তওবা এবং ক্ষমা
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ মার্চ, ২০১৫, ০৮:২২:৩৮ রাত
মহান আল্লাহ বলেন:
“যারা অশ্লীল কাজ করে ফেললো কিংবা নিজেদের আত্মার উপর জুলুম করে ফেললো, নিজেদের গুনাহর জন্য আল্লাহকে স্মরণ করলো; আল্লাহ ছাড়া আর কে আছে যিনি গুনাহ মাফ করে এবং তারা জেনে শুনে কৃত গুনাহর পুনরাবৃত্তি করে না। তাদের পুরস্কার হলো, আল্লাহর ক্ষমা এবং এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত-তারা সেখানে চিরদিন থাকবে। আমলকারীদের পুরস্কার কতই না উত্তম।” ( সূরা আলে ইমরান-১৩৫-১৩৬)
" আর যে কেউ মন্দ কার্য করে অথবা নিজের প্রতি জুলুম করে , কিন্তু পরে আল্লাহর কাছে ক্ষমা চায় , সে আল্লাহকে অতীব ক্ষমাশীল, পরম দয়ালুরূপে পাবে |" ( সুরা নিসা ১১০ আয়াত )
" আবু হুরাইরা (রা: ) বর্ণিত ,তিনি বলেন , আমি রাসুলুল্লাহ (সা: ) কে বলতে শুনেছি যে ,আল্লাহর শপথ ! আমি প্রত্যহ আল্লাহর কাছে সত্তর বারেরও বেশী ইস্তিগফার ও তাওবাহ করে থাকি |"
( সহীহুল বুখারী ৬৩০৭ )
বি: দ্র: প্রত্যেহ ৭০ থেকে ১০০ বার " ওস্তাগ্ফিরুল্লাহী ওয়াতুবা আলাইহি " অথবা " ওস্তাগ্ফিরুল্লাহিল লাযী লা ইলাহা ইল্লাহ হুয়াল হিইয়ুল কাইয়ুম ওয়াতুবা আলাইহি " এই দুয়া পড়ুন | একটি সুন্নতের উপর আমল হবে , নেকী ও হবে | ইনশাআল্লাহ , গুনাহখাতা মাফ ও হবে |
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঝাজাকাল্লাহ খাইরান ,
হাদীস শরীফে এসেছে
عن عبد الله بن بسر - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : ( طوبى لمن وجد في كتابه استغفاراً كثيراً ) رواه ابن ماجه والنسائي والطبراني ، ورواه البيهقي عن عائشة - رضي الله عنها - مرفوعاً রাসূল সা. বলেছেন ক্বিয়ামতের দিন ঐ ব্যক্তির জন্য সু-সংবাদ, যার আমলনামায় বেশী বেশী ইস্তেগফার পাওয়া যাবে। এজন্য সকাল বিকাল বেশী বেশী ইস্তেগফার পড়া/করা চাই।
অবশ্যই দোয়া, আমার ভাইটির খাদক নামটি মুছে যাক।
ধন্যবাদ।
আল্লাহ আমাদের বেশি বেশি ইস্তেগফার এবং গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন!
জাযাকাল্লাহ খাইর!
মন্তব্য করতে লগইন করুন