কান মলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মার্চ, ২০১৫, ০৬:০০:৩৫ সন্ধ্যা
সাত সকালে উঠতে দেরী
কেটে যাচ্ছে বেলা
কান মলা।
নাস্তা করতে এতক্ষণ!
আর সইছেনা জ্বালা
কান মলা।
এইচ ডাব্লিও করনি কেন
স্কুল যাবার বেলা
কান মলা।
ঘুমাতে যাও খেলা কিসের
নিত্য দুপুর বেলা
কান মলা।
খেলতে গেলে খবর থাকেনা
ফিরলে সন্ধা বেলা
কান মলা।
পড়তে বসলে ঘুম আসে
গাধা ঘোড়ার চেলা
কান মলা।
বন্ধ কর কার্টুন এবার
রাতে ঘুমাবার পালা
কান মলা।
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাতে হল ব্যথা৷
খোকা তবু জেদ ধরে,
যাবে কোলকাতা৷
যায়না খোকার কান মলা
মন্তব্য করতে লগইন করুন