ভালো লাগে যদি দেখি
লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ১৫ ডিসেম্বর, ২০১৪, ১০:০৭:১৬ রাত
ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি আমজাদ হোসেন রুমন পাশে বসে খোঁজ নিচ্ছিলেন ছেলেটির। খাবার খেতে খেতে সে জানালো তারা বাবা নেই। যদি থাকতো তবে তাকে পড়াশুনা ছেড়ে ওয়ার্কশপে কাজ করতে হতো না।
হাজারো তরুনের কাফলার দায়িত্বশীলরা যখন এমন যত্ন করে খোঁজখবর নেন তখন সবচেয়ে আপন মনে হয় তাদের। নয়তো এতো বিশাল কাফেলায় কিসের আশায় মৌ-পালের মতো হুহু করে ভিড় বাড়ছে প্রজন্মের আগামী সন্তানদের।
আল্লাহর সাহায্য আর অনুকম্পাই আমাদের চলার সাহস। ভুল হলে ক্ষমা কর হে প্রভু। যে পথ জান্নাতের যে পথ মুক্তির আমরা সেপথেই চলতে চাই।
প্রতিটি দায়িত্বশীলের উচিত সকল শ্রেনীর মানুষের বন্ধু হওয়া।
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন