ধুততরি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মার্চ, ২০১৫, ১২:০৬:০৯ দুপুর



তোমার নতুন হ্যায়ার কাট আর চোখে সানগ্লাস

আমার সবই লাগে ভাল দেখতে বার মাস।

তোমার ফেন্সি জুতোর হিলে টুক টুক টুক টুক

বুকের ভেতর বাজে ভীষণ ধুক ধুক ধুক ধুক।

তোমার বাহারি মাশকারা দিচ্ছে কাকে সাড়া

আমি বুঝিনাতো কিছু এখনো সিপারা আমপারা।

তোমার হাটার ধরন ধারন সবই অন্য রকম

যেন পিচ ঢালা পথ মাখামাখি মখমলে খড়ম।


তোমার সবই লাগে ভাল থ্রিপিস এর উর্ণা

আমার ভয়ের সাথে সঙ্কা কখোনই যাবেনা।

তুমি যুগের হাওয়া নাকি স্বপ্নে আসা পরী

আমার কি'যে হল আজকাল সবকিছুতেই ধুততরি।

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310227
২১ মার্চ ২০১৫ দুপুর ০১:০১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : কবি সাহেব হঠাৎ খুব রোমান্টিক হয়ে গেলেন। দারুণ দারুণ রোমান্টিক কবিতা বের হচ্ছে। হুররে.......... Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২১ মার্চ ২০১৫ রাত ০৮:০৫
251305
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying Rolling on the Floor Rolling on the Floor
310230
২১ মার্চ ২০১৫ দুপুর ০১:২৩
অনেক পথ বাকি লিখেছেন : তাহাকে এত উপ্রে তোলার হেতু কি? Worried Worried Worried
২১ মার্চ ২০১৫ রাত ০৮:০৬
251306
বাকপ্রবাস লিখেছেন : বাতাস এর বদলে গ্যাস দেয়া হয়েছে তাই সেটা উপরে উঠতেই আছে
310249
২১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪২
গাজী সালাউদ্দিন লিখেছেন :
তুমি যুগের হাওয়া নাকি স্বপ্নে আসা পরী

আমার কি'যে হল আজকাল সবকিছুতেই ধুততরি।


ভাল্ললাগেনা হিজিবিজি, শুধু তার গান আসে ভেসে, বাতাসে...
২১ মার্চ ২০১৫ রাত ০৮:০৬
251307
বাকপ্রবাস লিখেছেন : জি হক কথা
310317
২১ মার্চ ২০১৫ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাইছে!!!
আবার ছবি। নাহ এই বার ভাগিনা কে নিয়া পতেন্গা যাবই!
২২ মার্চ ২০১৫ রাত ০২:৪০
251377
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ইপিজেড এ ভীষণ জ্যাম থাকে ওদিকে যাইয়েননা
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৩২
251424
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হালিশহরের ভিতর দিয়া যাব। সেখানে আবার আমার শালির বাসা আছে।
২২ মার্চ ২০১৫ দুপুর ১২:১০
251430
বাকপ্রবাস লিখেছেন : তাইলে হরতাল দেয়া ছাড়া উপায় নাই, উমামার খালার বাসা ওখানে, রোড ব্লক এর দায়িত্বটা ওদেরই দিতে হবে দেখছি, উমামাকে পাঠাচ্ছি তাহলে হালিশহর
310367
২২ মার্চ ২০১৫ রাত ০২:৪১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
এখানেওও স্বপ্ন লুকিয়ে আছে...হাহাহাহাহা
২২ মার্চ ২০১৫ রাত ০২:৫১
251382
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File