শেখ হাসিনাকে প্রধান উপদেষ্টা করে তত্বাবধায়ক সরকার!

লিখেছেন লিখেছেন ইয়াফি ১৯ মার্চ, ২০১৫, ০৬:১৩:৩৩ সন্ধ্যা

গেল কয়েক বছর ধরে আওয়ামী লীগের নেতাবর্গ ও বুদ্ধিজীবিরা প্রায়শ দাবী করে থাকেন বাংলাদেশে অবাধ, সুষ্ঠ (সংসদ)নির্বাচনের জন্য আর তত্বাবধায়ক সরকারের দরকার নেই। কারণ ১৯৯৬ ও ২০০৮ সনে নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল বিএনপি মেনে নেয় নাই। অর্থাত তারা বলতে চাচ্ছেন, তত্বাবধায়ক সরকার গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ। তাহলে এখন প্রশ্ন বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত (সংসদ) নির্বাচনের ফলাফল মানছে কিনা? যদি না মেনে থাকে, আওয়ামী লীগের নেতাবর্গ ও বুদ্ধিজীবিদের যুক্তি মতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠ (সংসদ)নির্বাচনের জন্য শেখ হাসিনা সরকারেরও দরকার নেই। কিন্তু অবিমৃষ্যকারী আওয়ামী লীগের নেতাবর্গ ও বুদ্ধিজীবিরা এখন হাত তুলে দাবী করছে আগামী নির্বাচন তথা ১১শ সংসদ নির্বাচনও শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে! শেখ হাসিনা সরকারের প্রত্যক্ষ মদদে গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের স্হানীয় নেতা-কর্মী কর্তৃক ভোট-জালিয়াতি, ব্যালেট পেপার-বাক্স ছিনতাই, কেন্দ্র দখলের মহোতসবের পরেও যদি কূপমন্ডুক আওয়ামী লীগের নেতাবর্গ ও বুদ্ধিজীবিরা সরল বিশ্বাসে বিশ্বাস করেন যে, শেখ হাসিনা সরকার আসলেই নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের চাইতে অধিক অবাধ, সুষ্ঠ (সংসদ)নির্বাচন উপহার দিতে সক্ষম। তাহলে বলতে চাই দুদিন আগে অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতির মত একটা পেশাজীবি সংগঠনের নির্বাচনে শেখ হাসিনা তাঁর দলীয় প্রার্থীদের জিতিয়ে আনার জন্য তাঁর দলের নেতাবর্গ ও মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে মিটিং করলেন। এবং মন্ত্রীপরিষদের বৈঠকে মন্ত্রীদের নির্দেশ দিলেন মন্ত্রীরা যেন তাঁর দলীয় প্রার্থীদের জিতিয়ে আনার জন্য কাজ করেন! একটা পেশাজীবি সংগঠনের নির্বাচনের ফলাফলকে নিজপক্ষে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করতে চান। এখন উঁনার অধীনে রাষ্ট্রীয় ক্ষমতা বদলের নির্বাচন পরিচালনার দায়িত্ব দিলে শুটকীর হাটে বিড়াল চৌকিদারের মত বৈকি!

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309831
১৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
১১শ সংসদ নির্বাচনও

সম্ভবত কম্পোজে ভুল করেছেন।

যতদিন হাসিনার হাতে থাকবে দেশ
ঠিক পথে চলবে না বাংলাদেশ।

StepDownWrongHeadedWoman
309876
১৯ মার্চ ২০১৫ রাত ১০:৫২
আবু জারীর লিখেছেন : আওয়ামিলীগের নেতা বর্গ আর বুদ্ধির ঢেকিরা জানে যে জিততে হলে হাসিনার অধিনেই নির্বাচন করতে হবে। তাই তাড়া গো ধরেছে। মুখে যেটা বলছে সেটা স্টান্টবাজি।
309947
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হাসিনার নাম শুনলে যেখানে ভমি আসে সেখানে...... লজ্জা দেন কেরে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File