পেশাব পায়খানা করে দিবে, কিন্তু পরিস্কার করার জন্য বাবা মা পাশে থাকবেনা
লিখেছেন লিখেছেন সালাম আজাদী ২১ মার্চ, ২০১৫, ০৬:৪৬:১৭ সন্ধ্যা
আমার মেয়েদের কে বল্লামঃ মা, তোমরা যখন ছোট ছিলে বেডে, ফ্লোরে, এখানে সেখানে এমন কি গায়েও পেশাব পায়খানা করে দিতে। আমরা বাবা মা তোমাদের মুখে একটা চুমু এঁকে দিয়ে সেই দূর্গন্ধ যুক্ত পেশাব পায়খানা পরিস্কার করে দিতাম।
এখন আমাদের কথা শুনতে ও হয়ত মন চায়না।
একদিন তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে, আবার ছোট বেলার মতই হয়ত বেডে পেশাব পায়খানা করে দেবে, কারণ ছোট মানুষের চেয়েও দূর্বল ও অসহায় হয়ে যাবে তুমি। তখন দেখবে তোমাদের চার পাশে তোমাদের কলিজার টুকরা ছেলে, মেয়ে, নাতি নাতনী অনেকেই থাকবে, যাদের জন্য কীই না করেছো জীবনে। তারা দেখবে তুমি পেশাব পায়খানা করে ফেলেছো। ওরা কেও বকা দেবে, কেও নাক ধরে বমি করতে করতে পালিয়ে যাবে। তুমি লজ্জায় কুঁকড়ে থাকবে। সবাই গাল মন্দ করছে। হঠাৎ তোমার মনে হবে সেই ছোট কালের বাবা মার কথা।
মুখে হাত বুলিয়ে দেখবে সেখানে আজ চুমার দাগ লেগে রয়েছে। কিন্তু সারা ঘর, সারা বারান্দা, সারা দুনিয়া তন্ন তন্ন করে খূঁজে সেই বাবা মা কে আর কোথাও খুঁজে পাবেনা। তোমার চোখ পানিতে ভাসতে থাকবে। আর লজ্জায় কুঁকড়ে থাকবে। মনে মনে কত কথা বলতে চাইবে, কেও শুনতে চাইবে না তোমার মত বুড়ো মানুষের ফাও কথা। শুধু তোমার কান দুটোতে ঢুকতে থাকবে অশ্রাব্য কত শক্ত শব্দ সমূহ...............
আমি দেখলাম আমার বাচ্চাদের মুখ ফ্যাকাশে হয়ে গেলো, আমিও লন্ডনে থাকতে আমার বাবা যে খাটে থাকতেন, তার পাশে বসে গেলাম...............
বিষয়: বিবিধ
২৯৬৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বৃদ্ধকালীন এমন অসহায় লজ্জাজনক অবস্থা হওয়ার আগেই যেন আল্লাহ উঠিয়ে নেন।
প্রিয় নবী (সাঃ) দোয়া করতেন "হে আল্লাহ! আমি আপনার নিকট ارذل العمر অর্থাৎ শেষ প্রান্তের বয়স থেকে পানাহ চাই। ارذل العمر বলতে এমন বয়সকে বুঝানো হয় যে বয়সে মানুষ পরনির্ভরশীল হয়ে উঠে, নিজের একান্ত কাজগুলোও নিজে নিজে করতে পারে না। আমরাও আল্লাহ তায়ালার নিকট এই দোয়াটি করব।
আপনার শিক্ষাটি অবশ্যই সন্তানদের মনে রেখাপাত করবে। জাযাকাল্লাহ খাইর
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আন উরদ্দা ইলা আরঝালিল উমুর...
জাযাকুমুল্লাহ.. ইয়ারহামুকুমুল্লাহ.
অতি বৃদ্ধ অবস্থা থেকে আল্লাহর কাছে পানাহ চাই ।
জাজাকাল্লাহ খাইরান চাচাজান ।
জাযাকিল্লাহু খায়রান।
মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা তিনি যেন সকল সন্তান সন্ততিকে তাঁদের নিজ নিজ পিতা মাতার সেবা করার ও তাঁদের সন্তুষ্টি অর্জনের সৌভাগ্য নসীব করেন। আমীন।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
প্রিয়তে রাখলাম।
মন্তব্য করতে লগইন করুন