দেশ কোন দিকে যাচ্ছে?
লিখেছেন লিখেছেন সান বাংলা ১৪ মার্চ, ২০১৫, ০৮:২৮:১৪ রাত
গত মঙ্গলবার রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা চোখ বেঁধে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
কোন দলিয় মন্তব্য নয়!ওনাকে খুজে বের করার দায়-ভার সরকারি দলের উপরেই বর্তায়।যদি বিএনপি-ও ওনাকে লুকিয়ে রাখেন তবুও সরকারের উচিৎ ওনাকে উদ্ধার করে ওনার পরিবারের কাছে হস্থান্তর করা।এটি কোন দয়া বা করুনাও নয় এটি সরকারের দ্বায়ীত্ব কর্তব্যের মধ্যেই পড়ে।
আমরা কোন দেশে বাস করছি?স্বাধীনতার এত বছর পড়েও কি দেখার আর কি দেখছি!?
দল-মত নির্বিশেষে ওনার এবং ওনার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি।
আজকে আপনার পরিবারে এমন কোন ঘটনা হলে আপনার কেমন লাগত?আজ দেশের এই রকম পরিস্থিতিতে আপনি কি ভাবতে পারেন যে এমন ভাগ্য আপনার,আমার জন্য অপেক্ষা করছে না?
এখন-ই সবাইকে স্বাবধান এবং সচেতন হতে হবে নয়ত আপনি আমি আমাদের সবাইকে কঠিন আফসুস করতে হবে।এখনও সময় আছে ভেবে দেখুন দেশ কোন দিকে যাচ্ছে?আপনার আমার আমাদের কি করার আছে?
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা এই নেতাকে ফিরে পেতে চাই।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন