-দিদি আমার বোধের সাথী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ এপ্রিল, ২০১৫, ১১:৩২:৫০ সকাল
খেলতে গিয়ে যখন আমার
চোট লাগতো পায়
বকতো দিদি আচ্ছা করে
দারুণ মমতায়।
লাগিয়ে দিতো ভিক্সটা দলে
আমার ব্যাথাটায়
দিদি আমার গুছিয়ে দিতো
ছোট্ট জীবনটাই।
পড়তে বসলে বুঝিয়ে দিতো
সহজ লাগতো সবই
দিদি আমার ছড়ার পাঠক
ডাকতো আমায় কবি।
সেই দিদিটা সিঁদুর পরে
ছাড়ল যখন ঘর
দু'চোখ বেয়ে ঝর্ণা হলো
আসলো তুফান ঝড়।
দিদির কথা যায় কি ভোলা
আমার বোধের সাথী
তাইতো আমি ছন্দ তালে
দিদির ছবি আঁকি।
উৎসর্গ: দিদি রাজানি মানসি চ্যাটার্জি
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক সুন্দর লিখছেন। আপনি দেখি বেসম্ভব ভালো কবি।।
অনেক গুনের গুণী৷
মিথ্যে করেই বলে লোকে,
দিদি আমার খুুনী৷
মন্তব্য করতে লগইন করুন