অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ৩
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৫ মার্চ, ২০১৫, ০৬:৫৩:৪৮ সন্ধ্যা
নির্বাচনের আমেজ পড়েছে ঢাকাতে । ইসির নির্দেশনা অমান্য করে প্রার্থীরা বিলবোর্ড পোস্ট ব্যানার ইতিমধ্যে ছেয়ে ফেলেছে । তবে পরবর্তীতে নিজ খরচে সরিয়েও নিয়েছে ।মাঝখানে গরীবের ঘাড়ে কদম রেখে কোটিপতি হওয়া নেতারা বিলবোর্ড ব্যানার বাবদ কয়েক কোটি টাকা বুড়িগঙ্গার দূষিত জলে ফেলে দিয়েছে । যাক ওসব কথা । আমি এই দূষিত রাজনীতির সমালোচক হলেও লিখতে বসেছি "অধিকার হারা পুরুষদের আর্তনাদ" নিয়ে ।
আপনারা যারা নির্বাচন সম্পর্কে কিন্ঞ্চিত ধারনা রাখেন তারা নিশ্চয় জানেন পুরুষদেরকে অধিকার থেকে বন্ঞ্চিত করার বেশ কিছু পদ রয়েছে বাংলাদেশে । এই যেমন মহিলা কাউন্সিলর । এটি একটি নির্ধারিত পদ বা কোটা । এখানে কোন পুরুষ আবেদন করতে পারে না । আবার দেখেন শুধু কাউন্সিলর যেটা এটাতে নারী পুরুষ উভয়ই মনোনয়ন সংগ্রহ করতে পারে ।
মেয়র পদে পুরুষ মহিলা উভয়ই দাড়াতে পারলেও কাউন্সিলে মেয়েদের জন্য বাড়তি কোটা দিয়ে পুরুষদের ঠকিয়েছে । তবে পুরুষ কাউন্সিলর আর মহিলা কাউন্সিলর নামক পদ রাখলে পুরুষদের প্রতি সুবিচার করা হতো ।
আচ্ছা যাক সমস্যা নেই পুরুষেরা এটাকে পরোয়া করে না ।আমাদের মন উদার । আমরা সব ক্ষেত্রেই ছাড় দিয়ে চলি ।কিন্তু সমস্যা ওটা না ।
সমস্যাটা হলো নির্বাচনের একটা স্থানে নারীদের অনুপস্থিতিটি সত্যিই বেদনাদায়ক ।সত্যিই কষ্টকর । এটি নারীকে সমান অধিকার থেকে বন্ঞ্চিত করছে ।
প্রার্থী নারী ,জনসভা ,মিছিলে নারী ,পোস্টারেও নারী কিন্তু কোন নারী প্রার্থী কিংবা পুরুষ প্রার্থীর নির্বাচনী প্রচারনার মুখ্য উপাদান পোস্টার বিলবোর্ড লাগানোর কর্মী বাহিনীর একটিও নারী নয় gasp emoticon ! আশ্চর্যকর ঘটনা !
নারীসমাজ এব্যাপারে একবারে নিশ্চুপ ! একবারও বলে না যে এই কর্মীবাহিনীতে নারীদের প্রবেশাধিকার দিতি হবে !
Men's Rights Council (MRCB) এর পক্ষ থেকে নারী সমাজকে এ দিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি ।
সমান অধিকার প্রতিষ্ঠার স্বার্থে এই দিকটাতে নজর দেওয়া প্রয়োজন ।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরুষের সমান বেতন চাইবে তবে রাতে বিরাতে ডিউটি বা দূর্গম জায়গায় পোস্টিংয়ের ব্যাপারে উনাদের না আছে ।
এসব জায়গায় উনারা বন্চিত(!)হতেই চান
মন্তব্য করতে লগইন করুন