"বাকপ্রবাসের ছবি বিড়ম্বনা "
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২১ মার্চ, ২০১৫, ০১:৪৭:১৮ দুপুর
ছবিকে নিয়ে ছড়া লেখার আর পেলেনা ক্ষণ
ভাবি কিন্তু আজ রেগেই ছিলেন ভাবনি তখন
হাজার বার মিস-কল দিয়ে ভাবি যখন ক্লান্ত
বাকপ্রবাস্কে বস মানানোর পেতাম যদি মন্ত্র
হোননো হয়ে খুঁজা-খুঁজি পাইনা সন্ধান
হটাৎ করে পড়লো মনে বিড়ি ব্লগের নাম ।
অবশেষে ভাবি এসে ব্লগে দিল উকি!
কে কখন! কি ভেবে,ভাবিকে বলে লুকি!
বাকপ্রবাসকে যেমন ভাবেন,আসলে তেমন নয়!
নিত্য সে ছড়া লেখে , ফোনেও কথা কয়!
যখন শুনে ফোনের কথা,ভাবির মাথাটাল !
সামনে পেলে দেখাবে মজা, তুলবে পিঠের ছাল!
এমন খবর বাকপ্রবাসের কানে যখন গেলো
লেখতে ছিল ছড়া, এমন কেন হলো ?
এখন উপায়! পালাই কোথায় নেই'ত অবশেষ
বোরকা একখান ঘরেই ছিলো পডেই নিরুদ্দেশ ।
বিষয়: বিবিধ
২১০৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া
বাকপ্রবাস অবশেষে যখন খেলেন ধরা
এমন কথা কে বলেছে!পিচ্ছি আফরা?
আফরা আমার ছোট্র বোন,বলছে তাতে কি
বাকপ্রবাস হাসি মুখে ,তাই'ত দেখছি
যে যাই বলুক শুনো উমামার মা
এখন থেকে তোমাকে ছাড়া ছড়া লেখবনা
ভাবি হতে মুক্তি পেয়ে ছুটছে দিক-বেদিক
যার জন্য তার এমন হলো ,দিচ্ছে তাকে ধিক
<:-P <:-P <:-P <:-P
বাকপ্রবাস ভাই কৈ পালালেন আর নেইকো খোঁজ,
অবশেষে পাওয়া গেল,ভাবিকে ছাড়া খাচ্ছে বনভোজ।
ভাবি আসছে তেড়ে বাকপ্রবাস দিলো ছুট
চলতে গিয়ে আঁচাড় খেয়ে, মাথায় পেলো চুট
কপাল পুড়া খেলাম ধরা দিন-দুপুরে ওই
আর যাবনা বনভোজে, যতদিন বেচেরই ধন্যবাদ প্রিয় ওহিদুল ভাইয়া ছন্দে ছন্দে সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য
গাজী.....এটা কি কইলেন? ঝাটার বারি খাবেন হাসি মুখে দিলে ছিঃছিঃ খাবার জন্য আর জিনিস পেলেন না!
ঝাটা হাতে হাসি মুখে
ভাবী একখান
হাসি মুখটা দেখেই
গাজীর জুড়িয়ে গেল প্রাণ
এমন ছড়া পড়লে হাসি না এসে পারে না! অনেক ক্ষণ হাসলাম। ব্যাপক বিনোদন। আপনারা পারেনও বটে।
হাসা-হাসি কাশা-কাশি
চলবে এবার বারো মাসি
যদি থাকো কথা রাখো
আমরা তোমার হব সাথী
সাথী হবো দুঃখের দিনে
তোমার সুখেই হবো সুখী:
আর কি বাকি? ভাবছ দেখি!
আসো করি কোলাকলি!
কাঁদছ কেন?একটু শুনো
দেখতে তোমায় খুব মায়াবী।
আপা পেলে,ভাইয়া পেলে,সাথে ছোট্র বোন
বন্ধু হলাম আপন ভেবে রাখিও শরণ ।
মজার মজার ছড়া পড়ে হাসতে নেই'কো মানা!
এসো এসো সবাই মিলে মজার ছড়া পড়ি
গদ্য পদ্য কাব্য কথায় দেই এই ব্লগে ছড়ি!
ভালো লাগলো ভাইয়া!
কবিতা পড়ে ঝাড়ু হাতে
কন্যার মা
অসাধারণ লাগলো। লিখতে থাকুন প্রাণ খুলে ভাইয়া।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন