পশ্চিমাদের প্রতি বাঙালী মিডিয়ার এত ভালবাসা কেন? কেন?
লিখেছেন লিখেছেন ঈগল ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৯:৫৪:১৪ রাত
ভালবাসা খারাপ কিছু নয়। কিন্তু যখন দেখি ভালবাসার নামে পক্ষপাতিত্ত্ব চলে তখন কিছুটাতো খারাপ লাগেই। পশ্চিমাদের প্রতি আমাদের ভালবাসা সেরকমই হয়ে থাকে। একই কথা পশ্চিমারা বললে ওহ, উনি তো ঠিক বলেছেন! হ্যাঁ হ্যাঁ উনার ঐ কথাটি একেবারেই সঠিক। আহারে, পশ্চিমা খৃষ্টান হয়েও তিনি মুসলিমদের পক্ষে কথা বলছেন! তার মত ভালো মানুষ দুনিয়াতে আর নেই। আল্লাহ উনার আয়াত বৃদ্ধি করুন।
কিন্তু ঐ একই কথা যদি কোন মুসিলম বলে? তাহলে নিশ্চিত সে সন্ত্রাসবাদীদের সমর্থক!
আমাদের বাংলাদেশের মিডিয়াও এর ব্যতিক্রম নয়।
রবার্ট ফিস্ক কিছু লিখলে আমাদের মিডিয়াগুলি তার লেখা তাদের পত্রিকায় ছাপিয়ে দেয়! আমাদের পছন্দের 'বিডিমনিটর'ও এর ব্যতিক্রম নয়।
অথচ রবার্ট ফিস্কের মত কিছু লিখে যদি এই ব্লগেও পোস্ট দিই তাহলে নিশ্চিত ব্যান খাওয়ার সম্ভাবনা আছে।
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন