- পেন্সিল ( অল্প স্বল্প গল্পের মতো )
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ এপ্রিল, ২০১৫, ০৮:৪২:৫৯ রাত
পেন্সিলকে কবে থেকে পিন্সিল বলা শুরু করেছি নিজেই জানিনা। সামিরা যখন বলল, " এই পিন্সিল আবার কিরে?" তখন মনে হলো, তাইতো এটা আবার কি জিনিস খায় নাকি মাথায় দেয়!
আফরোজা মুচকি হাসছিল, সে জানে লাঞ্চ আওয়ারে আজকের বিষয় হবে 'পিন্সিল' সামিরার পাল্লায় পড়লে আর কিছু লাগেনা, পুরোদিন উঠতে বসতে খোঁচাবে। সামিরর কথায় পরে আসছি, আজকে হঠাৎ পেন্সিলের কথা কেন মনে পড়ল সেটাই বলি।
বৃহষ্পতি বারে হাফ আর শুক্র বারে মাফ। ছোট বেলা থেকেই এমনটা হয়ে আসছে, বড় বেলায়ও এটা খুবই প্রযোজ্য। প্রাইমারী স্কুলে হাফ ছুটি মানে দুই ঘন্টা ক্লাশ চলবে, বারটায় ছুটি। তারপর আহা কি শান্তি কখন বাসায় ফিরব, বই খাতা রেখে সাগর এর সাথে সোজা পুকুরে লাফ, পুকুরের পানি দই করে তারপর ঘরে ফেরা।
ছুটি শেষে খুব জোরে হাঁটছিলাম, হাত থেকে পেন্সিলটা পড়ে গেল। পেন্সিল এর আকারটাও খুব বেশী বড় ছিলনা, তবুও খুঁজতে লাগলাম চারপাশ। না, পাওয়া গেলনা, হাওয়া হয়ে গেছে। অবাক হলাম কোথা গেল সেটা, এতো করে খুঁজলাম।
ঘরে এসে জামা কাপড় খুলছি তখন খেয়াল করালাম শার্টের পকেটে কি জানি কি একটা। হাত দিয় দেখি সেই পেন্সিল! কি করে আসলো তখন আর ভাবিনি যদিও কিছুটা অবাক হয়ে গেছিলাম। বড় বেলায় এসে হঠাৎ আবার সেই কথাটা মনে পড়লো, পেন্সিলটা পকেটে কি করে আসলো। অনেক ভেবে চিন্তে যে উত্তরটা পেলাম সেটা হলো, এক হাতে ছিল বই, অন্য হাতে পেন্সিল, খুশীতে এমন জোরে হাঁটছিলাম যে, হাত থেকে ছুটে পেন্সিলটা পকেটেই এসে ঢুকলো।
আজ আমার হাফ ছুটি। বারটা ত্রিশ সবাই চলে যায়, আমরা দু'একজন থাকি আরো ঘন্টা খানেক, মাঝের মধ্যে কাজের চাপ আরো বেশী থাকলে চার পাঁচটাও বাজে, আজকে যেমন বের হলাম চারটা ত্রিশ এ। আমি আর পলাশ এক সাথেই বের হলাম, তার আগে খুব কড়া করে চা বানালাম, ওয়ান টাইম প্লাষ্টিকের কাপে করে নিযে নিলাম পথে হেঁটে হেঁটে কলা বলতে বলতে যাব বলে। অপিষ আর ঘর কাছেই, পাঁচ মিনিটের হাঁটা পথ।
পলাশকে বললাম ছবি তুলে দাও, পথে চা খাচ্ছি এটাও একটা মজার বিষয়।
সামিরার কথা বলছিলাম, সামিরা এখন অন্য ব্যাংকে, মিনহাজের সাথে দারুণ মানিয়েছে তাকে। আফরোজা আছে আগের মতোই আর আমি ভাসমান।
বিষয়: বিবিধ
৯২০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একজন সফল ছড়াকার, গীতিকার, গল্পকার সাহিত্যিক এর কমেন্ট : Shah Alam Badsha বেশ মজাদার গপ্পো, ভাল্লাগলো
একজন সফল ছড়াকার, গীতিকার, গল্পকার সাহিত্যিক এর কমেন্ট : Shah Alam Badsha বেশ মজাদার গপ্পো, ভাল্লাগলো
সরি ভাইয়া, ভাষাগত দৈনতার কারণে ঠিকমত বুঝাতে পারলাম না ভালো লাগলো
একজন সফল ছড়াকার, গীতিকার, গল্পকার সাহিত্যিক এর কমেন্ট : Shah Alam Badsha বেশ মজাদার গপ্পো, ভাল্লাগলো
নতুন দুইটা অ্যাড হল !!!
চা এর সাথে কি বন খাইলেন???
এবার আসল চরিত্র হলো, আমরা তিনজনই একই সাথে জযেন্ট করেছিলাম, আফরোজা আমার ক্লাসমেইট ছিল বাট তেমন জানাশোন ছিলনা কারন আমি ক্লাস করতামনা, আর যখন সে চাকরীতে জয়েন্ট করল একসাথে সে তখন দুই সন্তানের জননী, পরে জানতে পারলাম আমার খালাতো বোনের জা, সামিরার সাথে মিনহাজ এর প্রেম ছিল, তারা বিয়ে করল, সুতরাং সবাই যা ভাবছে আদৌ তা নয়।
শুনেছিতো কোটিপতি মিনহাজ স্বামী তার।
আফরোজা আছে আগের মত
আমিই শুধু ভাসমান আর যাযাবর।
হাহাহা, মজা করলাম।
মন্তব্য করতে লগইন করুন