- চাই তার গ্লাসটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ এপ্রিল, ২০১৫, ০৪:৩১:৫৭ বিকাল
হাত থেকে গ্লাস
ছুটে গিয়ে ঠাস
তার উপর উমামা
হায়রে সর্বনাশ!!
হাত গেছে কেটে
পিঠ গেছে কেটে
ডাক্তার বাবুর শুই
ফোড়ালো তাতে।
রেগে মেগে ফোস
আসল যখন হুস
কোথায় গেল বন্দুক
ডাক্তার বাবুর দোষ।
তারপর কান্নাটা
মানছেনা অন্যটা
হাত পিঠ যায় যাক
চাই তার গ্লাসটা।
১০.০৪.২০১৫/১২.৩০
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন