মোদির সাথে লেন্দুপ দর্জিদের সাক্ষাত, আর ক্রিকেটে ধোনির সাথে দেখা হল জিন্নাহ সাহেবের

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ১৯ জুন, ২০১৫, ০৪:৩৩:৪৬ বিকাল



ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এলে বাংলাদেশের সব কিছু নুইয়ে ফেলা হয়। বাংলাদেশের প্রধান মন্ত্রীথেকে শুরু করে তার সমস্ত সভাসদদের কান্ড কীর্তি দেখে মনে হয়েছে মোদি সাহেব শুধু পূজ্য নয় আমাদের, তার পায়ের তলায় বাংলাদেশ কে বিছিয়ে দিতে পারলেই তাহলে আসবে আমাদের উন্নতি, প্রগতি এবং স্বার্থকতা। একমন্ত্রীতো ভাবের আবেশেই হোক বা গ্লাসে অতিরিক্ত চুমুকের পরশে হোক, বলেই ফেললেন আমরা নাকি সবাই এক হয়ে গেছি বা যাচ্ছি।



খালেদা জিয়ারা মোদির সাথে বসলেন, ভাব দেখালেন মোদির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি আদায় করতে পারলে আওয়ামিলীগ যা দেবে ঠিক তাই, অথবা তার চেয়ে ঢের বেশি দিতেও কুণ্ঠা থাকবেনা।



কিন্তু ক্রিকেট খেলার ভাষা, আশা, কাম, কাজ, হাত পায়ের সঞ্চালন, দর্শক গ্যালারির খিস্তি খেওর, বা বংশিধ্বনি সব টাতেই ছিলো ১৯৪৭ সালের মাতাল করা পাগলামি।

জিতে যাবার পর উভ্য় শিবির থেকে যাদের যাদের কথা শোনা গেলো তারা সবাই ছিলো পন্ডিতজি ও জিন্নাহ সাহেবদের প্রেতাত্মা। ওদের কণ্ঠে ভাসে বন্দে মাতরম আর পাকসার জমিন সাদবাদের বিপুল কোরাস। ওরা ও আমরার চিরায়ত বিভাজনের স্বাভাবিক ডায়লগ।



আজ সিরিয়াসরাই হলো মাঠের খেলোয়াড়; আর খেলোয়াড় রাই হলো সিরিয়াস হবার দিক্ষাগুরু।

বিষয়: বিবিধ

১৮৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326732
১৯ জুন ২০১৫ বিকাল ০৪:৪৬
অনেক পথ বাকি লিখেছেন : একদম সত্য বলেছেন। ধন্যবাদ। বাঙালী সুযোগ পেলে ছাড়ে না।
326741
১৯ জুন ২০১৫ বিকাল ০৫:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
ক্রিকেট মাঠ আর মাঠের বাইরের ভারত বিরোধি আচরন ভারতিয় মিডিয়াকেও মাথা নামাতে বাধ্য করেছে।
326797
২০ জুন ২০১৫ রাত ০১:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে..ব্লগে আপনার উপস্থিতি এবং পোস্ট আরো বেশি প্রত্যাশা করি..
327819
২৮ জুন ২০১৫ বিকাল ০৪:১৬
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।

মাশাআল্লাহ্‌ চমৎকার চিত্র এঁকেছেন।
348473
০৪ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৭
sadhin লিখেছেন : মনোমুগ্ধকর লেখাটি। অনেকবার পড়েছি।শুকরান মামা
350870
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৫
বিবেক নাই লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File