দে ইট শিট= তারা গু খায়
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২০ মার্চ, ২০১৫, ০৯:২৫:৩৭ সকাল
সেদিন একজন কলিগকে জিজ্ঞেস করলাম-আচ্ছা আমেরিকানদের শরীর স্বাস্থ্য এরকম কেন ? তিনি বললেন-কিরকম ? বললাম-মোট জনগনের ৩৫% ফুল লোডেড ময়দার বস্তার মত,মোট জনতার ৪ ভাগের এক ভাগ টাক,নানান খানদানী রোগ ব্যাধীতে আক্রান্ত। তিনি সঙ্গে সঙ্গে বললেন-দে ইট শিট।
অামি বহুদিন থেকে এদেরকে লক্ষ্য করছি। আমি আর কি খাদক,এদের মিশুরাও আমার থেকে বেশী খায়। কিন্তু ভয়াবহ ব্যাপার হল এটা সম্পুর্ণ প্রাকৃতিক খাবার কমই খায়। বিভিন্নভাবে প্রসেসড খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার,অতিরিক্ত চর্বিযুক্ত খাবারই এদের প্রিয়। সেদিন আমি কিছু বিস্কুট কিনেছিলাম কিন্তু খেতে পারিনি,কারন এর মধ্যে মনে হয় ৮০%ই চিনি।
এরা ব্যপকভাবে মাংস খায়। আর প্রত্যেকটি খাবারের সাথে চিজ যেন থাকতেই হবে। এমনকি যারা শাক সব্জী খায় তাদেরকেও দেখেছি সেটার সাথে চিজ,মেয়নিজ অথবা কিছু একটা আছেই। এদের এই খাদ্যাভ্যাসের কারনে আমার ধারনা আগামী কয়েক দশকে এরা নিজেরাই নিজেদের কাছে পরাস্ত হবে। কাওকে মারা লাগবে না।
আমি আরও যেটা দেখেছি সেটা হল,অনেকের মস্তিষ্ক ভাল বা দ্রুত কাজ করেনা। আমার কলিগদের কয়েকজনকে এরকম দেখেছি। এরা একসাথে কয়েকটি বিষয় মনে রাখতে গেলেই ভুল করে। এরা অনেকেই দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়ে। বেশীরভাগই আরামপ্রিয়। আর এর একমাত্র কারন রক্তে অতিরিক্ত চিনির উপস্তিতি। আমেরিকানরা আবার গুয়ার ধরনেরও। অনেকে দ্রুত রেগে যায় এবং কারনে অকারনে অশ্লিল গালি দেয়।
যাইহোক খাবার নিয়ে কথা বলছিলাম। আমার ধারনা এদের তৈরী খাবারে স্বাস্থ্যের জন্যে ভাল কিছু নেই। আমি বাইরে সাধারনত খাই না,তারপরও এখন থেকে আরও কমিয়ে আনব বা প্রায় খাবই না। ইদানিং শাক সব্জীর দিকে ঢুকে পড়েছি। এটা আসলেই দারুন জিনিস। ভাত খাওয়ার পরিমান অনেক কমিয়েছি। কিন্তু ভাত না খেলে মনে হয় কিচ্ছু খাইনি। এটা অবশ্য কিছুদিন সহ্য করলে ঠিক হয়ে যায়।
আমার ধারনা কোনো এক বুদ্ধিমান শ্রেণী আমেরিকান জনগনকে কৌশলে শেষ করে দিচ্ছে। তারা এদেরকে খাদক বানিয়েছে,ব্যপক ভোগবাদী বানিয়েছে শুধু পয়সা কামানোর জন্যে। আর জনতা চোখ বন্ধ করে ধ্বংসের দিকে যাচ্ছে। আমেরিকান জনতা গু খেয়ে শেষ হতে যাচ্ছে।
বিষয়: বিবিধ
১৬১৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খাইতে খাইতে মইরা যা
তুই মরলে ইসরাইল ধরুম
নাট বল্ট কব্জা
তারপর পৃথিবী শুদ্ধ হবে
দুই একটা ভাদা থাকবে
ওদের দিয়ে লাকড়ি বানামু
চুলা জালাতে লাগবে
এ্যারাবিয়ানরা বেশী খায় কিন্তু তারা স্বাস্থ্যসম্মত খাবার খায়। তারা ব্যপক ফল মূল খায়। ইউরোপে ব্রেড,বাটার,দুগ্ধজাত খাবার অনেক দেশে বেশী খায়।এর মধ্যে কেউ কেউ শুধু লতাপাতা খায়
আমার দেখা থেকে বলছি, বেশির ভাগ আরব সকালে একগ্লাস জুস বা দু'একটি খেজুর খেয়েই শুকরান। দুপুরে বেশিরভাগ খুবুজ (লেবাননী রুটি) খেয়ে দিনপার করে, রাতে সামান্য চাউল সঙ্গে লবন পিয়াজ আর হলুদ দিয়ে সিদ্ধ করা সব্জির ঝোল।
অতি অল্প সংখ্যক আরব যারা কে এফ সির খাবার খায়,
আপনি কিন্তু আমেরিকানদের খারাব খাবেন না, শুকরের চার্বি থাকার সম্ভাবনা।
মন্তব্য করতে লগইন করুন