"এপ্রিল ফুল, এপ্রিল ফুল....... হা হা হা......।"
লিখেছেন লিখেছেন মারজানা আক্তার পায়েল ৩০ মার্চ, ২০১৫, ১১:১৯:১৮ সকাল
"এই রিকশা, আরও জোরে চালাও"।।
ফাহিম খুব ব্যতিব্যস্ত হয়ে রিকশাওয়ালাকে ধমকাচ্ছে। আজ সকালে ক্লাস নেই তারপরেও তাকে ন'টার ভিতরেই ক্যাম্পাসে পৌঁছতে হবে।
বিষয়টা ফাহিম জানতো না কিন্তু সকালে ঘুম থেকে উঠে মোবাইলের ম্যাসেজ দেখে জানতে পারলো যে, আজ তার ঘনিষ্ঠ বন্ধু সুমনের ওয়ালিমা। সুমন এস.এম.এস করে জানিয়েছিলো যে, "দোস্ত ! তোদের সারপ্রাইজ দিবো বলে কাউকে জানাইনি। ঠিক ন'টায় ক্যাম্পাসের ক্যান্টিনে আমি পার্টির আয়োজন করবো। তুই মিস করবি না কিন্তু।"
ফাহিম তো মহাখুশি। অন্তরঙ্গ বন্ধু বলে কথা। তাই ফাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করেই ইউনিভার্সিটির পথে পা বাড়ালো।
ফাহিমের কপালটা বরাবরের মতোই খারাপ। কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হলে একটা না একটা বিপত্তি ঘটবেই। আর আজকেও এর ব্যত্যয় ঘটেনি। দুর্ভাগ্য! ফাহিম ভার্সিটির বাস ধরতে পারলো না। অগত্যা বাধ্য হয়ে রিকশা নিয়েই রওনা হলো।
ঢাকা শহরের জ্যাম আর আঁকাবাঁকা গলি পেরিয়ে ফাহিম যখন ক্যাম্পাসে ঢুকলো তখন ঘড়িতে ৯.৪৫ মিনিট। ক্যাম্পাসে প্রবেশ করেই দেখে তার বন্ধুরা সবাই চুটিয়ে আড্ডা দিচ্ছে।
ফাহিম জিজ্ঞেস করলো, "কী ব্যাপার তোরা পার্টিতে যাসনি?"
রাহাত বলে উঠলো, "দোস্ত! তোর অপেক্ষা করতে করতে আমরা সবাই পার্টি শেষ করে এইমাত্র ফিরেছি। তুই বরং আমাদের কাছে বস, সুমন তোর জন্য খাবারের প্যাকেট নিয়ে আসছে।"
কথা শেষ করতে না করতেই সুমন খুব সুন্দর একটি প্যাকেট ফাহিমের জন্য পার্টির নাস্তা নিয়ে আসলো।
ফাহিম সুমনকে বললো, "দোস্ত ! মাইন্ড করিস না, বাস ধরতে না পেরেই আমার লেট হয়ে গেছে। দে, তাড়াতাড়ি খাবার দে, আমি পার্টিতে জয়েন করবো বলে বাসা থেকে মাত্র একগ্লাস পানি খেয়ে বের হয়েছি। ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে।"
সুমন ফাহিমের হাতে প্যাকেট দেয়া মাত্রই ফাহিম খুব আগ্রহের সাথে প্যাকেটটি খুলতে লাগলে কিন্তু প্যাকেট খুলে ফাহিমের তো চোখ চড়ক গাছ।
একি?
পুরো প্যাকেটের ভিতর বালু আর বালু। হতবাক হলো সে। বন্ধুদের মুখের দিকে তাকিয়ে তার বুঝতে বাকী রইলো না যে, আজ পহেলা এপ্রিল। সে তার বন্ধুদের নিকট হাসির পাত্রে পরিণত হয়েছে।
ইতোমধ্যে তার বন্ধুরা মুহুর্মুহু করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করে একবাক্যে বলে উঠলো -
"এপ্রিল ফুল, এপ্রিল ফুল....... হা হা হা......।"
আলোচ্য ঘটনাটি বাস্তবতার আলোকেই রচিত।
বলাবাহুল্য, প্রতিবছরই আমাদের মুসলমানদের অনেকেই পহেলা এপ্রিলে এইভাবে একে অপরকে বোকা বানায় কিন্তু আমরা কখনোই এর পিছনের লোমহর্ষক, রক্তঝরানো আর বেদনাদায়ক ইতিহাস চিন্তা করে দেখি না।
"১৯৪২ সালের ১লা এপ্রিল" ঘৃণ্যতম প্রতারণার মাধ্যমে খৃষ্টানরা স্পেনের সাতলক্ষ মুসলমানকে বোকা বানিয়ে আগুনে পুড়িয়ে শহীদ করে বিজয় আনন্দে মেতে উঠেছিলো। আর এই নির্মম হত্যাযজ্ঞের আনন্দ - উল্লাসকে স্মরণীয় রাখতে তারা ১লা এপ্রিলকে বোকা দিবস হিসেবে পালন করে আসছে।
অথচ, আমরা মুসলমানেরাও এই নাজায়েয বিভ্রান্তিকর উৎসব পালন করে আসছি যা কখনোই আমাদের শোভা পায় না।
রাসুল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়।"
তাই আসুন, আমরা এপ্রিল ফুলের ধোঁকাবাজী থেকে নিজেদের রক্ষা করি। সকলের সম্মিলিত প্রচেষ্টা থেকেই আমাদের সমাজ ফিরে আসতে পারে এই ঘৃণ্য ও জঘন্য উৎসব থেকে।
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন