# অমুক বাবার মাজারে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ মার্চ, ২০১৫, ০৫:৪৭:২৮ বিকাল



অমুক বাবার মাজারে সিজদা পরে হাজারে

পানি পড়া তাবিজ কবজ মিলতে পারে গাজা'রে।

লাউ কুমড়া গরু ছাগল দান বাকস মোমবাতি

আসে জোয়ান আসে বুড়া মা খালা পোয়াতি।


দোয়া মিলে বিনে পয়সায় অনাগতের দিনগুলি

বাবার কাছে চাইছে সবাই জান প্রাণ মন খুলি।

বাবার ধ্যানে মত্ত সবাই আগর বাতির ধোঁয়াতে

থাকবেনা আর বালা মসিবত অমুক বাবার কুদরতে।


মাজার ঘেষে গাছটাতে ঝুলিয়ে দিলে লাল কাপড়

খাদেম এসে বুঝিয়ে দেবে ফজিলতের খোশ খবর।

মোম বাতি জ্বালিয়ে দিয়ে করবে দান প্যাকেট ভরে

সেই বাতি মিলবে আবার পাশের দোকান টং ঘরে।


দেখছি সবাই আশে পাশে খুলছিনা কেউ মুখ আর

কিসের যেন ভয় সংকোচ বিগড়ে যদি যায় আবার!

ভোটের আবার হিসাব আছে মার্কা তাদের মোমবাতি

সিলটা যদি নৌকাতে যায় তেমন একটা নাই ক্ষতি।


ঈমান যাবে বেঈমান হবে যদি উঠে দাঁড়ি পাল্লায়

ধানের শিষ তাও হবেনা গোস্সা হবেন এক আল্লায়।

বুঝলে তবে চলুন সবাই অমুক বাবার মাজারে

গুড়িয়ে দিয়ে বলতে হবে শিরক এবার রাখনারে।


বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309313
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
শেখের পোলা লিখেছেন : খবর দিয়েন যাবেন কবে,
মোড় মাথাতে মিলব সবে৷
হাতুড়ি নেই মুগুর আছে,
মইটা নেব উঠব গাছে৷
মাজারটা আস্ত থাকে,
সহায় হবে আল্লাহ পাকে৷
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:২৮
250411
বাকপ্রবাস লিখেছেন : মাজার থাক
বাজার যাক
মাজার ব্যাবসা
কাকে খাক
309314
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০০
মোতাহারুল ইসলাম লিখেছেন : Excellent
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:২৮
250412
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন
309319
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাজার ব্যবসা অনেক লাভ জনক
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩০
250414
বাকপ্রবাস লিখেছেন : মাদ্রাসার মসজিদ এর পাশে একটা কবরে লাল শালূর ব্যাবস্থা হল, ইমাম সাহেব হুংকার দিলেন খবরদার, তারপর লালসালূ উঠে গেল, এভাবে সবাইকে সচেতন হতে হবে
309328
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৪
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মা-শা-আল্লাহ। খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ। কিছু দিন আগে আমি লিখেছিলাম কয়েক লাইন এভাবে-
ইসলাম জানে না, নিজেও মানে না,
হয়ে গেছে খাজা বাবা
গান-বাজনা-জারি, মাতাল মুরিদ নারী
খায় মদ-গাঁজা-ইয়াবা॥
পাগল-মুরিদ শত নেশায় মাতালের মত
ভাবে করছে তারা ইবাদত
শয়তান দেখে তা হেসে বলে হে খোদা
ওরাতো মেরেছে মোর ইজ্জত॥

১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩১
250415
বাকপ্রবাস লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, অসাধারন সুন্দর,
309329
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অসাম অসাম Thumbs Up Thumbs Up Thumbs Up
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩১
250416
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল
309332
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:৫০
হতভাগা লিখেছেন : এসব উপমহাদেশে খুব চলে
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩১
250417
বাকপ্রবাস লিখেছেন : এই চলাটা থমকে দিতে হবে
309339
১৬ মার্চ ২০১৫ রাত ০৯:২৪
আবু জারীর লিখেছেন : হিন্দুরা করে দূর্গা পূজা আর মাজার পন্থীরা করে দর্গা পূজা। দুই দলই পূজারী।
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩২
250418
বাকপ্রবাস লিখেছেন : বেদীতে ফুল না দিলে যে বাংগালী হওয়া যাবেনা সেই ভয়ে থাকতে হয়ে, না জানি পাকিস্তান পাঠায় দেয়
309370
১৬ মার্চ ২০১৫ রাত ১১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দিনদুই আগে একটা দাওয়াত খাইতে হালিশহর গিয়ে দেখলাম সেখানে মাজার ব্যবসা বেশ জমজমাট!
ভাবতিছি কাটগড়ে বাবা সৈয়দ বাকি প্রবাসি এর নামে একটা ব্যবসা শুরু করব কিনা!!!
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৪
250419
বাকপ্রবাস লিখেছেন : সকিনার বাপ সমুদ্রপাড়ে একটা ছোট ঘর বানিয়ে ধ্যানে বসতেন, মুরিদও একজন জোগাড় হল, সাথে থাকত, মাস খানিক ট্রাই করে ইস্তফা দিছে,কাজ হয়নাই, সেই দু:খে সখিনার মার সাথে ঝগড়া করে বড় ভাই এর ফেলে যাওয়া বউ ওরফে ভাবিরে বিয়া কইরা আলোড়ন সৃষ্টি করছিল, আমনে টেরাই করতে পারেন,
309385
১৭ মার্চ ২০১৫ রাত ১২:০৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এইসব বাংলাদেশে অত্যন্ত প্রসারিত, আমাদের জনসচেতনতা সৃষ্টি করতে হবে! ধন্যবাদ আপনাকে।
১৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৫
250420
বাকপ্রবাস লিখেছেন : জি আপনােকেও খুব করে ধন্যবাদ
১০
335149
১১ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৬
এনামুল লিখেছেন : অসাধারন !
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৯
277163
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File