জান্নাতের টুকরায় জীবনের এক কঠিন বিকেল

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ৩০ এপ্রিল, ২০১৫, ০৪:২৪:৩৩ রাত



একবার মসজিদে নবওয়ীর জান্নাতের টুকরায় বসে কুরআন মুখস্ত করতে ছিলাম। পাশে বসা বিশাল পাগড়ি ধারী ও সুন্দর লিবাসের একজন ব্যক্তিত্বশীল শায়খ। আমাকে বললেন, তুমি কুরআন টা মনে মনে পড়। আমি বললামঃ শায়খ আপনি তো জোরে গান করছেন বলে আমাকে জোরে কুরআন পড়তে হচ্ছে। "কী, বেয়াদবের মত কথা বলছো। এটা কি গান"!! বললামঃ ওটা কি? "ক্বাসীদাতুল বুরদাহ! তিনি প্রায় চিৎকার করে বললেন, "মাওলায়া সাল্লি ও সাল্লিম দায়িমান আবাদান........." ।

আমি খুব তাজ্জব হলাম। বললামঃ শায়খ, ওটা কি কুরআনের চেয়েও দামী হলো?

এবার শায়খ রীতিমত ক্ষেপে গেলেন। বললেনঃ ওহ, সালাফী হয়ে গেছো। তাই বেয়াদবের মত কথা বলছো। এই ওহাবীরা ক্ষমতায় না আসলে এখানে তোমাদের মত ছোট লোকেরা আসতে আমাদের অনুমতি নিতে হত।

আমি ম্রীয়মান হয়ে গেলাম। বললাম, শায়খ আপনি কোন দেশের, আপনার পরিচয় টা বলবেন? খুব আদব কায়দা দিয়ে বললাম বলে তিনি এবার গম্ভীর হলেন। বললেনঃ ইয়েমেন, আমরা আল রাসূল (স), মানে রাসূলের বংশধর। হুথীদের সম্পর্কে জানো?



আমি মাথা কাত করলাম। বললাম, অহ, বুঝেছি.........

বিষয়: বিবিধ

১৯৮৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317568
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৯
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অন্ধভক্তরা সব দেশে একই রকমের হয়ে থাকে। আমাদের এলাকায় এখনও এমন কিছু লোক আছে, যাদের কাছে মিলাদ-কিয়াম তিন শরীফ (দুরুদ শরীফ, পয়দাশ শরীফ ও মিলাদ শরীফ)কুরআন-সুন্নাহর চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ। আর বালাগাল উলা---না পড়লে মিলাদই হবে না।
জাযাকাল্লাহু খাইরান।
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৫
258716
সালাম আজাদী লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম, আখী, খুশি হলাম কম্পিলিমেন্টরি মন্তব্যে। আসলেই 'ইলাল ইসলাম মিন জাদীদ' অথবা 'রিদ্দাতুন অলা আবা বাকর লাহা' যেন স্পষ্ট হয়ে উঠছে আজ।
317570
৩০ এপ্রিল ২০১৫ সকাল ০৫:০০
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার লিখা দিয়ে হুথিদের উপর সৌদি আরবের হামলা সমর্থন করছেন কিনা ঠিক বুঝে আসছেনা !!
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৬
258717
সালাম আজাদী লিখেছেন : আমি অত দূর আপনাকে নিতে চাইনি, তবে মুসলিম মানস বুঝতে কিছু কথা বলেছি, এই আর কি। সৌদির কপালে সঠিক সিদ্ধান্ত নেয়ার মত তিলক দেখা যায়না।
317578
৩০ এপ্রিল ২০১৫ সকাল ০৯:১৯
আহমেদ ফিরোজ লিখেছেন : শিয়াপন্থি হুথিদের সম্পর্কে তেমন কিছুই জানিনা। আবার শিয়াদেরকে মুসলমানও মনে করিনা। তবে তাদের উপর সৌদি আরবের নির্বিচার হামলাও সাপোর্ট করিনা।
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১০:১২
258689
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তারাও ১২ইমামে বিশ্বাসী গোষ্ঠি এবং ইরানের আয়াতুল্লাহকে ইমাম বলে বিশ্বাস করে। শিয়াদের ব্যাপারে জানতে এই ২টা লেখা পড়তে পারেন।
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/63428#.VUGqxEirQhU
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/63124#.VUGriEirQhU
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১০:২২
258690
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ @ঘুম ভাঙাতে চাই
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৮
258718
সালাম আজাদী লিখেছেন : আমি কিছু শিয়া বাদ দিয়ে বাকি সবাইকে মুসলিম মনে করি। কিন্তু মুসলিম মানস হয়েছে মারাত্মক ভাবে কলুষিত। তার একটা উদাহরণ দিয়েছি।
317581
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এই নাশিদটা আমার অনেক প্রিয়। আর হুথীরা তো খাটি শিয়া। তারাও ১২ ইমামে বিশ্বাস করে এবং ইরান ব্যাকড শিয়া মিলিশিয়া গড়েও তুলেছে। শিয়াদের চিন্তাধারা নিয়ে একটা লেখাও লিখেছিলাম আমি। http://www.monitorbd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/63428#.VUGqxEirQhU
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৫
258720
সালাম আজাদী লিখেছেন : অনেক সুন্দর লেখা, ধন্যবাদ
317584
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই শায়খ(!) তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করে দিয়েছেন।
এখন তাদের পবিত্র মসজিদ গুলিতে প্রবেশ করার অধিকার আছে। কিন্ত তারা যদি ক্ষমতায় যান তবে সেটা বন্ধ করে দিবেন অন্যদের জন্য!
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৪
258719
সালাম আজাদী লিখেছেন : এক্সাটলি তাই। জাযাকাল্লাহু খায়রান
317589
৩০ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩৭
egypt12 লিখেছেন : ঐ একজনের কাজে যদি সবাই দোষী হয় তবে আমাদের মাজারীদের দোষেও সব সুন্নী দাবীকারীরা কেন দোষী হইবেনা?
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৪
258702
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
যথার্থ বলেছেন, সহমত, জাযাকাল্লাহ
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৬
258721
সালাম আজাদী লিখেছেন : জেনারেল ভাবে কোনা কথা আমি বলিনি, আমি বুঝাতে চেয়েছি চিন্তার কোন খাঁদে আমাদের পজিশন।
০২ মে ২০১৫ সকাল ১১:৩৫
258827
egypt12 লিখেছেন : আমাদের সবাইকে আল্লাহ নিজ নিজ ভুল উপলব্ধি ও শুদ্ধ হবার তৌফিক দিন। আমীন Praying
317602
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৮
ইবনে আহমাদ লিখেছেন : এই শ্রেণীর কাছে ইসলামটা এমনই। তাদের ক্ষমতা থাকলে সত্যি অনুমতি নিতে হত।
ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:১১
258783
সালাম আজাদী লিখেছেন : ঠিক ই বলেছেন ভাই। জাযাকাল্লাহু খায়রান
317632
৩০ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। দুঃখজনক হলেও সত্যিই এটাই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাস্তব চিত্র! মূল্যবান লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:১১
258784
সালাম আজাদী লিখেছেন : জাযাকিল্লাহু খায়রান। সুন্দর মন্তব্যের জন্য।
317653
৩০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
মোহাম্মদ লোকমান লিখেছেন : হুতিদের ব্যাপারে ‍খুব একটা জানা ছিলনা। আজ একটু ধারণা পেলাম। ধন্যবাদ আপনাকে।
৩০ এপ্রিল ২০১৫ রাত ০৯:১২
258785
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান, ভাইজান
১০
317762
০২ মে ২০১৫ বিকাল ০৪:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : আবু তাহের মিসবাহ্ লিখিত বাইতুল্লাহর মুসাফির পড়ার সময় এরকম অদ্ভুত অদ্ভুত আচরন পড়ে্ছি ।
জান্নাতুল বাক্বীতে উন্মাদ এর মত আচরন করে অনেকে।
জাজাকাল্লাহ স্যার পোষ্ট এর জন্য।
০৫ মে ২০১৫ রাত ০২:১৫
259468
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়ারান, ভাই
১১
318000
০৪ মে ২০১৫ রাত ০৪:৫৫
আবূসামীহা লিখেছেন : আমি শুনেছি বদরুদ্দীন আল-হুসি ইরানে গিয়ে ইসনা-আশারী হয়ে এসেছে। স্বাভাবিকভাবে হুসি আন্দোলন মূলত আর জায়দী নয় বরং ইসনা-আশারী।
০৫ মে ২০১৫ রাত ০২:১৫
259470
সালাম আজাদী লিখেছেন : হুমম, কিন্তু সাউদীদের এই যুদ্ধে জড়ানো কতটুকু যুক্তির, আজো বুঝলামনা।
১২
319441
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্যার, অনেক সুন্দর আপনার লেখাটি। ভাইয়েরাও সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। সবাইকে ধন্যবাদ।
১২ মে ২০১৫ রাত ০৪:৪৭
260611
সালাম আজাদী লিখেছেন : এবং আপনার টাও অনেক সুন্দর লাগলো Good Luck
১৩
339713
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫৮
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : ইসলাম ও জাহেলিয়াত বইটির উপর সম্প্রতি পাঠচক্রে অংশ নিয়েছিলাম। বস্তুর সাথে মানুষের ব্যবহারনীতি সম্পর্কে মানুষের মনস্তাত্ত্বকে লেখক তিনটি ভাগে সনাক্ত করেছেন। ১) শুধুমাত্র বাহ্যিক ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, ২) বাহ্যিক ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের সাথে ধারনা-অনুমান ও ৩) ওহী থেকে প্রাপ্ত নির্ভুল জ্ঞান।
প্রথম পর্যায় শিশুসুলভ অথচ আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যে, বড় বড় বিশ্ববিখ্যাত ডিগ্রিধারী নাস্তিকরা সে পর্যায়ে পড়ে যায়।
দ্বিতীয় পর্যায়ে আপনার লেখায় উল্লেখিত বহু মুসলিম পরিচয় দানকারীরাও নির্ভুল জ্ঞানের অভাবে ধারনা-অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। আর তাই কুরআনের চেয়েও ক্কাসীদাতুল বুরদাহ্ বড় হয়ে দেখা দিয়েছে তার নিকট। তদ্রূপ রয়েছে পীর-মুরিদীসহ পৃথিবীর সকল মুশরিকরা।
তৃতীয় পর্যায় হলো সঠিক পন্থা। যার মাধ্যমে স্বয়ং স্রষ্টা তাঁর সৃষ্টি ও সেসবের গুণাগুণ, মানুষের সাথে সম্পর্ক ইত্যাদির জ্ঞান নবী-রাসূল গণের মাধ্যমে আমাদের জন্য পাঠিয়েছেন। যেখানে ইন্দ্রিয়ও এক ধরনের 'কর্মচারী', ধারণা-অনুমানের ভিত্তি নেই; ওহীর জ্ঞানই চূড়ান্ত ও নির্ভুল মানদণ্ড।
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪৩
281716
সালাম আজাদী লিখেছেন : হুমমHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File