বিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... ✔✔✔আব্দুর রহিম (পর্ব ৮)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ এপ্রিল, ২০১৫, ০৭:৫৭:১৮ সন্ধ্যা
আমি বললাম মেয়েটির আগের স্বামী কি রোগে মৃত্যু বরন করেছিলেন? সে বলল কি বলেন এসব মেয়েটির আগে কোন বিয়ে হয়নি..... আমি বললাম আপনার বোধহয় ভুল হচ্ছে.... না মেয়েটির আগে কোন বিয়ে হয়নি.... হয়নি......
এ কি শুনলাম একই বিষয়ে {{{{শতভাগ হ্যাঁ শতভাগ না}}}}
মনতো বিশ্বাস করতে চায়! বিশ্বাস করার মত তথ্যও দরকার এক দিকে আব্বুর তথ্য, অন্য দিকে লোকটির তথ্য.....!
মনের সাথে আমার নিজেস্ব যুদ্ধ চলছে.... কোন দিকে যাবো কোনটা মেনে নেব বুঝতে পারছিনা... ওদের গ্রামের আরো কয়েক জনের কাজ থাকে জানলাম, সবাই প্রায় একই কথা বলেছে! তথ্য গুলো মনে ধারন করে বাড়ি ফিরে এলাম।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখি মা রান্না করতেছে, রান্না ঘরে
মায়ের পাশে গিয়ে বসলাম, মা জিজ্ঞেস করল কিরে কবে ফিরলি? বললাম এইতো একটু আগে....
কি খবরাখবর নতুন কোন খবর পেয়েসিস? হ্যাঁ মা পেয়েছিঃ ঘটনা বললাম...... মা বলল এমন হবার কারন কি? আমি বললাম আমারতো একই প্রশ্ন!
প্রশ্নের উত্তরের খোঁজ করে চলছে মন, কিন্তু কিছুতেই উত্তর ধরা দেয়না....! মায়ের কাজ থেকে পরামর্শ করলাম আব্বুকে বলব কিনা.... মা বলল এখন বলা যাবেনা আরো ভালো করে জেনে নে.... তার পর বলা যাবে। কেননা তোর তথ্য ভুল হলে বড় সমস্যা হয়ে যাবে।
মায়ের পরামর্শে একটু শান্ত হয়ে বুঝার চেষ্টা করলাম! ভাবলাম মা যা বলছে তা ঠিক।
দুদিন পর আবার মেয়েটির গ্রামে গেলাম আরো জানার চেষ্টায় কয়েকজনের সাথে কথা বললাম দেখি প্রায় প্রতিটি মানুষ বলছে একই কথা..... মেয়েটির আগে কোন বিয়ে হয়নি... হয়নি....!!
মনে প্রশ্ন এলো বাবাকে ঐ তথ্য কে দিলো...! বাড়িতে এসে মাকে সব বললাম। মাকে আরো বললাম আব্বুকে ঐ তথ্য কে দিয়েছে তা জানার জন্য চেষ্টা করবেন। মা বলল আচ্ছা ঠিক আছে।
সকালে মায়ের কাজ থেকে জানলাম মেয়েটির গ্রামের মতাব্বর নাকি আব্বুকে ঐ তথ্য দিয়েছেন!!!!
মা আব্বুকে ঘটনা বুঝিয়ে বলেছে, মায়ের ভাষায় আব্বুর অনুভূতি জেনে আমার ধৈর্য্য হারা হবার অবস্থা...! ((আবার আমার একটু ধৈর্য কম...!))
আব্বু ঘটনা জেনে মেয়েটির গ্রামে যেতে প্রস্তুত..! গিয়ে মতাব্বরের সাথে বুঝাপড়া করবে... আব্বুর উত্তেজনা বুঝতে পেরে মাকে বললাম মা এখন কি হবে... ? মাও চিন্তিত!!
পাঠক একটি কথা বলে নিই... আব্বুর কথা কখনো নড়চড় হয়না কোন যৌক্তিক কারন ছাড়া...। আব্বু বেশি কথা বলেননা তবে যেটুকু বলেন সেটুকু দায়িত্বের সাথে রাখতে চেষ্টা করেন!
আব্বু যাবে তবে একা যাবেনা...! সাথে আমাদের গ্রামের দুজনকে সাথে নিয়ে গেলেন মেয়েটির গ্রামে..। গিয়ে মতাব্বরের সাথে দেখা করার আগে মেয়েটির গ্রামের করো কয়েকজনের সাথে কথা বলেছেন আব্বু....। কথা বলে জানতে পারলেন মেয়েটির আগে কোন বিয়ে হয়নি।
মেয়েটির বিয়ে হয়নি জেনে আরো উত্তেজিত হন আব্বু..।
আব্বু সেই মতাব্বরের সাথে দেখা করেন... মতাব্বর তার নিজের অবস্থানে অনড় মাতাব্বর বলে বিয়ে হয়েছে... হয়েছে!
প্রশ্ন উল্টো প্রশ্ন করতে করতে নিজেদের মাঝে সৌজন্যতা হারায়.... বকাবাকি শুরু হয়!
একজন অন্য জনকে দেখে নেয়ার হুমকি ধমকি....! কথা শেষে আব্বু ও আব্বুর সাথে যাওয়া দুজন সহ ফিরে আসেন আমাদের গ্রামে।
গ্রামে এসে গ্রামের মান্যগন্য ব্যক্তিদের সাথে আলোচনা করতে শুরু করল! সবার মাঝে উত্তেজনা উৎকন্ঠা...
সবাই মিলে সিদ্ধান্ত হয় বিষয়টি ইউনয়নের চেয়ারম্যানের সাথে আলোচনা করবে, দুই পক্ষই একই ইউনয়নের হওয়াতে সুবিধাই হলো। আব্বু এবং আমাদের গ্রামের পক্ষ হতে একটি লিখিত অভিযোগ দিলো.....।
অভিযোগ দেয়ার আগে মেয়েটির পরিবারের সাথে আলোচনা করা হলোঃ মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করার জন্য আব্বুকে অনুরোধ জানানো হলো....।
কারন হিসেবে বলা হলো মেয়েটির গ্রামের মাতাব্বরটি অত্যন্ত জেদী.... এবং রাজনৈতিক ভাবে প্রভাবশালী....
ওদের কথা হলো রাজনৈতিক প্রভাব কাটিয়ে বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করে ঐ মাতব্বর....! তাই আমরাও যেন তার সাথে লড়াই করতে না যায়!!!
আব্বু ওদের অনুরোধ রাখতে পারবেনা বলে সাফ জানিয়ে দিলেন! আর বললেন ওনি যত বড় মাতাব্বরই হোকনা কেন মিথ্যাচার করে একটি মেয়ের বিয়ে ভেঙে দেবে আর আমরা তার এই অন্যায় মুখবুঝে সয্য করব এটা হতে পারেনা.....।
আব্বু মেয়েটির পরিবারের লোকজনদের আরো জিজ্ঞেসা করলো ঐ মাতাব্বরের সাথে তাদের কোন রকম পূর্ব শত্রুতা আছে কিনা...। মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানানো হলো.........
বিঃদ্রঃ প্রিয় পাঠক ন্যায় বিচারের অধিকার প্রতিটি মানুষের......
বাকি আগামী পর্বে....
৭ম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/63613#.VSZZQHOoVAg
বিষয়: বিবিধ
১৮৩০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন্তব্যের দোড়ে আপনি প্রথম! আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসুন আপনার অপেক্ষায় আছি.......
আপনার আজকের মন্তব্য যে রকমই হোক ব্লগে আপনার উপস্থিতি সন্তোষজনক। ধন্যবাদ শুভ ব্লগিং....
সুতারাং বাস্তব কথা একটু তিতা লাগে।। আমার কথায় দুঃখ পেয়ে থাকলে মাফ চাই।
পরের পর্বের অপেক্ষায় রইলাম !
কিন্তু বাস্তবতা বড়ই কঠিন! বাস্তব জীবনে ফলাফল খুব সহজে ধরা দেয় না। অনেক যন্ত্রণা যাতনা ত্যাগ তিতিক্ষার পর ফলাফল আসে।
ধন্যবাদ ভাইয়া/ ভাবী
প্রতিবেশী গরীব হলেতো কথাই নেই....!
আফরা আপুকে অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ে অনুভূতি রেখে যাওয়ার জন্য।
চালিয়ে জান।
উপস্হাপনায় নতুনত্ব ভালই লাগল! কাহিনী বর্ণনার সাথে ছবি সংযোজন ভিন্নমাত্রা যোগ করেছে!
পরবর্তি পর্বের অপেক্ষায় রইলাম......
জাযাকাল্লাহু খাইরান!!
মন্তব্য করতে লগইন করুন