কান মলা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মার্চ, ২০১৫, ০৬:০০:৩৫ সন্ধ্যা



সাত সকালে উঠতে দেরী

কেটে যাচ্ছে বেলা

কান মলা।

নাস্তা করতে এতক্ষণ!

আর সইছেনা জ্বালা

কান মলা।



এইচ ডাব্লিও করনি কেন

স্কুল যাবার বেলা

কান মলা।

ঘুমাতে যাও খেলা কিসের

নিত্য দুপুর বেলা

কান মলা।


খেলতে গেলে খবর থাকেনা

ফিরলে সন্ধা বেলা

কান মলা।

পড়তে বসলে ঘুম আসে

গাধা ঘোড়ার চেলা

কান মলা।


বন্ধ কর কার্টুন এবার

রাতে ঘুমাবার পালা

কান মলা।

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310269
২১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ!! কি সুন্দর কবিতা! মানুষ পারে কেমনে?

Applause Applause Applause Applause Applause Applause Applause Applause
২১ মার্চ ২০১৫ রাত ০৮:০৭
251309
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ লইবেন
310271
২১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন তাই দিতে পারিনি কান মলা Tongue Rose Rose
২১ মার্চ ২০১৫ রাত ০৮:০৮
251310
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ, ভাল কাজ করছেন, দোয়া করি বিয়াটা যেন ঠিক টাইমে হয়, মিয়াজি ভাই বিয়া খাওয়ার জন্য গোফে তেল দিচ্ছে
২১ মার্চ ২০১৫ রাত ০৯:০৫
251317
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying Crying Crying MOney Eyes MOney Eyes
310286
২১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
শেখের পোলা লিখেছেন : কান মলা দিয়ে এত,
হাতে হল ব্যথা৷
খোকা তবু জেদ ধরে,
যাবে কোলকাতা৷
২১ মার্চ ২০১৫ রাত ০৮:০৭
251308
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor হাসতে হাসতে জায় বেলা
যায়না খোকার কান মলা
310321
২১ মার্চ ২০১৫ রাত ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটা কি ভার্চুয়াল কান মলা খাইয়া বাচ্চার উপর চাপান!!
২২ মার্চ ২০১৫ রাত ০২:৪৭
251378
বাকপ্রবাস লিখেছেন : হাড়িতেই দেখি হাত দিলেনTongue Tongue Tongue
310349
২২ মার্চ ২০১৫ রাত ০১:৩৪
আফরা লিখেছেন : এত কান মলা শেষে তো বাচ্চার কানই খুজে পাওয়া যাবে না ।
২২ মার্চ ২০১৫ রাত ০২:৪৭
251379
বাকপ্রবাস লিখেছেন : বান্দর মার্কা হলে কান মলার উপরই থাকে হি হি হি
310355
২২ মার্চ ২০১৫ রাত ০১:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কান মলার কাহিনী প্রতিটি মানুষেরই থাকে কান মলা না থাকলে ভুলের উপর থাকতে হবে। শুদরাতে হলে কান মলা খেতে হবেই।।
২২ মার্চ ২০১৫ রাত ০২:৪৯
251381
বাকপ্রবাস লিখেছেন : আধুনিক প্রজন্ম মনে করে শিশুদের শাসন করা যাবেনা, আমি কিন্তু কান মলার পক্ষে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File