# বিউটি ক্রিম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ মার্চ, ২০১৫, ০৫:৩৪:২১ বিকাল
এক ক্রিমেই ফর্সা
আনল কিনে বর্ষা
শরৎ হেমন্ত বসন্তেও
পেলনা আর ভরসা।
আসল আবার প্লাস
এলোভেরা নির্যাস
বর্ষা এবার ফর্সা হবেই
তেমনই বিশ্বাস।
প্লাসের পর সিলভার
বিশ্বাস করুন একবার
বর্ষা কিন্তু নিশ্চিত ছিল
ফর্সা হবেই এইবার।
গোল্ড যখন আসল
খটকা এবার লাগল
ফর্সার নামে ক্রিম
নাকি ঘোড়ার ডিম।
বি.দ্র. চিন্তার সূত্রপাত এটা তো পুরাই ঠকতি!
লিখেছেন FM97 ১৭ মার্চ, ২০১৫, ০২:২১ দুপুর এর পোষ্ট থেকে
বিষয়: বিবিধ
১১১০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গোল্ড যখন আসল
খটকা এবার লাগল
ফর্সার নামে ক্রিম
সবই ঘোড়ার ডিম
এই লাইনগুলো অসাধারণ লেগেছে। ধন্যবাদ মজায় মজায় ধোকা খেয়ে বোকা বনে যাওয়ার বিষয়টি করানোর জন্য।
মন্তব্য করতে লগইন করুন