সভ্যতার মুখোশের আড়ালে

লিখেছেন লিখেছেন ঈগল ০১ মার্চ, ২০১৫, ১০:৪৬:৪৮ রাত

===========

অভিজিৎ খুন হয়েছে। তাতে কি হয়েছে? বাংলাদেশে হাজার হাজার মানুষ খুন হয়, তাদের থেকে অভিজিতের প্রাণের দাম বেশি? নিশ্চয়ই নয়। মানবিকতা থেকে অযৌক্তিক হত্যাকান্ড অবশ্যই অপরাধ এবং সর্বোচ্চ নিন্দার দাবিদার। অভিজিৎকে কেন এবং কে বা কারা হত্যা করেছে আমরা নিশ্চিত নই। কিন্তু তার নিহত হওয়াকে ঘিরে একদল পরজীবী পানি ঘোলা করার চেষ্টায় লিপ্ত।

অনেকের দিক থেকে সরাসরি এর জন্য চরমপন্থী মুসলিমদের দায়ী করার চেষ্টা করা হচ্ছে। এটা কেন হবে? অভিজিতের অন্য কোন শত্রু থাকতে পারে না নাকি শুধু মুসলিমরা ছাড়া ধর্ম বিদ্বেষীদের কোন শত্রু থাকতে নেই!

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সাহেব কোন কারণ ছাড়াই তীর ছুড়ে দিলেন মুসলিম চরমপন্থীদের দিকে। এটা কি একজন সভ্যলোকের কাজ? বলতে দ্বিধা নেই, এরা সভ্যতার মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখে, কিন্তু কখনো কখনো তাদের অসভ্যতা এতই মাত্রাতিরিক্ত হয়ে যায় যা ঢেকে রাখা যায় না। অসভ্যতা উম্মোচিত হয়ে পড়ে।

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306754
০১ মার্চ ২০১৫ রাত ১১:৫৯
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : দেখুন, ইসলাম সুবোধ তুলশী পাতা না। ইসলামের আকাজ কুকাজ, কল্লাকাটা, সন্ত্রাস....... কারো অজানা নেই। আইসিস, বোকোহারাম, আলকায়দা, চার্লি হেবদো হামলা, অভিজিৎ হত্যা একই সূত্রে গাথা। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File