- বৈশাখ চুপসে থাক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ এপ্রিল, ২০১৫, ০৯:৫৩:৩৮ রাত
হঠাৎ গুড়ুম মেঘের ডাক
মাসটা যখন বৈশাখ।
রমনার বটে পড়ল ঢাক
মাসটা যখন বৈশাখ।
হলদে শাড়ীর লালছে পাত
মাসটা যখন বৈশাখ।
হালখাতা আর লাড্ডুর ঝাঁক
মাসটা যখন বৈশাখ।
সেই দিন আর নাইরে ভাই
বৈশাখ এখন যাচ্ছেতায়!
ইলিশ বলে খাসনে থাক
মাসটা যখন বৈশাখ।
হাতকাটা ব্লাউজ চিচিং ফাঁক
মাসটা যখন বৈশাখ।
ঢলাঢলির প্রেমের ঝাঁক
মাসটা যখন বৈশাখ।
বলছি কি তায় চুপসে থাক
নটা নটি উচ্ছন্নে যাক।
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন