Unlucky I Don't Want To See Hurry Up Rose Roseবিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... Unlucky I Don't Want To See Hurry Up Rose Rose✔✔✔আব্দুর রহিম (পর্ব ৮)

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ এপ্রিল, ২০১৫, ০৭:৫৭:১৮ সন্ধ্যা

আমি বললাম মেয়েটির আগের স্বামী কি রোগে মৃত্যু বরন করেছিলেন? সে বলল কি বলেন এসব মেয়েটির আগে কোন বিয়ে হয়নি..... আমি বললাম আপনার বোধহয় ভুল হচ্ছে.... না মেয়েটির আগে কোন বিয়ে হয়নি.... হয়নি......

এ কি শুনলাম একই বিষয়ে {{{{শতভাগ হ্যাঁ শতভাগ না}}}}



মনতো বিশ্বাস করতে চায়! বিশ্বাস করার মত তথ্যও দরকার এক দিকে আব্বুর তথ্য, অন্য দিকে লোকটির তথ্য.....!

মনের সাথে আমার নিজেস্ব যুদ্ধ চলছে.... কোন দিকে যাবো কোনটা মেনে নেব বুঝতে পারছিনা... ওদের গ্রামের আরো কয়েক জনের কাজ থাকে জানলাম, সবাই প্রায় একই কথা বলেছে! তথ্য গুলো মনে ধারন করে বাড়ি ফিরে এলাম।

বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখি মা রান্না করতেছে, রান্না ঘরে

মায়ের পাশে গিয়ে বসলাম, মা জিজ্ঞেস করল কিরে কবে ফিরলি? বললাম এইতো একটু আগে....

কি খবরাখবর নতুন কোন খবর পেয়েসিস? হ্যাঁ মা পেয়েছিঃ ঘটনা বললাম...... মা বলল এমন হবার কারন কি? আমি বললাম আমারতো একই প্রশ্ন!



প্রশ্নের উত্তরের খোঁজ করে চলছে মন, কিন্তু কিছুতেই উত্তর ধরা দেয়না....! মায়ের কাজ থেকে পরামর্শ করলাম আব্বুকে বলব কিনা.... মা বলল এখন বলা যাবেনা আরো ভালো করে জেনে নে.... তার পর বলা যাবে। কেননা তোর তথ্য ভুল হলে বড় সমস্যা হয়ে যাবে।

মায়ের পরামর্শে একটু শান্ত হয়ে বুঝার চেষ্টা করলাম! ভাবলাম মা যা বলছে তা ঠিক।

দুদিন পর আবার মেয়েটির গ্রামে গেলাম আরো জানার চেষ্টায় কয়েকজনের সাথে কথা বললাম দেখি প্রায় প্রতিটি মানুষ বলছে একই কথা..... মেয়েটির আগে কোন বিয়ে হয়নি... হয়নি....!!

মনে প্রশ্ন এলো বাবাকে ঐ তথ্য কে দিলো...! বাড়িতে এসে মাকে সব বললাম। মাকে আরো বললাম আব্বুকে ঐ তথ্য কে দিয়েছে তা জানার জন্য চেষ্টা করবেন। মা বলল আচ্ছা ঠিক আছে।

সকালে মায়ের কাজ থেকে জানলাম মেয়েটির গ্রামের মতাব্বর নাকি আব্বুকে ঐ তথ্য দিয়েছেন!!!!

মা আব্বুকে ঘটনা বুঝিয়ে বলেছে, মায়ের ভাষায় আব্বুর অনুভূতি জেনে আমার ধৈর্য্য হারা হবার অবস্থা...! ((আবার আমার একটু ধৈর্য কম...!))

আব্বু ঘটনা জেনে মেয়েটির গ্রামে যেতে প্রস্তুত..! গিয়ে মতাব্বরের সাথে বুঝাপড়া করবে... আব্বুর উত্তেজনা বুঝতে পেরে মাকে বললাম মা এখন কি হবে... ? মাও চিন্তিত!!

পাঠক একটি কথা বলে নিই... আব্বুর কথা কখনো নড়চড় হয়না কোন যৌক্তিক কারন ছাড়া...। আব্বু বেশি কথা বলেননা তবে যেটুকু বলেন সেটুকু দায়িত্বের সাথে রাখতে চেষ্টা করেন!

আব্বু যাবে তবে একা যাবেনা...! সাথে আমাদের গ্রামের দুজনকে সাথে নিয়ে গেলেন মেয়েটির গ্রামে..। গিয়ে মতাব্বরের সাথে দেখা করার আগে মেয়েটির গ্রামের করো কয়েকজনের সাথে কথা বলেছেন আব্বু....। কথা বলে জানতে পারলেন মেয়েটির আগে কোন বিয়ে হয়নি।

মেয়েটির বিয়ে হয়নি জেনে আরো উত্তেজিত হন আব্বু..।

আব্বু সেই মতাব্বরের সাথে দেখা করেন... মতাব্বর তার নিজের অবস্থানে অনড় মাতাব্বর বলে বিয়ে হয়েছে... হয়েছে!

প্রশ্ন উল্টো প্রশ্ন করতে করতে নিজেদের মাঝে সৌজন্যতা হারায়.... বকাবাকি শুরু হয়!



একজন অন্য জনকে দেখে নেয়ার হুমকি ধমকি....! কথা শেষে আব্বু ও আব্বুর সাথে যাওয়া দুজন সহ ফিরে আসেন আমাদের গ্রামে।

গ্রামে এসে গ্রামের মান্যগন্য ব্যক্তিদের সাথে আলোচনা করতে শুরু করল! সবার মাঝে উত্তেজনা উৎকন্ঠা...

সবাই মিলে সিদ্ধান্ত হয় বিষয়টি ইউনয়নের চেয়ারম্যানের সাথে আলোচনা করবে, দুই পক্ষই একই ইউনয়নের হওয়াতে সুবিধাই হলো। আব্বু এবং আমাদের গ্রামের পক্ষ হতে একটি লিখিত অভিযোগ দিলো.....।

অভিযোগ দেয়ার আগে মেয়েটির পরিবারের সাথে আলোচনা করা হলোঃ মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করার জন্য আব্বুকে অনুরোধ জানানো হলো....।

কারন হিসেবে বলা হলো মেয়েটির গ্রামের মাতাব্বরটি অত্যন্ত জেদী.... এবং রাজনৈতিক ভাবে প্রভাবশালী....

ওদের কথা হলো রাজনৈতিক প্রভাব কাটিয়ে বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করে ঐ মাতব্বর....! তাই আমরাও যেন তার সাথে লড়াই করতে না যায়!!!



আব্বু ওদের অনুরোধ রাখতে পারবেনা বলে সাফ জানিয়ে দিলেন! আর বললেন ওনি যত বড় মাতাব্বরই হোকনা কেন মিথ্যাচার করে একটি মেয়ের বিয়ে ভেঙে দেবে আর আমরা তার এই অন্যায় মুখবুঝে সয্য করব এটা হতে পারেনা.....।

আব্বু মেয়েটির পরিবারের লোকজনদের আরো জিজ্ঞেসা করলো ঐ মাতাব্বরের সাথে তাদের কোন রকম পূর্ব শত্রুতা আছে কিনা...। মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানানো হলো.........

বিঃদ্রঃ প্রিয় পাঠক ন্যায় বিচারের অধিকার প্রতিটি মানুষের......

বাকি আগামী পর্বে....

৭ম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/63613#.VSZZQHOoVAg

বিষয়: বিবিধ

১৮৩০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313964
০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসছি ভাইয়া.....
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৭
254966
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন্তব্যের দোড়ে আপনি প্রথম! আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসুন আপনার অপেক্ষায় আছি.......
313965
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৫
254969
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চাটিগাঁ থেকে ব্লগে এসে অনুভূতি জানিয়ে যাওয়া কম কথা নয়! আপনার ভাললাগা ও উপস্থিতি আগামী লেখা গুলোতে অনুপ্রেরণা হয়ে থাকবে..... ব্লগেকে যখন বাড়ি বানিয়ে নিয়েছি অবশ্যই লিখব। আমাদের ব্লগে এসে অনুভূতি রেখে যাওয়ার জন্য ধন্যবাদ।
313966
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো- অনেক ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৩
254976
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার ভালোলাগা জানিয়ে যাওয়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
313967
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫০
আবু জান্নাত লিখেছেন : অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে। এসব কূ লোকদের বিচার হওয়া একান্ত প্রয়োজন। অনেক ভালো লাগছে আপনার ধারাবাহিক, লিখতে থাকুন। ধন্যবাদ।
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:২৭
255006
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ন্যায় বিচার পাওয়ার আকুলতায় ভরা হবে আগামী পর্ব! পাঠকের ভালোলাগা লেখকের প্রসব বেদনা প্রশমিত করে..... আপনার ভালোলাগা মনের গভীরে যত্ন করে রেখে দিলাম!!!
313973
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগছে চালিয়ে যান।
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:৩০
255007
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাললাগার অনুভূতি জানিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ লিখে যাব আগামী পর্ব গুলোতে আপনার উপস্থিতি আশা করি। ম
313986
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:০৬
আহমেদ ফিরোজ লিখেছেন : ছবিগুলো একেবারে খাপেখাপ.... পুরো লেখা পড়িনাই তাই অন্য কোনো মন্তব্য করিনাই। phbbbbt
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৬
255008
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখা না পড়ে ছবিগুলো খাপেখাপ!!!! বলতে পারলেন কি ভাবে বুঝতে পারলাম না!! মন্তব্যটা খুব বেশি জরুরী নয়!! লেখা না পড়লে মন্তব্য করার প্রয়োজনই বা কি?

আপনার আজকের মন্তব্য যে রকমই হোক ব্লগে আপনার উপস্থিতি সন্তোষজনক। ধন্যবাদ শুভ ব্লগিং....
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৯
255012
আহমেদ ফিরোজ লিখেছেন : টানা পুরোটা পড়িনাই। বাদ দিয়ে বাদ দিয়ে পড়েছি ভাই। স্যরি সামনে ঠিকমত হবে। আপনার সাথে দেখি ফাকিবাজিও করার সুযোগ। ধইরা বহেন। Straight Face
১০ এপ্রিল ২০১৫ রাত ১২:০৪
255016
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরি বলার দরকার নেই!! সরি বলে আমাকে লজ্জিত করলেন!!! আমি শুধু বাস্তবতার কথা বলেছিলাম। না পড়ে মন্তব্য করার অর্থ দাড়ায় সেরা মন্তব্যকারির লিষ্টে নাম লেখানো!!

সুতারাং বাস্তব কথা একটু তিতা লাগে।। আমার কথায় দুঃখ পেয়ে থাকলে মাফ চাই।
১০ এপ্রিল ২০১৫ রাত ১২:১৫
255018
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সম্ভব হলে ফেসবুক আইডি দিন....!!
১০ এপ্রিল ২০১৫ রাত ০১:০৯
255030
আহমেদ ফিরোজ লিখেছেন : ফেসবুক আইডি এই নামেই,, সার্চ দিলেই পাবেন, মোবাইলে লিংক দিতে ঝামেলা ভাই
১০ এপ্রিল ২০১৫ রাত ০২:৩২
255039
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ হ্যাঁ....... পেয়ে গেছি। ধন্যবাদ।
313990
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:২৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম । আসলেই কিছু মানুষ আছে যারা বিনা কারনে বা জিদের বশবর্তী হয়ে বিয়েতে ভাংগানী দেয়! এদের উচিত শিক্ষা হওয়া উচিত!
পরের পর্বের অপেক্ষায় রইলাম Good Luck!
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:৪১
255010
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। পাঠক হিসেবে আপনার অপেক্ষা আমার লেখনির পথে অগ্রগামী করে তুলবে। ধন্যবাদ আপনার মূল্যবান অনুভূতি জানার জন্য।
313992
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফলাফল কি? ০০০
০৯ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৫
255011
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সর্বপ্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ! আসলে মানুষ হিসেবে আমরা খুবদ্রুত ফলাফল প্রত্যাশি....!

কিন্তু বাস্তবতা বড়ই কঠিন! বাস্তব জীবনে ফলাফল খুব সহজে ধরা দেয় না। অনেক যন্ত্রণা যাতনা ত্যাগ তিতিক্ষার পর ফলাফল আসে।
314016
১০ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৪
আফরা লিখেছেন : আমি শুনেছি গ্রামে নাকি এসব হয় । আবার কোন ছেলের সাথে সম্পর্ক থাকলে ও নাকি এরকম নোংরামি করে । কিন্তু মাত্ববর সাহেব এমন করল কেন ! উনার তো উচিত গ্রামের একটা মেয়ের বিয়ের ব্যাপারে আরো হেল্প করা ।মানুষ কত্ত খারাপ ।

ধন্যবাদ ভাইয়া/ ভাবী
১০ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৩
255025
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মানুষ কত রকমের আছে পৃথিবীতে শুধু আল্লাহ ছাড়া আর কেউ জানেনা, কিছু মানুষ আছে প্রতিবেশীর ভালো কিছু সয্য করতে পারেনা, ভালো সব নিজের জন্য রেখে মন্দ সব অন্যের উপর ছাপিয়ে দিতে চায়!!

প্রতিবেশী গরীব হলেতো কথাই নেই....!

আফরা আপুকে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে অনুভূতি রেখে যাওয়ার জন্য।
১০
314034
১০ এপ্রিল ২০১৫ রাত ০১:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গত কয়েকটি পর্ব থেকে পড়ে আসছি অনেক সুন্দর করে সাজানো লিখা ,,এগিয়ে যান লিখুন
১০ এপ্রিল ২০১৫ রাত ০২:৩০
255038
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য!
১১
314039
১০ এপ্রিল ২০১৫ রাত ০২:৫০
shaidur rahman siddik লিখেছেন : অনেক সুন্দর করেই বিয়ের গল্পের পর্বগুলি সাজিয়েছেন। পড়ে অনেক ভালো লাগলো,,ধন্যবাদ আপনাকে
১০ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৪
255041
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিয়ের গল্প বিয়ের গল্প!! বিয়ের দাওয়াত দেয়ার অপেক্ষায় আছি আগামী পর্ব গুলো পড়লে হয়তবা দাওয়াত পেয়ে যেতে পারেন। ধন্যবাদ ব্লগে এসে অনুভূতি রেখে যাওয়ার জন্য।
১২
314040
১০ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : গ্রামের বর্তমান অবস্থা এমনি। পড়ে খুব ভালো লাগলো।
চালিয়ে জান।
১০ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৩
255042
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গ্রামের এই অবস্থা পরিবর্তনের জন্য আমাদের সকলকে সচেতনতার হাত ধরে এগিয়ে আসতে হবে! আপনাকে ধন্যবাদ ব্লগে এসে মন্তব্য করার জন্য। আপনার উৎসাহ মুলক মন্তব্য চালিয়ে যেতে প্রেরণা যোগাবে।
১৩
314081
১০ এপ্রিল ২০১৫ সকাল ১০:০০
ছালসাবিল লিখেছেন : ভাবীর বিয়ে ভেঙ্গে গেছে Big Grin Hot Rolling on the Floor Applause
১০ এপ্রিল ২০১৫ সকাল ১১:২০
255080
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কৈ কড়া বলছে? খবর কোথায় পেলেন? ভাবি হয় বিয়ে হবার পরে। বিয়েRolling on the Floor ভাঙ্গে কম্তে..?
১৪
314092
১০ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১০
কাহাফ লিখেছেন :
উপস্হাপনায় নতুনত্ব ভালই লাগল! কাহিনী বর্ণনার সাথে ছবি সংযোজন ভিন্নমাত্রা যোগ করেছে!
পরবর্তি পর্বের অপেক্ষায় রইলাম......
জাযাকাল্লাহু খাইরান!!
১০ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৮
255083
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাদের প্রসংশা শুনলে কেমন জানি লজ্জা লজ্জা লাগে....।। লিখার প্রত্যয়ে ব্লগকে বাড়ি বানিয়ে নিয়েছি!!! আপনার অপেক্ষা নিজেকে লিখার দোড়ে এগিয়ে নিয়ে যাবে হয়তো!! ধন্যবাদ শুভকামনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File