খেলতে খেলতে পড়তে শেখা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মার্চ, ২০১৫, ০৮:১৫:৩৭ রাত
পড় যদি অ আ
দেব চকলেট
লিখা হলে এক দুই
খাবে কাটলেট।
তারপর খেলতে যাবে
নাওয়া খাওয়া শেষে
সন্ধ্যে হলে বই খুলে
পড়বে আবার এসে।
পড় যদি এ বি
পুতুল কিনে দেব
আলিফ বা শেখা শেষে
নামাজ পড়ে নেব।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন