লেসন ফর নো বল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মার্চ, ২০১৫, ০৬:৩৫:৫২ সন্ধ্যা
নো বলটা জটিল অনেক
বোঝা সহজ নয়
সময় করে বুঝিয়ে দেব
তবে আজ নয়।
আজকে তোমার হাফ ছুটি
ঘরের পথ ধর
নো বল বুঝতে হলে
একটু সবুর কর।
আম্পায়র যখন হাত তুলবে
গেল উইকেট টা
লেগ আম্পায়ার ইশারা দেবে
নো বল এটা।
বুঝলে বাবু ব্যাপার স্যাপার
বুঝনি তো নিশ্চয়
না'হয় আর বলছি কি
বুঝা সহজ নয়।
উপর দিয়ে গেলেই শুধু
নো বল হয়
কে বলেছে এমন কথা
সেটা সত্য নয়।
নিজের চোখেই দেখলে আজ
বল ছিল কোমরে
তবুও তুমি কেমন করে
পড়ে গেলে ফাপড়ে।
আজকে তবে এটুকুন থাক
অন্য দিন আবার
ধীরে ধীরে বুঝিয়ে দেব
নো বলের কারবার।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন