তোকে নিয়ে কান্ড হাজার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৫, ০৬:১৬:৪৮ সন্ধ্যা
তোকে নিয়ে গল্প হোক
হোক কবিতা কিংবা ছড়া
কানা-ঘুষা অল্প হোক
উষ্ণ হোক একটু পাড়া।
তোকে নিয়ে স্বপ্ন হোক
হোক গানের চারটা লাইন
তোকে ঘিরে জট বাঁধুক
ছোকরা বলুক খুব ফাইন।
তোকে নিয়ে ঝগড়া হোক
বাগড়া দিক চা দোকানি
তোকে নিয়ে বিজ্ঞাপন হোক
গরম মসল্লা হোক রাঁধুনি।
তোকে নিয়ে নাটক হোক
সিনেমা হোক তোকে নিয়ে
তোকে নিয়ে প্রথম পাতায়
পত্রিকা লিখুক ইনিয়ে বিনিয়ে।
তোকে নিয়ে যুদ্ধ হোক
শীতল কিংবা খুব ধামাকা
তোর জন্য হিংসেই পুড়ুক
কুৎসা রটিয়ে দিক সুলেখা।
তোকে নিয়ে সংসার হোক
দু'দিন পরে ভাঙ্গুক আবার
তোর মোহে ধর্ণা দিয়ে
হাজার প্রেমের আসুক অফার।
তোকে নিয়ে বাণিজ্য হোক
তোর ছবি আটার প্যাকেটে
তোকে নিয়ে পরি-স্থিতি
একটু নাহয় হোক ঘোলাটে।
তোকে নিয়ে ঘাটুক সবাই
চাটুক সবাই নিজের গাল
তবুও তুই আমার কাছে
পদ্য লিখার ছন্দ তাল।
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চাটুক সবাই নিজের গাল
তবুও তুই আমার কাছে
পদ্য লিখার ছন্দ তাল। বাহ! চমৎকার লাগলো গুরু।
পাড়ার লোকে জানুক তা,
আমার সাথে না পোষালে,
যেথায় খুশী সেথায় যা৷
তোকে ছাড়া বাঁচা দায়
আয়না শোনা জাদুর কণা
চুলটা টেনে ছিড়তে চাই
কাজটি তো আর সহজ নয়৷
সন্ত্রাসী না জঙ্গী রে ভাই,
খতিয়ে তো তা দেখতে হয়৷
ছড়া-কবিতার শ্রাবণমাস চলছে বুঝি?
দু'দিন পরে ভাঙ্গুক আবার
তোর মোহে ধর্ণা দিয়ে
হাজার প্রেমের আসুক অফার
হাহাহাহাহাহা ভাই এইডা কি কইলেন....
কুৎসা রটিয়ে সুলেখা!!! কবির মনের ভাব, আমাদের বুঝার কি সাধ্য আছে!
মন্তব্য করতে লগইন করুন