ইতিহাস ভেসে উঠবেই

লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ০৮ নভেম্বর, ২০১৪, ০১:০৪:১২ রাত



ছবিতে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য আমু সাহেব কথা শুনছেন কামারুজ্জামানের। খুব খোশগল্প মনে হচ্ছে। ছবিটি ৯৬ আন্দোলন সময়ের। সেই কামারুজ্জামানকেই ফাঁসিতে ঝুলাবে আমু সাহেবদের আ’লীগ।

স্বাক্ষীরা সবাই বললো, কামারুজ্জামানকে তারা চেনেন ৭১ পরবর্তীতে।

সাংবাদিক, মামুন-উর-রশীদ অত্র এলাকার ১৫ জন নারীর সাক্ষাতকার নিয়ে একটি বই প্রকাশ করেন।

উক্ত বইতে ১৩৮ জন রাজাকারের তালিকা দেয়া হয়েছে সেখানেও কামারুজ্জামানের নাম নেই৤

গত ৪২ বছরে যার বিরুদ্ধে কোথাও কোন অভিযোগও দায়ের করেননি হঠাৎ করে ৪২ বছর পরে এসে তাকে সন্দেহযুক্ত আসামী বানিয়ে ফাঁসি দেয়াটা জঘণ্য বর্বরতা নয়কি।



কামারুজ্জামানের এক আইনজীবি বলেছেন, সেই ট্রাইব্যুনাল থেকে এই মামলার সাথে সম্পৃক্ত৤ দেখেছি কিভাবে সাক্ষীদের প্রশিক্ষন দিয়ে নিয়ে আসা হতো৤ একজন সাক্ষী (সুরুজ আলী) দুই দিন ট্রাইব্যুনালে উপস্থিত থেকেছে, প্রসিকিউটর সাইফুল ইসলাম কয়েকবার তাকে উপস্থাপনের সময় নিলেন, শেষে এসে একদিন জানালেন তিনি (সুরুজ আলী) মানসিকভাবে প্রস্তুত নন তাই সাক্ষ্য দিবেন না৤ সুরুজ আলীর বাড়িও ছিল সেই সোহাগপুরে৤ যে ব্যক্তি তার পিতা হত্যার ঘটনা প্রত্যক্ষ করেছেন তিনি অনায়াসেই বলতে পারবেন যে কারা, কিভাবে, কখন তার পিতাকে হত্যা করেছে৤ তার মানসিক প্রস্তুতির কী আছে৤ আর যখন কাউকে প্রশিক্ষণ দিয়ে অসত্য সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত করা হয় তার দরকার প্রস্তুতি বা মানসিক প্রস্তুতি৤ আর যারা মানসিক প্রস্তুতি নিয়ে এসে কামারুজ্জামান সাহেবের বিরুদ্ধে অসত্য সাক্ষ্য দিয়েছেন তাদের বক্তব্য ছিল পরস্পর বিপরীতধর্মী এবং স্ববিরোধী৤

ইতিহাস ভেসে ওঠে সময়ে সময়ে। সত্যকে কেউ কবর দিতে পারেনা।

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282166
০৮ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৬
মামুন লিখেছেন : ইতিহাস ভেসে ওঠে সময়ে সময়ে। সত্যকে কেউ কবর দিতে পারেনা। -সহমত
282169
০৮ নভেম্বর ২০১৪ রাত ০১:৪২
বড়মামা লিখেছেন : সহমত
282185
০৮ নভেম্বর ২০১৪ রাত ০২:৫৪
নাছির আলী লিখেছেন : একমত। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যাবেনা।
282193
০৮ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : কান্দাকাটি কইরা কাম হইবো না। এই হালার পোলারে এক্ষন লটকাইয়া দিলেই কিচ্চা খতম।
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৫:২৮
225668
মনসুর আহামেদ লিখেছেন : @রায়হান রহমান ,মহি১১মাসুম,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক রায়হান রহমান ,মহি১১মাসুম,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
282332
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
হতভাগা লিখেছেন : ১৯৯৫-৯৬ এ তত্ত্বাবধায়কের ফর্মুলা আওয়ামী লীগের হাতে তুলে দেওয়াই জামায়াতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ।
দূরদর্শী রাজনীতির দাবী করা জামায়াত এটা কি সে সময়ে অনুধাবন করতে পারে নি ?
১৬ নভেম্বর ২০১৪ রাত ১১:১৫
228278
রায়ান মাসরুর লিখেছেন : আজকের ভালো কাজটার জন্য যদি কাল আপনার অনুভুতি হয় অনতপ্তের সেটা দূর্ভাগ্যই বটে। স্বৈরশাসন থেকে বের হওয়াটাই ছিল তৎসময়ের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা, আর আ'লীগ পুন:জন্মের পর এতো বড় ডিগবাজি দিবে সেটাও হয়তো নেতারা বুঝতে পারেনি, তাইতো আজ তার মাশুল গুনতে হচ্ছে
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২৯
228376
হতভাগা লিখেছেন : বিএনপি ঐ সময়ে স্বৈরশাসন জারি করেছিলSurprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File