আদর্শিক দল করার অপরাধে প্রহর গুনছে কামরু ভাই আর হাসিনা প্রহর গুনছে জনরোষের থাবার কাছে নিজের দিবা খাবের প্রায়শ্চিত্যের।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৯ এপ্রিল, ২০১৫, ০৭:৩৫:৫০ সন্ধ্যা
কামরুজ্জামান সে থাকবে এক ইতিহাস হয়ে , কামরুজ্জামান থাকবে ইসলামি দলের কর্মিদের কাছে বীর পুরুষ হিসেবে আল্লার মাহবুব ব্যাক্তি হিসেবে। কামরুজ্জামান থাকবে ইহিতাসের সামনে এক মজলুম ব্যাক্তি হিসেবে যাকে কিনা জালিমরা প্রহসনের বিচারের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করেছিল।
আমরা চাই জনাব কামরুজ্জামান ভাইয়ের পরিবারকে ধৈয্যের সাথে বর্তমান অবস্থাকে গ্রহন করুক । কারন এ্ই অবস্থাপকে গ্রহন করা ছাড়া তো বিকল্প কোন পথ খোলা নাই। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে শ্রেষ্টত্বের উচ্চ শিখরে আরহন করবে ইনশাআল্রাহ
আর এই জালিম হাসিনা প্রহর গুনছে জনরোষের বিষ্ফরন হলে তার এবং তার চামচাদের শেষ পরিনতি কি হবে? কারন সে নিজে ভাল করে জানে বা বর্তমানে বুঝতে তার বাকী নাই যে তার চারপাশে যেই সমস্ত নেড়ী কুত্তাগুলি ঘেউ ঘেউ করে কথা বলতো আর ঐ সকল কুত্তাদের ভাষা তরজমা করে যারা দিত তারা হাসিনাকে ভুল তরজমা করেছে। তাই সে সমস্ত কাজে অভার অগ্রসর হয়েছে । এখন সে আর পিছে হটার মতন পরিস্থিতি নাই ।
তাই যখন জনরোষের দাবানলে পতিত হবেন এ্ই মহান দিবা স্বপ্নের দেবী তখন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে তার শয়তান অট্রহাাসী দিবে আর বলবে তোকে দিয়ে আমি অনেক ভাল কাজ করিয়েছি..........................
বিষয়: রাজনীতি
১১৬০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেষমেষ দাদার দেশতো আছেই
বিজয়তো আর আমাদের হাতে না নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তার পছন্দসই সময় দিবে
সত্যি কথা অবশ্বই একটু ঝাল ঝাল লাগে এবং সময়ের বিবর্তনে সেই বাস্তবতাকে অলিংগন করতে বাদ্ধ হয় নতুবা দুনিয়ার আলোবাতস তাদের জন্য বন্দ হয়ে যায়
মন্তব্য করতে লগইন করুন