অধিনায়ক হয়ে মাশরাফি তরুন মোস্তাফিজকে যেভাবে চুমো খেলেন সত্যিই ক্রিকেট ইতিহাসে বিরল !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৯ জুন, ২০১৫, ০৪:৪৫:৪৩ বিকাল
দর্শক ও ভক্তদের কি করে মন জয় করতে হয় বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মোর্তুজার চেয়ে এখনো কেউ করে দেখাতে পারেনি ! কিছুদিন তো সাকিব ও তামিম অধিনায়ক ও সহঅধিনায়ক হিসেবে দর্শকদের সাথে অনেক খারাপ আচরণ করেছেন । তবে তারা দুজনই এখন অনেক পরিনত । যেভাবে অধিনায়ক হয়ে মাশরাফি তরুন মোস্তাফিজকে চুমো খেলেন সত্যিই ক্রিকেট ইতিহাসে বিরল ! আদর আর মমতা যেনো পুরো দলকেই উতজ্জীবিত করে তুললো । আর সেটাই একজন ক্রিকেটারের হওয়া উচিত । মাশরাফি দিন দিন যেনো সবাইকে ছাড়িয়ে যাচেছন । ক্রিকেট বোর্ড ও ক্রিকেট কর্মকর্তা থেকে শুরু করে সবাইকেই মাশরাফি তার ব্যবহার দিয়ে সন্তুষ্ট করতে পারেন । তরুন মোস্তাফিজকে যেনো সেটাই বুঝালেন !
_____এম.এমামুন
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অথচ মাশরাফিও প্রথম প্রথম ইংরেজী বলতে আটকাতো ।
এটাই মাশরাফি , বাই বর্ণ ক্যাপ্টেন বাংলাদেশ দলের ।
যে ফরম্যাটেই তাকে নেওয়া হোক না তার জায়গা হবে ক্যাপ্টেন্সী , সে গুন তার আছে ।
মন্তব্য করতে লগইন করুন