ধর্মভীরু মুসলমানদের প্রতি কেন বর্তমান সরকারের এত আক্রোশ?
লিখেছেন লিখেছেন অভিমানী বালক ০৭ এপ্রিল, ২০১৫, ১১:৫৪:৪৫ সকাল
কালের বিবর্তন আর আধুনিকতার স্পর্শে আজ শুধু আমরা নামধারী মুসলমান।
ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে যার যেমন খুশি মন্তব্য করছে,
যাহার সৃষ্টি না হলে এই জগতটা ও সৃষ্টি হতো না,স্বয়ং আল্লাহ তায়ালা বন্ধু হিসেবে গন্য করে মানব জাতির কল্যানের জন্য এ বিশ্বভুবনে আবির্ভাব করেছেন।
সকল নবীদের শ্রেষ্ট নবী যাকে ঘোষনা করেছেন মহান রাব্বুল আলআমিন।
সেই প্রিয় নবীকে নিয়ে যখন কিছু মুসলমান নামধারীরা নাস্তিকের মত কথা বলে,অকথ্য অভদ্র ভাষায় রাসুলকে অপমান করে,তখন মনে হয় আমরা ৯০% মুসলমান রাষ্ট্রের অধিকারী নয়।
আমাদের রক্ষক যখন ভক্ষক তখন কি আর করা সম্ভব সাধারন মুসলমানদের।
দেশ পরিচালনায় কতৃত্ত দিচ্ছেন মুসলমানেরা,অথচ একটা নাস্তিক মারা গেলে তাহাকে শহীদ উপাধি দিয়ে সমাহিত করা হয়।
একটা নাস্তিককে কে বা কারা কেন হত্যা করলো তার আসল রহস্য না খোজে ধর পাকড় শুরু হয় মাদ্রাসার ছাত্র আর দাড়ি টুপি পাঞ্জাবী পরিহিতদের।
তাতে আসল খুনি এবং আসল রহস্য আড়ালে থেকে যায়।
কিন্তু এই হত্যাটা হতে পারে কোন না কোন ব্যাক্তিগত কারনে,বা পারিবারিক কারনে অথবা রাজনৈতিক স্বার্থ হাসিলের কারনে।
সরকারের নির্দেশে প্রশাসন কিছু নিরীহ দাড়ি টুপিওয়ালা নামাজীকে নিয়ে ডিম থেরাপি দিবে আর আমরা বাকিরা বসে বসে নাটকের দৃশ্য অনুধাবন করবো।
বর্তমানে আমাদের ইসলাম প্রচার করার চেয়ে ইসলাম রক্ষা করা খুব জরুরী হয়ে গেছে,কিছু মুসলিম নাম ধারী মানুষ ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য।
এই ধর্মান্ধদের বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকারের ভুমিকা প্রশ্নবিদ্ধ।
সরকারি মদদের কারনে একের পর এক ঘটে যাচ্ছে অনাকংখিত ঘটনা,মুক্তমনারা উটে পড়ে লেগেছে ইসলাম ধ্বংসের জন্য।
কিন্তু এই মুক্তমনাদের জন্য সরকারের অবস্তান সদয়।
উল্টো সরকারি উস্কানিতে নিপিড়ীত হচ্ছে কিছু সাধারন ধর্মভীরু মানুষ।
একটা বিষয় সব সময় আমাকে পীড়া দেয়,ধর্মভীরু মুসলমানদের প্রতি কেন বর্তমান সরকারের এত আক্রোশ?
মুসলিম ঘরে জন্ম নিলে এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোর প্রয়োজন,আবার মুসলিম হয়ে মৃত্যুবরন করলে ও দাড়ি টুপিওয়ালা মানুষগুলোর প্রয়োজন।
এই মানুষগুলোর এত প্রয়োজন থাকা সত্ত্বে ও কেন এদের প্রতি এত হিংস্রতা,কেন তাদের প্রতি অমানবিক আচরন,কেন তাদেরকে জঙ্গী মৌলবাদী উপাধি দেয়া হয়?
কখন কবে তাদের প্রতি এই সরকারের শুভ দৃষ্টির উদয় হবে?
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাঁরা কথায় কথায় নাস্তিক কুপোকাত করলেও একটা পীর পূজারীর বিরুদ্ধে আঙ্গুলটিও তুলেন না।
মন্তব্য করতে লগইন করুন