# পরচর্চা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মার্চ, ২০১৫, ০৬:৫১:৫৬ সন্ধ্যা
বাতাসির মা পুকুর ঘাটে
চেটাং চেটাং চুটকি কাটে।
অমলের বউ হচ্ছে মোটা
ঝুলছে গাছে জামাল গোটা
শেফালির বাপ গত রাতে
ফিরল বাড়ী কোথা হতে!
লুংঙ্গি খিচায় কামলা পোলা
নাড়ছে পানি হচ্ছে ঘোলা।
কার ছাগলের বাচ্চা কয়টা
কার উঠোনে পড়ল ঝাটা!
আসল ফিরে বছর ঘুরে
আছিয়া খাতুন ঢুকরে মরে।
ফিরল ঘরে দরজা খোলা
বাতাসির বাপ আজ অবেলা।
কোথায় গেলি অ বাতাসি
ডাকছে হেঁকে শুনছ নাকি।
হায় বাতিস নাই বাতিসি
খবর টা যে হল বাসী।
জানিনা কার পাল্লায় পড়ে
হারিয়ে গেল অচিন পুরে।
পরের ঘরের খবরে যার
কাটত সময় রাতের আঁধার।
নিজের ঘরের টিনের চালে
গড়ায় পানি বৃষ্টি হলে।
বিষয়: বিবিধ
৮১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন