পুরনো গুনাহ(?) মাফ হয়ে গেলো জামায়াত নেতার!!
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১১ এপ্রিল, ২০১৫, ০৩:৫৮:৪৩ দুপুর

যতটুকু মনে পড়ে সাকা চৌধুরীই বলেছিলেন, ‘আওয়ামী লীগ এমন একটি মেশিনের নাম, যার একপাশ দিয়ে রাজাকার ডুকিয়ে দিলে অন্যপাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়।’
সেই মেশিনের বদৌলতেই গতকাল বাংলাদেশ একজন নতুন মুক্তিযোদ্ধা ফেলো!! অভিনন্দন সেই মুক্তিযোদ্ধাকে!
নিউজটা ছোট হলেও ব্যপক আলোচনার জন্ম দিয়েছে। ফুল দিয়ে বরন করার ছবিসুদ্ধা স্থান পেয়েছে প্রথম আলোর(অনলাইন ভার্সন) প্রধান হেডলাইনের পাশেই !!
তিনি রাজশাহীর বাঘমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। গতকাল তার অনুসারিদের নিয়ে যোগ দিয়েছেন আওয়ামী লীগে।
তিনি বলেছেন, আওয়ামী লীগের আদর্শ ও কাজ ভালো লাগায় অনুসারীদের নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন!!
এই কথা শুনে সত্যি আমার খিল খিলিয়ে হাসি এসে পড়লো….. ওরে আমার আদর্শ রে….. এমন আদর্শের সুনামে আওয়ামী নেত্রীই যেনো আজ গর্ভবতী!!
কনভার্টেড ঐ জামায়াত নেতা জোর দিয়ে বলেছেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার পেছনে তার ভিন্ন কোনো উদ্দেশ্য নেই।
জোর দিয়ে বলা কথাটাই আমার মনে খটকা লেগেছে। এটাকে আমার কাছে মনে হয়েছে ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা’র মত।
তাকে কেউ জিজ্ঞেস করনাই যে, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? তাহলে জোর দিয়ে এমনটা বলার মানেটা কি? চোরের মনে পুলিশ পুলিশ?
জীবনে একদিনের জন্য জামায়াত করেও কেউ আদর্শের কারনে আওয়ামী লীগে যোগ দিবে, এটা কি পাগলেও বিশ্বাস করবে?
গ্রামের রাজনীতি আলাদা। এটা সবাই বুঝেনা। যারা বুঝে তারা ঠিকই বুঝবে এর শানে নুযুল। আল্লাহ সবাইকে হেদায়াত দেননা। আর সবাই ধৈর্যও ধরতে পারেনা। নিজের সম্পদ, ব্যবসা, অর্থকড়ি রক্ষার্থে অনেকেই ধৈর্যহারা হয়ে যায় এটাই স্বাভাবিক।
তাছাড়া ঐ ব্যাক্তি দীর্ঘ এক বছর ধরে সংগঠন থেকে দূরে ছিলেন।
যাক কথা হলো, তাকে দলে নিয়ে আওয়ামী লীগ নিজেরাও আছে অস্বস্তিতে!! ঐ যে জোর দিয়ে বলা আমার ভিন্ন কোনো উদ্দেশ্য নেই!! ঐ উদ্দেশ্য নিয়েই তারা আছে চিন্তায়।
ঐ এলাকারই কিছু আওয়ামী নেতা বলছেন, জামায়াত আর আওয়ামী লীগের আদর্শ বিপরীত। এ মুহূর্তে তাঁদের দলে নেওয়া ঠিক হয়নি। আবার কেউ বলছেন, জামায়াতে অনেক ভালো লোক আছেন। খোঁজখবর নিয়েই তাঁকে দলে নেওয়া হয়েছে।
আর আমজনতা কি বলে সেটা জানতে হলে প্রথম আলোর নিউজের নিচের কমেন্টগুলো পড়তে হবে…
কেউ বলছে, “কাজের স্বার্থে একাকার, কাজ ফুরালে রাজাকার”
কেউ বলছে, “শাবাশ দেশ পেল এক নতুন মুক্তিযোদ্ধা!”
আবার কেউ বলছেন, “এটা জামাতের মাস্টার প্লান এর অংশ। আওয়ামিলীগ কে ধংশ করার ষড়যন্ত্র”
আর আমার শিরোনামটাও কিন্তু ওখানকার একজনের মন্তব্য থেকেই নেয়া।
বুঝা গেলো, জামায়াতের কেউ আওয়ামী লীগে যোগ দেয়াটা বাহ্যিকভাবে আম্লীগারদের জন্য খুশির দেখালেও অভ্যন্তরিনভাবে তাদের জন্য এটা ব্যপক পেরেশানির ব্যপার হয়ে দাঁড়ায়।
সার্বক্ষনিক অবিশ্বাসের তীর থাকে তার দিকে, ‘হালায় কোন নিয়তে যে আমগো লগে আইলো’…….!!!
শেষ করবো জনৈক ব্যাক্তির একটি মন্তব্য দিয়ে…..
ওহে নতুন প্রজন্ম , দেখ চেতনাধারী আওয়ামী লীগের মুখোস খুইলা গেল !! বিএনপি'র সাথে গেলেই জঙ্গী, আর আওয়ামী লীগের সাথে গেলেই সঙ্গী???
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সবকিছু হয়ে যাবে খোশ!!!
মন্তব্য করতে লগইন করুন