লেসন ফর নো বল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ মার্চ, ২০১৫, ০৬:৩৫:৫২ সন্ধ্যা



নো বলটা জটিল অনেক

বোঝা সহজ নয়

সময় করে বুঝিয়ে দেব

তবে আজ নয়।

আজকে তোমার হাফ ছুটি

ঘরের পথ ধর

নো বল বুঝতে হলে

একটু সবুর কর।


আম্পায়র যখন হাত তুলবে

গেল উইকেট টা

লেগ আম্পায়ার ইশারা দেবে

নো বল এটা।

বুঝলে বাবু ব্যাপার স্যাপার

বুঝনি তো নিশ্চয়

না'হয় আর বলছি কি

বুঝা সহজ নয়।


উপর দিয়ে গেলেই শুধু

নো বল হয়

কে বলেছে এমন কথা

সেটা সত্য নয়।

নিজের চোখেই দেখলে আজ

বল ছিল কোমরে

তবুও তুমি কেমন করে

পড়ে গেলে ফাপড়ে।


আজকে তবে এটুকুন থাক

অন্য দিন আবার

ধীরে ধীরে বুঝিয়ে দেব

নো বলের কারবার।

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309830
১৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিশ্বকাপের শুরুতে শেখ হাসিনা এবং মোদীর ফোনালাপে এটাই কি বলা হয়েছিল? যেকোন মূল্যে বিজয় চাই, আমরা আপনাদের স্রষ্টা, স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে হার বড্ড বেমানান, তাই হারিয়ে দিলে মন খারাপ করবেন না। তাছাড়া ৭১এ আপনাদের জন্য আমাদের অবদান ভুলে গেলে চলবে? সো, একটু মানিয়ে নিন না!
২০ মার্চ ২০১৫ দুপুর ১২:২৪
251030
বাকপ্রবাস লিখেছেন : হুম, নিতে তো হবেই, দাদার জন্য গদি থাকে
309863
১৯ মার্চ ২০১৫ রাত ১০:২০
আবু জারীর লিখেছেন : ইয়েস বল আর নো বলের পাল্লায় পড়ে আমদের আজ হিল্লা হয়ে গেছে।
২০ মার্চ ২০১৫ দুপুর ১২:২৫
251031
বাকপ্রবাস লিখেছেন : কিরকেট খেলাডারে খিচুরী বানায় ফেলছে, মাঠ আমগো, আম্পায়ার আমগো, খেলা আমগো, তোমরা শুধু নাচবা
309880
১৯ মার্চ ২০১৫ রাত ১১:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাদাদের জন্য সব বলই ইয়েস বল!!!
২০ মার্চ ২০১৫ দুপুর ১২:২৫
251032
বাকপ্রবাস লিখেছেন : হুম, দেখাইল কাইল
309946
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ্্্্্্্্্্্্্্্ আমার জুতাটা নতুন কিনেছি না হয় আম্পায়ার বেটাটারে মারতাম.।,...!!!!
২০ মার্চ ২০১৫ দুপুর ১২:২৬
251033
বাকপ্রবাস লিখেছেন : নতুন জুতার অসম্মান করতে চাইনা, চাপায় চুপায় পুরানটা দেখেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File