অধিনায়ক হয়ে মাশরাফি তরুন মোস্তাফিজকে যেভাবে চুমো খেলেন সত্যিই ক্রিকেট ইতিহাসে বিরল !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৯ জুন, ২০১৫, ০৪:৪৫:৪৩ বিকাল

দর্শক ও ভক্তদের কি করে মন জয় করতে হয় বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মোর্তুজার চেয়ে এখনো কেউ করে দেখাতে পারেনি ! কিছুদিন তো সাকিব ও তামিম অধিনায়ক ও সহঅধিনায়ক হিসেবে দর্শকদের সাথে অনেক খারাপ আচরণ করেছেন । তবে তারা দুজনই এখন অনেক পরিনত । যেভাবে অধিনায়ক হয়ে মাশরাফি তরুন মোস্তাফিজকে চুমো খেলেন সত্যিই ক্রিকেট ইতিহাসে বিরল ! আদর আর মমতা যেনো পুরো দলকেই উতজ্জীবিত করে তুললো । আর সেটাই একজন ক্রিকেটারের হওয়া উচিত । মাশরাফি দিন দিন যেনো সবাইকে ছাড়িয়ে যাচেছন । ক্রিকেট বোর্ড ও ক্রিকেট কর্মকর্তা থেকে শুরু করে সবাইকেই মাশরাফি তার ব্যবহার দিয়ে সন্তুষ্ট করতে পারেন । তরুন মোস্তাফিজকে যেনো সেটাই বুঝালেন !

_____এম.এমামুন

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326745
১৯ জুন ২০১৫ বিকাল ০৫:৫৬
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
326800
২০ জুন ২০১৫ রাত ০১:৩৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ.. পিলাচ পিলাচ..
326843
২০ জুন ২০১৫ দুপুর ১২:০৫
হতভাগা লিখেছেন : যখন খেলা শেষে পুরষ্কার বিতরনীতে আসার সময় মাশরাফিকে আনা হল মোস্তাফিজের দো-ভাষী হিসেবে , তখন মাশরাশি সারল্য মাখানো ভাষায় শামীম আশরাফের ইংরেজী ট্রান্সলেট করেছিলেন ''
তুই কি চিন্তা করছিলি যে প্রথম খেলতে নাইমাই এরকম কিছু একটা করবি ''?


অথচ মাশরাফিও প্রথম প্রথম ইংরেজী বলতে আটকাতো ।

এটাই মাশরাফি , বাই বর্ণ ক্যাপ্টেন বাংলাদেশ দলের ।

যে ফরম্যাটেই তাকে নেওয়া হোক না তার জায়গা হবে ক্যাপ্টেন্সী , সে গুন তার আছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File