- পেন্সিল ( অল্প স্বল্প গল্পের মতো )

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ এপ্রিল, ২০১৫, ০৮:৪২:৫৯ রাত



পেন্সিলকে কবে থেকে পিন্সিল বলা শুরু করেছি নিজেই জানিনা। সামিরা যখন বলল, " এই পিন্সিল আবার কিরে?" তখন মনে হলো, তাইতো এটা আবার কি জিনিস খায় নাকি মাথায় দেয়!

আফরোজা মুচকি হাসছিল, সে জানে লাঞ্চ আওয়ারে আজকের বিষয় হবে 'পিন্সিল' সামিরার পাল্লায় পড়লে আর কিছু লাগেনা, পুরোদিন উঠতে বসতে খোঁচাবে। সামিরর কথায় পরে আসছি, আজকে হঠাৎ পেন্সিলের কথা কেন মনে পড়ল সেটাই বলি।

বৃহষ্পতি বারে হাফ আর শুক্র বারে মাফ। ছোট বেলা থেকেই এমনটা হয়ে আসছে, বড় বেলায়ও এটা খুবই প্রযোজ্য। প্রাইমারী স্কুলে হাফ ছুটি মানে দুই ঘন্টা ক্লাশ চলবে, বারটায় ছুটি। তারপর আহা কি শান্তি কখন বাসায় ফিরব, বই খাতা রেখে সাগর এর সাথে সোজা পুকুরে লাফ, পুকুরের পানি দই করে তারপর ঘরে ফেরা।

ছুটি শেষে খুব জোরে হাঁটছিলাম, হাত থেকে পেন্সিলটা পড়ে গেল। পেন্সিল এর আকারটাও খুব বেশী বড় ছিলনা, তবুও খুঁজতে লাগলাম চারপাশ। না, পাওয়া গেলনা, হাওয়া হয়ে গেছে। অবাক হলাম কোথা গেল সেটা, এতো করে খুঁজলাম।

ঘরে এসে জামা কাপড় খুলছি তখন খেয়াল করালাম শার্টের পকেটে কি জানি কি একটা। হাত দিয় দেখি সেই পেন্সিল! কি করে আসলো তখন আর ভাবিনি যদিও কিছুটা অবাক হয়ে গেছিলাম। বড় বেলায় এসে হঠাৎ আবার সেই কথাটা মনে পড়লো, পেন্সিলটা পকেটে কি করে আসলো। অনেক ভেবে চিন্তে যে উত্তরটা পেলাম সেটা হলো, এক হাতে ছিল বই, অন্য হাতে পেন্সিল, খুশীতে এমন জোরে হাঁটছিলাম যে, হাত থেকে ছুটে পেন্সিলটা পকেটেই এসে ঢুকলো।

আজ আমার হাফ ছুটি। বারটা ত্রিশ সবাই চলে যায়, আমরা দু'একজন থাকি আরো ঘন্টা খানেক, মাঝের মধ্যে কাজের চাপ আরো বেশী থাকলে চার পাঁচটাও বাজে, আজকে যেমন বের হলাম চারটা ত্রিশ এ। আমি আর পলাশ এক সাথেই বের হলাম, তার আগে খুব কড়া করে চা বানালাম, ওয়ান টাইম প্লাষ্টিকের কাপে করে নিযে নিলাম পথে হেঁটে হেঁটে কলা বলতে বলতে যাব বলে। অপিষ আর ঘর কাছেই, পাঁচ মিনিটের হাঁটা পথ।

পলাশকে বললাম ছবি তুলে দাও, পথে চা খাচ্ছি এটাও একটা মজার বিষয়।

সামিরার কথা বলছিলাম, সামিরা এখন অন্য ব্যাংকে, মিনহাজের সাথে দারুণ মানিয়েছে তাকে। আফরোজা আছে আগের মতোই আর আমি ভাসমান।



বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313968
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আগা-মাথা কিছুই বুঝলাম না।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৩
254970
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying
313970
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি যখন স্কুলে পড়তাম আমার কলম ছিল বেয়াদব হাগু করে ফেলত আমার পকেটে। আর বাকি সব সবার মত আছে আমি ও আমার মত।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:১০
254971
বাকপ্রবাস লিখেছেন : থেংক্স, বোঝাতে পেরেছি আপনাকে, লায়লা আপুকে বোঝাতে পারিনিTongue Tongue Tongue Tongue
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৩
254988
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পুরোটা বুঝতে পারিনাই ,,যা মন চাইছে বলে দিছি Crying Crying Crying
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:০১
254992
আহমেদ ফিরোজ লিখেছেন : ডস খাইলো আমার কবি ভাই!!! যাও একজনকে বুঝাতে পারার সাফল্য অর্জন করতে চাইলো, তাও ব্যাক্তি পল্টি লইলো... আহারে...Rolling on the Floor Rolling on the Floor
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:০৩
254994
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue Tongue Tongue
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৮
255043
বাকপ্রবাস লিখেছেন : আব্দুল আওয়াল মিন্টু এখানে কইথ্যাকা আইল
313978
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৪
আবু জান্নাত লিখেছেন : গল্পটির কূল কিনারা পাই নাই। ধন্যবাদ।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৩
254983
বাকপ্রবাস লিখেছেন : অল্প স্বল্প গল্পের মতো
313979
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৩
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনে কবি কবিতাই লিখেন। অন্যকিছু লিখতে গিয়া পরিবেশ নষ্ট করার দরকার নাই :D/ গল্প পড়তে গিয়ে গান চলে আসলো নদীর(গল্পের) কূল নাআআআআইইই.. কিনার নাআআইরে...।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৪
254984
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫২
254986
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : <:-P <:-P <:-P <:-P Applause Applause
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৫
255047
বাকপ্রবাস লিখেছেন : একজন ভাল গল্পকার এর কমেন্ট : Jasim Uddin অল্প স্বল্প গল্পের মতো !! দারুণ !!

একজন সফল ছড়াকার, গীতিকার, গল্পকার সাহিত্যিক এর কমেন্ট : Shah Alam Badsha বেশ মজাদার গপ্পো, ভাল্লাগলো
313980
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ঘটনা কি আজ সূর্য কোনদিকে উঠলো?
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:১০
255044
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৪
255046
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue একজন ভাল গল্পকার এর কমেন্ট : Jasim Uddin অল্প স্বল্প গল্পের মতো !! দারুণ !!

একজন সফল ছড়াকার, গীতিকার, গল্পকার সাহিত্যিক এর কমেন্ট : Shah Alam Badsha বেশ মজাদার গপ্পো, ভাল্লাগলো
313987
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:০৮
বৃত্তের বাইরে লিখেছেন : অনুগল্পগুলো অনেকটা ধাধার মত বুঝার আগে শেষ হয়ে যায়। প্রিয়জনদের সাথে কাটানো জীবনের কিছু কিছু মুহূর্তগুলো মনে হয় এমন.. খুব সাধারণ কিছু স্মৃতি কিন্তু কখনো মনে হলে সেটাই অসাধারণ হয়ে উঠে।

সরি ভাইয়া, ভাষাগত দৈনতার কারণে ঠিকমত বুঝাতে পারলাম না Sad ভালো লাগলো Good Luck
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৩
255045
বাকপ্রবাস লিখেছেন : একজন ভাল গল্পকার এর কমেন্ট : Jasim Uddin অল্প স্বল্প গল্পের মতো !! দারুণ !!

একজন সফল ছড়াকার, গীতিকার, গল্পকার সাহিত্যিক এর কমেন্ট : Shah Alam Badsha বেশ মজাদার গপ্পো, ভাল্লাগলো
313989
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সামিরা,আফ্রজা!!!
নতুন দুইটা অ্যাড হল !!!
চা এর সাথে কি বন খাইলেন???
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:২০
255049
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying ওটা বেকারী ছিল, সম্ভবত পাউরুটি গুলো ডেট এক্সপাইরড তাই পিকআপে করে নিয়ে যাচ্ছে এবড়ো থেবড়ো ভাবে, আমার অপিষ এর পাশেই
314009
১০ এপ্রিল ২০১৫ রাত ১২:১১
আফরা লিখেছেন : কেউ কিছু না বুঝলে ও আমি সব বুঝেছি ভাইয়া । আপনি শুধু অবসর পেলেই পুরানো বান্ধুবীদের কথা ভাবেন ভাবীর কথা কখন ভাবেন ! !
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:৩২
255051
বাকপ্রবাস লিখেছেন : আরে না, আমি আসলে ছবিটা পোষ্ট করার জন্য কথাগুলো সাজিয়েছি, বাট এটা একটা গল্প, অতি সাধারণ হওয়াতে সবার খটকাটা লাগল, সামান্য একটু প্যাচকি হচ্ছে চরিত্র তিনটা, এই তিন চরিত্রের মাঝে সম্পর্কটা উহ্য, এটা ঠিক কবিতার মতো, আপনার মতো করে আপনি বুঝে নেবেন।

এবার আসল চরিত্র হলো, আমরা তিনজনই একই সাথে জযেন্ট করেছিলাম, আফরোজা আমার ক্লাসমেইট ছিল বাট তেমন জানাশোন ছিলনা কারন আমি ক্লাস করতামনা, আর যখন সে চাকরীতে জয়েন্ট করল একসাথে সে তখন দুই সন্তানের জননী, পরে জানতে পারলাম আমার খালাতো বোনের জা, সামিরার সাথে মিনহাজ এর প্রেম ছিল, তারা বিয়ে করল, সুতরাং সবাই যা ভাবছে আদৌ তা নয়।
১০ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪০
255071
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধরা খাইলে সবাই অস্বিকার করে!!!
314023
১০ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৯
সন্ধাতারা লিখেছেন : নতুন অভিজ্ঞতা ভালই!! চালিয়ে যান... । আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে।
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:৩৬
255052
বাকপ্রবাস লিখেছেন : নতুন করে কিছু আর বললামনা পালের গোদা আহমেদ ফিরোজ ভাই তালে তাল মেরেছে শাহীন ভাই, সবুজ ভাইতো আমি এক বললে উনি দুই বলবেই.......... যায় হোক, উপরের কমেন্ট থেকে বুঝতে পারবেন ঘটনা কি!!!!
১০
314044
১০ এপ্রিল ২০১৫ রাত ০৪:১৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনি পারেন ভাই। গল্পটা পড়লাম আর মাথা চুলকাইলাম। পরে আফরা আপুর মন্তব্যর জবাব পড়ে হাত নামালাম মাথা থেকে।
১০ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৯
255054
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor কি বুঝলেন হেইডা কন
১১
314084
১০ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৬
প্রেসিডেন্ট লিখেছেন : সামিরা আজ নাকি সবচেয়ে সুখে আছে
শুনেছিতো কোটিপতি মিনহাজ স্বামী তার।
আফরোজা আছে আগের মত
আমিই শুধু ভাসমান আর যাযাবর।


হাহাহা, মজা করলাম।

১০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩০
255087
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:১৮
255169
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Love Struck Love Struck Love Struck Love Struck Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Winking) Winking)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File