"প্লাস-এ প্লাস-এ প্লাস"

লিখেছেন লিখেছেন সান বাংলা ০৫ অক্টোবর, ২০১৬, ০১:০৬:৫০ দুপুর

বছর দু`য়েক আগে দেশে গেলাম,কথার মাঝে দুষ্টমির ছলে সবাইকেই দেখি আমাকে উদ্দেশ্য করে বিশেষ একটা দলের নাম বলে।

একটা সময় আমি কৈলাম ভাইরে আমি বিদেশে কামলা দেই তোরা আমারে রাজনিতীতে টানছ ক্যারে?

বলে ভাই দেশে এখন এটা একটা ফেভারিট বকা এটা দিয়ে সবাই এখন মজা পায়।

কৈলাম ভাই তগো দেশে বেড়াইতে আইছি আমারে নিয়া মজা করবি কর ভালা কতা,তাই বলে যারা নিজেরা নিজেরা কামড়া মাকড়ি করে তাদের কথা কৈবি ক্যারে?

বলে ভাই আমাদের দেশে বেড়াতে আসলে একটু গরম তেল যে সহ্য করতেই হবে!

যাক আসল কথায় আসি.....

কয়েকদিন দেকলাম ফেইক বুকে পাক-ভারত যুদ্ধ কামনা করে পক্ষ-বিপক্ষের পোষ্ট আর পোষ্ট,সবার মাঝে টান টান উক্তেজনা...

যা শালা এটা শেষ হতে না হতেই আবার শুরু হলো লজিং শিক্ষক হিসেবে বাসায় আশ্রয় নেয়া বিশেষ দলের বদরুল আলম কর্তৃক স্কুলপড়ুয়া খাদিজা আক্তার নার্গিসকে কোপানো!

এইখানে আমার একটা কতা,

যেই স্কুলপড়ুয়া মেয়েটিকে কোপানো হলো সেই খাদিজা আক্তার নার্গিস-এর বাবা নাকি থাকে সৌদিআরবে।

কি করে এই লোক ঘরে একজন সাবালিকা কন্যা রেখে নিজে প্রবাসে থেকে বিশেষ দলের বদরুল আলমকে লজিং রাখে?

স্কুল কলেজে পড়ে আসছি মাইনাস-এ মাইনাস-এ যেমন প্লাস হয় তেমন প্লাস-এ প্লাস-এ ও প্লাস হয়।প্লস-এ মাইনাস-এ প্লাস হয় না।

আরো কিছু বলতে গেলে বেশি বলা হয়ে যাবে তাই এখানেই স্টপ করলাম।

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378322
০৫ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমনিতে ব্যাচেলর দের বাড়িভাড়ার প্রবলেম তার সাখে আপনি দেখি নতুন সমস্যা ঢুকিয়ে দিলেন!!! বদরুল ও এ++++
378326
০৫ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
শফিউর রহমান লিখেছেন : আপনি মনে হয় ঘটনাটা পুরাটা পড়েন নি।
লজিং রেখেছিল অনেক আগে যখন মেয়েটা সবে হাই স্কুলে গিয়েছে। মেয়েটি বড় হতে হতে বদরুলের বাদরামী বাড়তে শুরু করেছে। তাই তাকে ঝেটিয়ে বের করে দেয়া হয়েছে।
এখন বাইরে থেকে সে মেয়েটিকে উত্যক্ত করে আসছে বলে খবরে প্রকাশ পেয়েছে।
তবে আপনার প্রশ্ন ঠিক, কেন লজিং রাখা হয়েছে যেখানে বাড়ির মালিক বাড়িতে থাকে না।
378334
০৫ অক্টোবর ২০১৬ রাত ০৯:৩৪
হতভাগা লিখেছেন : অন্য কোন ছেলে হলে এরকম করার আগে হাজার বার চিন্তা করতো । বদরুল ছাত্রলীগের নেতা , জানে যে অপরাধ করলে বড় জোর তাকে দল থেকে বহিষ্কার করবে । আর কিছু না।
378344
০৬ অক্টোবর ২০১৬ রাত ০১:১০
মনসুর আহামেদ লিখেছেন : Excellent brother

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File