# ছবি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ মার্চ, ২০১৫, ০৪:০৪:৪১ রাত
অনেক চেষ্টায় তোমার একটা ছবি যোগাড় করা গেলনা
আমার কষ্ট হবে ভেবে তুমিও দিতে চাইলেনা
অথচ তোমার সব ছবির এ্যালবাম ফেইসবুকের পাতায়
আমি চাইলে সব নিতে পারি বিনে বাঁধায়
প্রয়োজন ফুরিয়েছে তাও নয়, থাক ওখানে
আমি শুধু চোখ বুলিয়ে গেলাম। খুব একটা বদলে যাওনি
সময়ের স্রোতে যতটুকুন প্রয়োজন ততটুকু ছাড়া
ছবি দেখে মানুষ বুঝা যায়না সবসময়, তবে
আমি বুঝেছি তোমাকে, কি জানি হয়তো বুঝাটাই ভুল।
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবি আজকাল তোমাকে অনেক মনে পড়ছে
তুমি কি আগের মত আছ! নাকি বদলে গেছো
সময়ের পালাবদলে কত কিছুই'ত বদলায়
আমিও অনেক বদলে গেছি ,আজ কেন জানি
ছবি তোমাকে দেখতে করে যাচ্ছি পাগলামি
এমন করে ভাবিনী কখনো আজ তবে কেন !
তুমিও কি আমার মত? জানতে ইচ্ছা করে
জানি তোমাকে কখনো পাবনা,তবু অনিশ্চিত প্রত্যাশায়
তোমাকেই আছো খুঁজে ফেরি ।
অবশেষে ভাবি এসে ব্লগে দিল উকি
কে কখনো কি ভেবে,ভাবিকে বলে লুকি!
বাকপ্রবাস যেমন ভাবেন,আসল তেমন নয়!
নিত্য সে ছড়া লেখে , ফোনেও কথা কয়!
যখন শুনে ফোনের কথা,ভাবির মাথাটাল !
সামনে পেলে দেখবে মজা তুলবে পিঠের ছাল!
এমন খবর বাকপ্রবাসের কানে যখন গেলো
লেখত ছিল ছড়া ভণ্ড হয়ে গেল
এখন উপায়! পালাই কোথায় নেই'ত অবশেষ
বোরকা একখান ঘরেই ছিলো পডেই নিরুদেশ
দাঁড়ান ফেবুতে দিচ্ছি <:-P <:-P
মন্তব্য করতে লগইন করুন