ভাবেনা কেউ!
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৭ মার্চ, ২০১৫, ০৪:৪৭:১১ বিকাল
আসমানটা যে ছাউনি মোদের
জমিন বিছানার মত!
আমরা তাতে বসবাস করছি
সদাই অবিরত!
ভাবনা মোদের নেই'কো মনে
এভাবে থাকবো কতকাল?
এভাবে আর জড়াবো কত
মায়া মমতার জাল?
পৃথিবী হলো সাগর পাড়ের
বালুকা রাশির ঘর!
হঠাৎ ঝড়েই ধ্বংস হবে সব
সবি হবে পর!
বর্তমান নিয়ে ভাবে সবাই
আখের নিয়ে ভাবেনা!
পৃথিবী হলো ক্ষনিকের বাড়ি
কবর আসল ঠিকানা!
পৃথিবীতে সাদাসিদা থেকে
আখেরের সামান যোগাড় করি!
আল্লাহ ও তার রাসূল (সঃ) কে রাজী করে
জান্নাত ধার্য করি!
৫ ই মে ২০০৫
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবার জন্য
খুব মূল্যবান মন্তব্য করলেন ভালোলাগলো!
আপনার দোয়ার সাথে আমিন!
খুব মূল্যবান মন্তব্য করলেন ভালোলাগলো!
আপনার দোয়ার সাথে আমিন!
আপনার কবিতায় শব্দ চয়নে কঠিন শব্দের মারপ্যাচ নেই, অতি সাদামাতা শব্দের ব্যবহার, যা আমরা নিত্যদিন উঠতে বসতে ব্যবহার করি, অথচ আপনার প্রতিটি লাইন হৃদয় ছুয়ে যায়।
আরো ভাললাগার ব্যবহার হচ্ছে, এ শুধু কবিতা নয়, একটা নির্দিষ্ট বার্তাও। যা সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে পাঠক কে নতুন করে ভাবতে শেখায়।
২০০৫ সালে লিখেছেন! আর প্রকাশ করলেন আজকে! খুব জানতে ইচ্ছে করে আপনার সম্পর্কে। না, থাক, কৌতূহল নাইবা নিবৃত্ত করলাম।
মনের ভাব প্রকাশ করার নাম ভাষা হলে
মনের আকাংখা প্রকাশ করার নাম কি আমার জানা নেই! তবে মনের সরল চিন্তাই আমি লেখাতে প্রকাশ করেছি! মহান আল্লাহ আমাদের সরল মনা ভাবকে কবুল করুন! সাথে তার মহান জান্নাতের মালিকিনিও করুন!
আমিন ছুম্মা আমিন!
আখেরের সামান যোগাড় করি!
আল্লাহ ও তার রাসূল (সঃ) কে
রাজী করে জান্নাত ধার্য করি
বাহ! দারুন লিখেছেনগো আপুমনি, একদম মনের কথা। অনেক অনেক ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদের সকলকে সেই অনুভুতি দান করুন যে অনুভুতিতে আল্লাহ ও তার প্রিয় নবী (সঃ) এর রেজামন্দি আছে!
খুব মূল্যবান মন্তব্য করলেন ভালোলাগলো!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
আবার যখন মোহে পড়ি
অন্য পথ খুঁজি
ঠিকই বলেছেন ভাইয়া! তবে যত ভুল করি! যতই ভুল পথে পা বাড়াই!
পরিশেষে মহান আল্লাহর কাছে আসি ফিরি!
তার কাছেই পরম আশ্রয় চাই!
আল্লাহর সাহায্যই বেশী চাই!
আমিন ছুম্ম আমিন!
আখের নিয়ে ভাবেনা!
পৃথিবী হলো ক্ষনিকের বাড়ি
কবর আসল ঠিকানা ।
জী আপু আমরা সবাই বর্তমান নিয়েই ব্যাস্ত ।
তবে আমাদের উচিৎ সবকিছু পরেও আখেরাত নিয়ে ভাববার! কিছুটা সময় আল্লাহর পথে ব্যয় করার! আল্লাহ তৌফিক দিন!
আমিন ছুম্মা আমিন!
ধন্যবাদ।
উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনার শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন