সকাল যেন সবুজ সজীবতা

লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ২২ মার্চ, ২০১৪, ০৭:৩৫:৪১ সকাল

ভোরের শিষে ডাক দিয়ে যায় নতুন জীবনের। বসন্তের পাতা ঝড়ে প্রকৃতিও নতুন আবাহনের প্রস্তুতি নিচ্ছে।

রাতের মোড়ক খুলে সকালটা এখন বেশ উপভোগ্য। নেই ঝড়, বৃষ্টি কিন্তু প্রকৃতির হিমেল ঠান্ডা আমেজটা এখনও কেটে যায়নি। যদিও শীত তার ব্যবচ্ছেদ গুটিয়েছে বহুদিন।

কত মানুষ রাস্তায় বেরোয়। কম বেশি অজস্র মানুষ ব্যায়াম করছে। কেউ ব্যাকরণ মানছে আবার কেউ নিজেই ব্যাকরণ। কার থেকে শিখবে। সবার উদ্দেশ্যই ভুরিভোজ খেয়ে যে আলগা চর্বি জমেছে তা কমানো।

ধানমন্ডি লেক ধরে যখন হাটছিলাম তখন কিত রঙা মানুষকে দেখলাম। কেউ গাড়ি থামিয়ে ভেতরে ঢুকছেন। আবার কেউ বহু দূর থেকে দৌড়ে এসেছেন। এক কথায় সবার উদ্দেশ্য এক শরীর গঠন। আমার উদ্দেশ্যও অভিন্ন।

সত্যিই সকালটা অনেক পরিচ্ছন্ন। তাই মনটাও থাকে ফুরফুরে। হয়তো দুষ্ট লোকগুলো তখন ঘুমিয়ে থাকে তাই।

সকাল যেন সবুজ সজীবতা।

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File