অনেক দিন পর।

লিখেছেন লিখেছেন মাসুদ রানা ২২ মার্চ, ২০১৫, ০৪:৪৫:৩৬ বিকাল

অনেক দিন পর সোনার বাংলা ব্লগে আসতে পেরে আমার খুব ভাল লাগছে। আমার প্রিয় আবু জারির ভাই, প্রবাসী আসরাফ, লোকমান ভাই সবাই ভাল আছে আশা করছি। আমি এক বছর আগে কিছু লেখা লিখতে লিখতে চলে গিয়েছিলাম আপনাদের মাঝে আসতেও পারি নি আর লিখা আর হয়ে উঠেনি। আমি এখন থেকে সেই লেখা গুলো continue... করতে চাই। সবাই কে আমার ব্লগে আমন্ত্রন।

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310473
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৭
সামছুল লিখেছেন : ভাই আমার প্রিয় সোনার বাংলা ব্লগ আবার চালু হয়েছে?
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:২৮
251663
মাসুদ রানা লিখেছেন : জানি না ভাই। তবে এখানে সোনার বাংলা ব্লগের অনেক বন্ধুকে পাই তাই I feel it sonar bangladesh blog. Thanks.
310476
২২ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৭
সত্যলিখন লিখেছেন : কিভাবে আমরা যাব ?লিঙ্ক টা দেন ।
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:১৮
251656
মাসুদ রানা লিখেছেন : ভাই এটা সোনার বাংলা ব্লগ নয় তারপরও আমি এখানে সোনার বাংলা সকল ব্লগার কে এখানে পাই তাই এটা কে সোনার বাংলা ব্লগ মনে করি অন্তর থেকে। ধন্যবাদ।
২৪ মার্চ ২০১৫ রাত ১২:১৪
251688
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অন্তর থেকে মনে করলে তা অন্তরে রাখাই ভালো, টুডেব্লগটি কর্তৃপক্ষের পরিশ্রমের ফসল!
310494
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : তিনি ইহাকেই সোনার বাংলা ব্লগ বলিয়াছেন!
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:২০
251657
মাসুদ রানা লিখেছেন : Thanks লোকমান ভাই আপনে ঠিক ধরেছেন।
310496
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
প্রবাসী আশরাফ লিখেছেন : এইটা সোনারবাংলাদেশ ব্লগ নারে ভাই...এইটা টুডেব্লগ...এখানেই ঠাঁই হয়েছে অনেক সোনাবাংলাদেশ ব্লগারের...এই অধমকে মনে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ মাসুদ রানা ভাইকে।
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:২৩
251660
মাসুদ রানা লিখেছেন : জি ভাই ঠিক বলেছেন। বন্ধুত্ব কি কিছু দিনের ব্যবধানে শেষ হয়ে যায় ভাই।
310515
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৫০
হতভাগা লিখেছেন : আপনি দুই বছর আগের স্মৃতি নিয়েই আছেন
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:২৪
251661
মাসুদ রানা লিখেছেন : জি ভাই।
310558
২২ মার্চ ২০১৫ রাত ১০:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাই এইটা তো টুডে ব্লগ!!!
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:৩১
251665
মাসুদ রানা লিখেছেন : জি রাইট ভাই। I feel it sonar bangla blog.
310566
২৩ মার্চ ২০১৫ রাত ১২:৪২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঘুমের ঘোরটা কাটিয়ে আসুন প্লিজ!
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:৩৩
251668
মাসুদ রানা লিখেছেন : ঘুম কেটে গিয়েছে বলেই তো আপনাদের মাঝে হাজির হলাম। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File