ধুততরি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মার্চ, ২০১৫, ১২:০৬:০৯ দুপুর
তোমার নতুন হ্যায়ার কাট আর চোখে সানগ্লাস
আমার সবই লাগে ভাল দেখতে বার মাস।
তোমার ফেন্সি জুতোর হিলে টুক টুক টুক টুক
বুকের ভেতর বাজে ভীষণ ধুক ধুক ধুক ধুক।
তোমার বাহারি মাশকারা দিচ্ছে কাকে সাড়া
আমি বুঝিনাতো কিছু এখনো সিপারা আমপারা।
তোমার হাটার ধরন ধারন সবই অন্য রকম
যেন পিচ ঢালা পথ মাখামাখি মখমলে খড়ম।
তোমার সবই লাগে ভাল থ্রিপিস এর উর্ণা
আমার ভয়ের সাথে সঙ্কা কখোনই যাবেনা।
তুমি যুগের হাওয়া নাকি স্বপ্নে আসা পরী
আমার কি'যে হল আজকাল সবকিছুতেই ধুততরি।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল্ললাগেনা হিজিবিজি, শুধু তার গান আসে ভেসে, বাতাসে...
আবার ছবি। নাহ এই বার ভাগিনা কে নিয়া পতেন্গা যাবই!
এখানেওও স্বপ্ন লুকিয়ে আছে...হাহাহাহাহা
মন্তব্য করতে লগইন করুন