'কামারুজ্জামান' এক বিপ্লবীর নাম

লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ১১ এপ্রিল, ২০১৫, ০৯:২৭:৩৩ রাত



শহীদের মৃত্যু হিসেবে কবুল কর এ হত্যাকে। সবাই কালেমায়ে শাহাদাত পড়তে থাকুন। একজন মুমিনের মৃত্যু এতো নির্মম হতে পারেনা।

শাহবাগ উল্লাস করে জাহান্নামের দিকে এগিয়ে যায়। ভুলে যায় যে রথে যে পথে কামারুজ্জামানকে ঠেলে দেয়া হচ্ছে সেটা নিশ্চিতই জান্নাত। কারণ শহীদের ঠিকানা জান্নাতই বটে।

আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে শাহাদাতের পানে চেয়ে আছেন কিংবদন্তী মুহাম্মদ কামারুজ্জামান।

তরুন প্রজন্মের অহংকার তুমি হে নেতা। শহীদ কাদের মোল্লা, শহীদ হাসান আল বান্নার পথে এই পৃথিবীর ইতিহাসে তুমি মহাবীর। বাতিলের কাছে করনি মাথা নত।



একটি গান শুনেছিলাম শাহাদাত মুমিনের পরম পাওয়া। হুম সেটাই সত্য হতে চলেছে আজ। আমরা আনন্দিত হত্যা নয় শহীদের মৃত্যুর পূর্বে মহান আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস ও আস্থা দেখে।

গণমাধ্যম যা করছে তা দেখে কেউ বিচলিত হবেননা।



শত শত শহীদ ওই আসছে

শত শত ছাব্বির আসছে।

শত শত মালেকের বিপ্লবী সাথীরা

নতুন এক স্বপ্নে ভাসছে..

দীপ্ত পদভারে আসছে



শহীদে শহীদে জনপদ শেষ

লহুতে লহুতে ছেয়েছে এ দেশ

তবুও কেন যে হে মেহেরবান

কোরআনের সুসমাজ করনা দান

কি অপরাধ! হায় আমাদের

কর নির্দেশ!!







বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314314
১১ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া।
তেজ্যোদীপ্ত লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
314382
১২ এপ্রিল ২০১৫ রাত ০২:৩৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কি হবে এসব লিখে...?
১২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০১
255362
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তবে কি শুধু আপনার লেখা পড়বে ?
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩১
255395
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : রাগ করার জন্য বলিনি!! বলেছিলাম বেদনা থেকে! ওনি মৃত্যু বরণ করেছেন লিখে আর কি হবে?? ভুল বুঝেছেন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File