রমজান মাসে আমাদের যাকাত এবং সাদাকা দেয়ার ক্ষেত্রে কিছু কাজ্যকারি পরিবর্তন জুরুরি ।
লিখেছেন লিখেছেন মাহাবুব আলম বিডি ১৯ জুন, ২০১৫, ০৫:৩৭:৩৬ বিকাল
রমজান মাস । রহমানের বান্ধারা এই মাষকে বেছেনেন যাকাত দেওয়ার জন্য । এবং অন্য মাষের ছাইতে এই মাষে দান সাদাকা বেশী করে থাকেন । আমরা এই যাকাত এবং সাদাকা পূর্বের সেই গতানুগতিক নিয়মে আজও দিয়ে থাকি । (পূর্বের গদবাধা নিয়মে যাকাত দিলেও যাকাত আদায় হয়ে যাবে ।) কিন্তু আমার জানা মতে এই গদবাধা ভাবে যাকাত এবং সাদাকা বণ্টন করে কোন মানুষের অর্থনীতিক পরিবর্তন আসে নাই । কারন আমরা যে ভাবে বণ্টন করি যেমন কাশেম আলী ২০০০ , বাবুল ৫০০০ , সলিম উদ্দিন ৮০০০, জহির মিয়া ১০,০০০ ইত্যাদি দিয়ে থাকি। কিন্তু জহির মিয়া তার ১০,০০০ কিভাবে খরছ করেছে দেখুন , মুদি দোকানদারের বাকি পরিশোধ ৪০০০, ঔষধের দোকানে বাকি পরিশোধ করেছে ৩০০০, চা বিস্কুটের দোকানের পরিশোধ ১০০০, বাকি টাকা দিয়ে ১ কেজি খেজুর ২ কেজি ছানা কিনতেই শেষ ।আপনার দেওয়া যাকাতের টাকায় তার সাময়িক একটা উপকার হয়েছে সন্দেহর কোন কারন নাই ।যতজন কে দিয়েছেন কোন লোকের দীর্ঘ মেয়াদী কোন পরিবর্তন আসে নাই । আমরা যারা প্রবাসে আছি ধরাযাক যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আছি তারা যদি যাকাত এবং সাদাকা টাকা সবাইকে ভাগ বাটোয়ারা করে না দিয়ে যে কোন একজনকে কোন একটা কিছু করে দেন যা দিয়ে কর্ম করে জীবন সংসারের চাহিদা মিটাতে পারে। আপনার কাছে পরবর্তী বছর যেন হাত পাতাতে না হয় । আপনার একা একজনের যাকাত ও সাদাকায় যদি কোন একটি কর্ম সংস্থান না হয় তাহলে আপনি আপনার আপন ভাই অথবা আত্মীয় বা অতি কাছের বন্ধুর এক বছরের যাকাত এবং সাদাকার টাকা এক সাথে করে এই বছর আপনার কোন গরীব নিকত আত্মীয়কে দিন । পরের বছর আপনাদের ২ জনের টাকা অপর জনের যে কোন একজনকে দিন ।আল্লাহ্র রহমতে দেখবেন ২ বছরে ২ টি পরিবার আপনার যাকাতের টাকায় সুন্দর জীবন জাপন করছে ।যদি ৫জন মিলে যাকাতের (৫লক্ষ টাকা অনুমানিক ) দিয়ে একটি বাংলাদেশে একটি রেস্টুরেন্ট করে দিন দেখবেন আপনারা ৫জনের ৫ আত্মীয় কাজ করতে পারছে। আপনারা সম্পূর্ণ হিসাব নিকাশ আপনাদের হাতে রাখতে পারেন, ছাইলে তাদের সবার সমান মালিকানার কথা নিজেদের মধ্যে গোপন রাখতে পারেন ।( জগড়া বিবাদ থেকে বাছার জন্য, মাত্তাবরি টা থাকবে না ইত্যাদি । আল্লাহ অবশ্যই মনের খবর জানেন এবং সেই অনুযায়ী বিচার ফায়সালা করে থাকেন ।) মাষের শেষ হিসাব করে সমান ভাগে ভাগ করে দিন । দেখবেন তাদেরও কাজের পতি আর মনোযোগ বাড়বে । আমরা কোন আত্মীয়কে মুদি দোকান অথবা একটি অটো রিকশা , কিছু হাঁস মুরগী , কয়েকটি গরু ইত্যাদি দিতে পারি । মনে রাখতে হবে আপনার নিধারিত মানুষটি কি ধরনের কাজ করার সামর্থ্য আছে । সেই অনুযায়ী দেওয়াটাই যুক্তি যুক্ত হবে । মনে রাখতে হবে সাহারা মরুভূমিতে ৫ টি গরু কাউকে দিলে ৫ দিন পরেই মারা যাবে । আসুন আমরা গধবাধা নিএওম থেকে একটু পরিবর্তন করে চেষ্টা করে দেখি । আমরা চেষ্টা করে যাই আর পরিবর্তনের দায়িত্ব আল্লাহ্র হাতে ।আল্লাহ আমাদের চেষ্টা করার তৌফিক দান করুন আমীন।
মাহাবুব আলম
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু যাকাত প্রদান নয় যাকাত এর টাকা কিভাবে ব্যব্হার হচ্ছে সেই বিষয়ে ও নজর রাখা প্রয়োজন।
মন্তব্য করতে লগইন করুন