির রায়হান, ঢাকাটাইমস

ঢাকা: এবারের বইমেলায় মোহাম্মদ অয়েজুল হকের উপন্যাস ‘ছায়া সিমি’ প্রকাশিত হয়েছে ‘বইঘর’ প্রকাশনী থেকে। উপন্যাসটি ‘সাপ্তাহিক মুসলিম জাহানে প্রথম প্রকাশিত হয়। পাঠকপ্রিয় হওয়ায় বই আকারে এবারের বইমেলায় এসেছে বইটি।

উপন্যাসের কাহিনি সংক্ষেপে জানতে চাইলে লেখক বলেন, ‘একটা মেয়ে সিমি। চেহারাটা অনেক সুন্দর। মায়াবী। ভালোবাসার মায়াজালে আবদ্ধ হয় পাশের ফ্ল্যাটের এক এন.জি.ও অফিসারের সাথে। প্রহসনের ভালোবাসার এক পর্যায়ে সিমি নিজের গায়ে নিজেই পেট্রল দেয়। গাঁথা স্বপ্ন নিজের হাতেই পোড়ায়। নম্র ভদ্র স্বভাবের এক যুবক মহিন। পড়াশোনা শেষ করে সবে একটা ভালো চাকরিতে ঢুকেছে। তার অফিস কলিগ খোরশেদ চেয়ার উল্টে পড়ে যাওয়ায় তাকে দেখতে হাসপাতালে যায়। ভাগ্যক্রমে মরে যাবার সামান্য আগে সিমি নামের মেয়েটার সাথে দেখা। কাকতালীয়ভাবে কিছু কথাও হয় তার সাথে! চলে যায়। মেয়েটা মরে গেলেও ছায়ার মতো ভর করে মহিনের ঘাড়ে। সিমিকে দেখে সে, তার পথচলায়। হঠাৎ গভীর রাতে কারো মৃদু শব্দের পদধ্বনিতে নির্ঘুম চোখ ফিরে তাকায় সে দিক। সিমি!

শান্ত, নম্র-ভদ্র স্বভাবের মহিন যুবকটা সিমির ছায়ায় ভর করে অদ্ভূত সব কাণ্ড ঘটাতে থাকে একের পর এক…। ’

নড়াইল জেলার কালিয়ার টোনা নামক গ্রামে নানা বাড়িতে ১৯৮৫ সালের ২৭ নভেম্বর জন্ম মোহাম্মদ অয়েজুল হকের। গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ফসলী গ্রামে। বেড়ে ওঠেন খুলনা শহরে। সরকারি ল্যাবটরি উচ্চ বিদ্যালয় খুলনা থেকে এস.এস.সি করেন। হার্ডওয়্যার ও ট্রবল সুটিংয়ের ওপর বাংলাদেশ কম্পিউটা কাউন্সিল থেকে ডিপ্লোমা করে ঢুকে পড়েন চাকরি জীবনে। ছোট বেলা থেকেই অগোছালো জীবনে অভ্যস্ত। লেখালেখি ও সেই ছোটবেলা থেকেই। অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন তার জীবনের প্রথম লেখা প্রকাশিত হয় সাপ্তাহিক ‘যায়যায় দিন’এ। সে সময় জনপ্রিয় সাপ্তাহিক চলতিপত্রে লিখেছেন অসংখ্য গল্প, ছড়া। সাপ্তাহিক চলতিপত্রের একজন কলামিস্ট হিসাবে নিয়মিত কলাম লিখেছেন- ‘মাথা গোল হকের কলাম শিরোনামে’। দৈনিক ইনকিলাবের ফ্যান ম্যাগাজিন ইনকিলাব উপহারে লিখেছেন শতাধিক রম্য ফিচার। উপন্যাস ‘পথে পথে’ মদিনা পাবলিকেশন্স থেকে ২০১১ সালেরে একুশে বইমেলায় আসে। রাক্ষুসে দিন রাত ‘বইঘর’ থেকে প্রকাশিত হয়েছে-২০১৫ এর একুশে বইমেলায়।

একুশে বইমেলার ১নং গুচ্ছের ‘ভাষাশহিদ আবুল বরকত চত্বরে’র ১৩০ নং স্টল ‘বইঘর’। এতে পাওয়া যাচ্ছে মোহাম্মদ অয়েজুল হকের উপন্যাস ‘ছায়া সিমি’।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/জেআর/জেবি)

২১ শে বই মেলায় যে গুলো পাওয়া যাচ্ছে- ছায়া সিমি- উপন্যাস।

চাদের আলো দিন রাত - উপন্যাস। আকাশের স্বপ্ন গুলো ছুয়ে দেব- গল্প সংকলন। স্বপ্নস্নান- কবিতা সংকলন। পাওয়া যাবে বইঘরের ১৩০ নং স্টলে। পথে পথে - উপন্যাস

মদীনা পাবলিকেশন্স, স্টল নং-৩১০

অয়েজুল হকের উপন্যাস ‘ছায়া সিমি’

জহির রায়হান, ঢাকাটাইমস

ঢাকা: এবারের বইমেলায় মোহাম্মদ অয়েজুল হকের উপন্যাস ‘ছায়া সিমি’ প্রকাশিত হয়েছে ‘বইঘর’ প্রকাশনী থেকে। উপন্যাসটি ‘সাপ্তাহিক মুসলিম জাহানে প্রথম প্রকাশিত হয়। পাঠকপ্রিয় হওয়ায় বই আকারে এবারের বইমেলায় এসেছে বইটি।

উপন্যাসের কাহিনি সংক্ষেপে জানতে চাইলে লেখক বলেন, ‘একটা মেয়ে সিমি। চেহারাটা অনেক সুন্দর। মায়াবী। ভালোবাসার মায়াজালে আবদ্ধ হয় পাশের ফ্ল্যাটের এক এন.জি.ও অফিসারের সাথে। প্রহসনের ভালোবাসার এক পর্যায়ে সিমি নিজের গায়ে নিজেই পেট্রল দেয়। গাঁথা স্বপ্ন নিজের হাতেই পোড়ায়। নম্র ভদ্র স্বভাবের এক যুবক মহিন। পড়াশোনা শেষ করে সবে একটা ভালো চাকরিতে ঢুকেছে। তার অফিস কলিগ খোরশেদ চেয়ার উল্টে পড়ে যাওয়ায় তাকে দেখতে হাসপাতালে যায়। ভাগ্যক্রমে মরে যাবার সামান্য আগে সিমি নামের মেয়েটার সাথে দেখা। কাকতালীয়ভাবে কিছু কথাও হয় তার সাথে! চলে যায়। মেয়েটা মরে গেলেও ছায়ার মতো ভর করে মহিনের ঘাড়ে। সিমিকে দেখে সে, তার পথচলায়। হঠাৎ গভীর রাতে কারো মৃদু শব্দের পদধ্বনিতে নির্ঘুম চোখ ফিরে তাকায় সে দিক। সিমি!

শান্ত, নম্র-ভদ্র স্বভাবের মহিন যুবকটা সিমির ছায়ায় ভর করে অদ্ভূত সব কাণ্ড ঘটাতে থাকে একের পর এক…। ’

নড়াইল জেলার কালিয়ার টোনা নামক গ্রামে নানা বাড়িতে ১৯৮৫ সালের ২৭ নভেম্বর জন্ম মোহাম্মদ অয়েজুল হকের। গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ফসলী গ্রামে। বেড়ে ওঠেন খুলনা শহরে। সরকারি ল্যাবটরি উচ্চ বিদ্যালয় খুলনা থেকে এস.এস.সি করেন। হার্ডওয়্যার ও ট্রবল সুটিংয়ের ওপর বাংলাদেশ কম্পিউটা কাউন্সিল থেকে ডিপ্লোমা করে ঢুকে পড়েন চাকরি জীবনে। ছোট বেলা থেকেই অগোছালো জীবনে অভ্যস্ত। লেখালেখি ও সেই ছোটবেলা থেকেই। অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন তার জীবনের প্রথম লেখা প্রকাশিত হয় সাপ্তাহিক ‘যায়যায় দিন’এ। সে সময় জনপ্রিয় সাপ্তাহিক চলতিপত্রে লিখেছেন অসংখ্য গল্প, ছড়া। সাপ্তাহিক চলতিপত্রের একজন কলামিস্ট হিসাবে নিয়মিত কলাম লিখেছেন- ‘মাথা গোল হকের কলাম শিরোনামে’। দৈনিক ইনকিলাবের ফ্যান ম্যাগাজিন ইনকিলাব উপহারে লিখেছেন শতাধিক রম্য ফিচার। উপন্যাস ‘পথে পথে’ মদিনা পাবলিকেশন্স থেকে ২০১১ সালেরে একুশে বইমেলায় আসে। রাক্ষুসে দিন রাত ‘বইঘর’ থেকে প্রকাশিত হয়েছে-২০১৫ এর একুশে বইমেলায়।

একুশে বইমেলার ১নং গুচ্ছের ‘ভাষাশহিদ আবুল বরকত চত্বরে’র ১৩০ নং স্টল ‘বইঘর’। এতে পাওয়া যাচ্ছে মোহাম্মদ অয়েজুল হকের উপন্যাস ‘ছায়া সিমি’।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/জেআর/জেবি)

বিষয়: সাহিত্য

১৮৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359014
০৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২৪
297734
মোঃ অয়েজুল হক লিখেছেন : ধন্যবাদ,একুশে বইমেলার ১নং গুচ্ছের ‘ভাষাশহিদ আবুল বরকত চত্বরে’র ১৩০ নং স্টল ‘বইঘর’। এতে পাওয়া যাচ্ছে ‘ছায়া সিমি’।Happy
359016
০৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১১
জাইদী রেজা লিখেছেন : শান্ত, নম্র-ভদ্র স্বভাবের মহিন যুবকটা সিমির ছায়ায় ভর করে অদ্ভূত সব কাণ্ড ঘটাতে থাকে একের পর এক…।
ভালো লাগলো ।
০৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২৫
297735
মোঃ অয়েজুল হক লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ,চাদের আলো দিন রাত - উপন্যাস। আকাশের স্বপ্ন গুলো ছুয়ে দেব- গল্প সংকলন। স্বপ্নস্নান- কবিতা সংকলন। পাওয়া যাবে বইঘরের ১৩০ নং স্টলে। পথে পথে - উপন্যাস

মদীনা পাবলিকেশন্স, স্টল নং-৩১০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File