নবী (সঃ) আর্দশ
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৬ মার্চ, ২০১৫, ০৪:৩১:৫৮ বিকাল
কোরআন হাদীস আর সাহাবাগণের মাধ্যমে
জেনেছি নবী (সঃ) এর জীবনীতিহাস!
এই দু'য়ের আমলেই মানবের মুক্তি
এছাড়া নাই কোন অবকাশ!
এই দু'ইকে আঁকরে ধরে
চলে গেছেন যারা!
দো-জাহানে নিরাপদে
আছেন শুধুই তারা!
এদু'য়ের অনুসরনে
মুক্তি সবার তাই!
নবী (সঃ) আর্দশেতে
এই শিক্ষাই পাই!
যুগে যুগে নবী (সঃ) এর আদর্শ
মেনে চলেছেন যারা!
দো-জাহানে বিজয়ী আর
চিরকামিয়াবী তারা!
২১ শে মে ২০১১
বিষয়: সাহিত্য
১০৫৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলে গেছেন যারা!
দো-জাহানে নিরাপদে
আছেন শুধুই তারা!
চলে যাবার পর এই দুনিয়ায় কেমন করে নিরাপদ থাকে যদিও দুনিয়া ত্যাগ করেই থাকে?
অনুশরনে এই বানানে ভুল করেছেন, যদি আমি ভুল না দেখে থাকি।
কেমন আছেন? খুব সুন্দর কবিতা লিখতে পারেন, আমার হিংসে হয়। আমি একদম কবিতা লিখতে পারি না তেমন বুঝিও না।
এই দু'ইকে আঁকরে ধরে
চলে গেছেন যারা!
দো-জাহানে নিরাপদে
আছেন শুধুই তারা!
এটার অর্থ হলো যারা কোরআন ও হাদীসকে আঁকড়ে ধরে চলে গেছেন তারাও নিরাপদে আছেন আর যারা বর্তমানে বেঁচে আছেন তারাও নিরাপদে আছেন আল্লাহর ইচ্ছায়!
আপনাকে শ্রদ্ধা করি ভাইয়া! যে কোন ভুল হলে ধরিয়ে দেবেন ছোট বোন মনে করে! আর কোন পরামর্শ থাকলেও দেবেন আশা করি! আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ভাইয়া!
জেনে অত্যন্ত খুশি হলাম আমি আপনার সম্মানীয় মানুষ! আমি দারুণ উচ্ছ্বসিত এবং এই পাওয়া আমার কাছে অপ্রত্যাশিতও বটে।
খুব সুন্দর করে বুঝালেন, আপনার বুঝানোতে আমি সন্তুষ্ট।
আপনার প্রোফাইলে কোন ছবি নেই, নাম মেয়েদের কিন্তু প্রোফাইলের প্রতিমূর্তিটা ছেলেদের মত দেখায়। আপনি প্রোফাইলে একটা ছবি এড করে দিবেন, সেটা হতে পারে কোন ফুল ফল অথবা অনকিছুর, অর্থাৎ আপনার পছন্দমত কিছু।
পরামর্শ দিলাম, কিন্তু পরামর্শ মাফিক কাজ করতে হবে এটা জরুরী নয়। চাইলে করতে পারেন না করলেও অসুবিধা নেই।
আপনি মেয়ে না কি ছেলে এই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ করি নি! তবুও..
আমি জেনেছি, বিশ্বাস করেছি, অবশ্য অবিশ্বাস থাকলেইতো বিশ্বাসের কথা আসবে! না আমি আপনাকে বিশ্বাস অবিশ্বাস কোনতাই করি নি, শুধুই একজন মেয়ে, অতঃপর বড়প বোন বলেই জেনেছি।
ধন্যবাদ।
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
জাযাকিল্লাহু খাইর!
উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
মহান রবের কাছে এই দোয়াটি করি, আমাদেরকে দুনিয়া আখেরাতে কামিয়াব করুন।আমিন
উৎসাহ মূলক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান!
আপনার দোয়ার সাথে আমিন ছুম্মা আমিন!
মন্তব্য করতে লগইন করুন