তোকে নিয়ে কান্ড হাজার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৫, ০৬:১৬:৪৮ সন্ধ্যা



তোকে নিয়ে গল্প হোক

হোক কবিতা কিংবা ছড়া

কানা-ঘুষা অল্প হোক

উষ্ণ হোক একটু পাড়া।

তোকে নিয়ে স্বপ্ন হোক

হোক গানের চারটা লাইন

তোকে ঘিরে জট বাঁধুক

ছোকরা বলুক খুব ফাইন।


তোকে নিয়ে ঝগড়া হোক

বাগড়া দিক চা দোকানি

তোকে নিয়ে বিজ্ঞাপন হোক

গরম মসল্লা হোক রাঁধুনি।

তোকে নিয়ে নাটক হোক

সিনেমা হোক তোকে নিয়ে

তোকে নিয়ে প্রথম পাতায়

পত্রিকা লিখুক ইনিয়ে বিনিয়ে।


তোকে নিয়ে যুদ্ধ হোক

শীতল কিংবা খুব ধামাকা

তোর জন্য হিংসেই পুড়ুক

কুৎসা রটিয়ে দিক সুলেখা।

তোকে নিয়ে সংসার হোক

দু'দিন পরে ভাঙ্গুক আবার

তোর মোহে ধর্ণা দিয়ে

হাজার প্রেমের আসুক অফার।


তোকে নিয়ে বাণিজ্য হোক

তোর ছবি আটার প্যাকেটে

তোকে নিয়ে পরি-স্থিতি

একটু নাহয় হোক ঘোলাটে।

তোকে নিয়ে ঘাটুক সবাই

চাটুক সবাই নিজের গাল

তবুও তুই আমার কাছে

পদ্য লিখার ছন্দ তাল।


বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310485
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
মামুন লিখেছেন : তোকে নিয়ে ঘাটুক সবাই

চাটুক সবাই নিজের গাল

তবুও তুই আমার কাছে

পদ্য লিখার ছন্দ তাল।
বাহ! চমৎকার লাগলো গুরু। Thumbs Up Good Luck Good Luck
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
251486
বাকপ্রবাস লিখেছেন : গুরু টু মাচ থেন্ক ইউ
310487
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পৃথিবীর সবকিছুই তো তাকে নিয়েই Love Struck Love Struck Love Struck
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
251487
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ লইবেন
310488
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
শেখের পোলা লিখেছেন : তুইযে বড় ছন্নছাড়া,
পাড়ার লোকে জানুক তা,
আমার সাথে না পোষালে,
যেথায় খুশী সেথায় যা৷
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২২
251485
বাকপ্রবাস লিখেছেন : বলিশ কিরে শেখের পোলা
তোকে ছাড়া বাঁচা দায়
আয়না শোনা জাদুর কণা
চুলটা টেনে ছিড়তে চাই
২২ মার্চ ২০১৫ রাত ১১:০৪
251543
শেখের পোলা লিখেছেন : মাথায় আমার টাক পড়েছে,
কাজটি তো আর সহজ নয়৷
সন্ত্রাসী না জঙ্গী রে ভাই,
খতিয়ে তো তা দেখতে হয়৷
২২ মার্চ ২০১৫ রাত ১১:৪৯
251550
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310501
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ছড়া-কবিতার শ্রাবণমাস চলছে বুঝি?
২২ মার্চ ২০১৫ রাত ১০:২৯
251535
বাকপ্রবাস লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাইযান, হা হা কি জানি, ধামাকা তালে চলছে সব
310509
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৩১
দ্য স্লেভ লিখেছেন : তোকে নিয়ে সংসার হোক

দু'দিন পরে ভাঙ্গুক আবার

তোর মোহে ধর্ণা দিয়ে

হাজার প্রেমের আসুক অফার

হাহাহাহাহাহা ভাই এইডা কি কইলেন....
২২ মার্চ ২০১৫ রাত ১০:২৯
251536
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor এমনই তো চলছে দেখি
310534
২২ মার্চ ২০১৫ রাত ০৯:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : তোকে নিয়ে যুদ্ধ হোক

শীতল কিংবা খুব ধামাকা

তোর জন্য হিংসেই পুড়ুক

কুৎসা রটিয়ে দিক সুলেখা।


কুৎসা রটিয়ে সুলেখা!!! কবির মনের ভাব, আমাদের বুঝার কি সাধ্য আছে!
২২ মার্চ ২০১৫ রাত ১০:৩০
251537
বাকপ্রবাস লিখেছেন : মেয়েরা মেয়েদেরই হিঙসা করে বেশি তাই এই লাইনRolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File