আপনার সন্তান আপনার ভবিস্যত
লিখেছেন লিখেছেন সান বাংলা ১৭ এপ্রিল, ২০১৮, ০৬:২৫:২৭ সন্ধ্যা
আপনার সন্তানকে আপনি শাসন করেন ধমকান ধরেন মারেন কাটেন,কারো কিছু বলার নেই,কেউ কিছু বলবে না!!
কিন্তু মনে রাখবেন এমন ভাবে শাসন করবেন না আপনার সন্তান যেন পাল্টা জবাব দেয়ার সুযোগ পায়।
কোন কারনে একবার সুযোগ পেয়ে গেলে সবসময় আপনার সাথে বেয়াদবিটাই করবে।
তাই সন্তানকে শাসন করতে সাবধান হউন।
চেষ্টা করুন আদর সোহাগ দিয়ে বুজিয়ে দিতে।
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করছি।
.
আপুর একটা কিউট বাবু আছে; বয়স ৫-৬ হবে, ক্লাস ওয়ানে পড়ে।
.
খুব আদুরে দেখতে; চোখদুটো ভাসাভাসা, হাতদুটোকে ঠোঁটেমুখে
ছুঁইয়ে ছুঁইয়ে আদর করতে কী যে ভীষণ ভাল লাগে!
.
কোলে নিয়ে বসে থাকলে শুধু দুনিয়ার গল্পো বলতে থাকে। .
অমুক টিচার কী করেছে, ওর ফ্রেন্ডরা কে
কী বলে, ওর খেলনা কয়টা, কে কোনটা কিনে
দিয়েছে, কে কে যেন কোনটা কোনটা ভেঙে
ফেলেছে ..... আরও কত কী!
. নরোম নরোম গালদুটো টেনে টেনে শুধু চুমু খেতে ইচ্ছে করে। লম্বা
লম্বা চুলগুলো রেশমি সুতোর মতন কোমল।
.
ছড়িয়ে ছড়িয়ে হাতের আঙুলে নিয়ে খেলতে
খুউব আরাম লাগে।
. আমি বরাবরই খুব সহজে বাচ্চাদের খুব কাছে চলে যেতে পারি। "যাও
এখান থেকে! আঙ্কেলকে ডিস্টার্ব করবে না!" "থাক না আপু!
.
ও তো বিরক্ত করছে না।"
.
"আরে না, আপনি জানেন না, খুব দুষ্টু। .
পড়াশোনা নাই, সারাদিন শুধু দুষ্টুমি।"
.
"পড়বে পড়বে। ছোটো তো এখনও।"
.
"হুঁ, আমি তো ছোটো!" (পিচ্চিটা আমার কোলে আরও গুটিসুটি মেরে বসে বলল।)
.
"চুপ! পড়াশোনা নাই, খালি বাঁদরামি, তুমি
ছোটো, না?"
.
"আম্মু, আঙ্কেলকে চকলেট দিই? চকলেটগুলা কই?"
.
"চকলেট খাওয়ার বুদ্ধি, না? কিচ্ছু দিতে হবে না। যাও এখান থেকে!"
.
ও আমার কোল থেকে নেমে ওর আম্মুর হাত ধরে
টানতে টানতে বায়না শুরু করলো, "আম্মু দাও না, আম্মু দাও না। আঙ্কেল চকলেট খাবে তো!"
"যাও এখান থেকে! হোমওয়ার্কগুলো করে ফেল।"
"না, আমি যাব না। চকলেট দাও, আমি সত্যি সত্যি খাব না, শুধু
আঙ্কেলকে দিব।"
"মাইর খাবা, যাও!" .
"না, আমাকে চকলেট দাও, দিতে হবে!" বলে আবারও ওর আম্মুর
কামিজের কোনা ধরে টানতে লাগল। আমার কলিগ হঠাৎ রেগে উঠে খুব
জোরে উনার ওইটুকুন ছেলের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন।
"যাও এখান থেকে!!!" ওর ছোট্ট ফর্সা নাদুসনুদুস গালে আক্ষরিকভাবেইপাঁচ আঙুলের লাল দাগ বসে গেল। গোলগাল হাতের
উলটো পিঠে চোখ মুছতে মুছতে বাড়ির ভেতরে
চলে গেল। আমি কোলে নিতে চাইলে আপু বাধা দিয়ে
বললেন, .
"প্লিজ আস্কারা দেবেন না ভাইয়া, ছোটবেলা থেকে শাসন না করলে
একেবারে মাথায়
উঠবে।" কথা গুলি শুনে একবারে থমকে গিয়েছিলাম বাচ্ছার সাথে মায়ের এমন ব্যবহার সত্যি আমাকে অনেকটা ভাবিয়ে তুলে ছিল
মন্তব্য করতে লগইন করুন