বিপ্লবের রক্তপিচ্ছিল পথ মুছে দেবে সব গ্লানি[b][/b]
লিখেছেন লিখেছেন রায়ান মাসরুর ০২ জুলাই, ২০১৪, ১২:৫২:৫৫ দুপুর
রমজানে আল্লামা সাঈদী ওমরাহ করতে যেতেন মক্কায়। রাজকীয় অতিথি হয়েই তিনি সেখানে যেতেন। আজ বহুদিন হয়ে গেল আপনজনদের সবাইকে দূরে ফেলে কারাগারের ভেতর রোজা ও ঈদ যাপন করছেন। মৃত্যু হুলিয়া ঘোষনা হয়ে গেছে তার। হয়তো শয়তানের আত্মাগুলো বাকী কাজ সমাধা করতে শয়তানী পরিকল্পনা করছে।
কিন্তু সাঈদী আপামর মানুষের হৃদয়ে যে বেতার বাজিয়ে চলেছেন তা থামাবে কে!
সাঈদী একজন ব্যক্তি নন। একটি বিপ্লবের প্রতিচ্ছবি।
বাংলাদেশ এবং মিশর দুটো দেশের ইসলামী আন্দোলনের দৃশ্য প্রায় কাছাকাছি।
রক্ত আর বারুদের দাগে বিদঘুটে হয়ে আছে মানচিত্র। শোষকের চোখ যেন হিন্দার চোখ।
শহীদের রক্ত কখনও বৃথা যায় না। শহীদ মালেকের মৃত্যু নিছক কোন মৃত্যু ছিল না। তার শাহাদাতের পর পাড়ায় পাড়ায় জন্ম নিয়েছে শত লাখো মালেক।
জেলখানায় সেই মালেকের বন্ধু মাওলানা নিজামী কেমন আছেন তা জানতে খুব ইচ্ছে করে। কি তার অপরাধ?
কি অপরাধ ছিল কাদের মোল্লার?
ট্রাইবুনালের মিথ্যা কাল্পনিক গল্পের রচয়িতাদের বিচার কি এজমিনে হবে না।
কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করলেন মাওলানা এ.কে.এম ইউসুফ। এতো মেধাবী আধুনিক একজন প্রাজ্ঞ আলেমের বড় অভাব আজ দেশে।
অশীতিপর বৃদ্ধ অধ্যাপক গোলাম আযম, মাওলানা আবদুস সোবহানরা আজ সন্তান নাতি-নাতনীদের সাথে ইফতার সেহরী করতে পারছেন না।
মোহাম্মদ বাদিই, মুরসি, ড. বেলতাগী, মুজাহিদ, মীর কাশেম আলী, কামারুজ্জামান, এটিএম আজহার এরা প্রত্যেকেই এক একটি বিপ্লবের নাম। এরাই বিপ্লবের পতাকা।
তাদের অপরাধ তার একটি ইসলামী পূণর্জাগরণের সিপাহসালার। মানবতাকে সুরক্ষায় ইসলামী আন্দোলনই যাদের ধ্যান তাদেরকে কল্পিত আসামী বানানো হয়েছে খুন ধর্ষণ আর সব পাপকাজে। এসব দেখে বিভৎস শয়তানও অট্টহাসিতে ফেটে পড়ে।
জুলুমের সামনেও ঈমানের বলে বলিয়ান আমাদের সিপাহসালারদের হাস্যোজ্বল চাহনি বজ্রকন্ঠে উদিত বিপ্লবের আহ্বান আমাদের প্রেরণার ফল্গুধারাকে বহমান করবে, করবে গতিশীল।
বিপ্লবের রক্তপিচ্ছিল পথ মুছে দেবে সব গ্লানি। জান্নাতই হবে আমাদের মুক্তির মনজিল।
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন