# হাংকি পাংকি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ মার্চ, ২০১৫, ১১:২১:২৯ সকাল
বিলাই যখন মিয়াও করে ইদুর বলে আসি
পাঠা যখন ম্যা ছাড়ে বুঝতে হবে খাসি।
এসব কথা থাক এখন আসল কথায় আসি
বিশ্বাস কর আর কারো নয় তোকেই ভালবাসি।
কাউয়া যখন কা করে বুঝার বাকি নাই
শকুন বসে গাছের ডালে মরা গরু খাই।
এসব কথা থাক এখন যদি ভাল বাসো
হাংকি পাংকি রেখে তবে প্রস্তাব নিয়ে আসো।
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেম হবে হাজারটা, বিয়ে কিন্তু এক্টাই!
আগে হাজারটা হোক পূরণ, তবেই না বিয়ের কথা!
মন্তব্য করতে লগইন করুন