রাণীকারতন্ত্র

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩০ মার্চ, ২০১৫, ০৯:২৭:৪২ সকাল



উত্তরে বন্দনা করি তেঁতুলিয়া শহর

দক্ষিণে বন্দনা করি নাফ নদী, সাগর

পূবেতে বন্দনা করি পূবের পাথুরিয়া

পশ্চিমে বন্দনা করি রূপসা রূপসিয়া

চারকোনা বন্দনা করি স্থির করলাম মন

রাণীকারতন্ত্রের বর্ণনা করিবে সুমন।

আহারে!

দেশের মানুষ গুলির মুখে, কান্দে অনাহারে

সমঝোতার কথা সবাই বলে বারেবারে

সে শোনে না কারো কথা, একচোখা ডাইনি

স্বৈরাচাররে সাথে নিয়া কত যে কাহিনী

সবাই জানে সে সব কথা, কি বলিব আর

সারাদেশের জেলখানাতো সাক্ষ্য দিছে তার,

হামলা-মামলা চলছে গুম-খুন, চলছে জুলুম

আমজনতা বিরোধীনেতা হয়েছে মজলুম

তবু আমরা করছি আশা, হবে বোধোদয়

নতুন আলোয় ঝলমলিয়ে হবে সূর্যোদয়!

বিষয়: সাহিত্য

৮৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311771
৩০ মার্চ ২০১৫ সকাল ১০:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তন্ত্র মন্ত্র দোড়ানর একটাই উপায়। মাইর!!
৩০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
252894
সুমন আখন্দ লিখেছেন : আহারে!
311784
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৫
বাকপ্রবাস লিখেছেন : আহারে!
311809
৩০ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৬
252984
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ
311885
৩০ মার্চ ২০১৫ রাত ০৮:৪১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোন দিন, সেই সুখ পাখি!!!
৩১ মার্চ ২০১৫ সকাল ০৮:৪৭
252985
সুমন আখন্দ লিখেছেন : counting horrible days
311982
৩১ মার্চ ২০১৫ সকাল ১১:৫৩
egypt12 লিখেছেন : আপনার কাংখিত সূর্যোদয়ের অপেক্ষায় রইলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File