পারিবারিক স্কাইপ সংলাপ
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৪ মার্চ, ২০১৫, ০৮:৪৮:০২ রাত
(আমার বাপ্পিজী আব্দুল্লাহ আল-মায়ীন এবং ছোট্ট মামনি মুনীবা নুহা লুজাইনার উদ্দেশ্যে লেখা ছড়া।)
মায়ীন-নুহা ভাই-বোন
মিলে মিশে চলে।
কাদলে নুহা মায়ীন এসে
আদর করে গালে॥
╭✿╯*╭✿╯
নুহা সদা থাকবে কোলে
রাখলে করে কান্না।
কারো কোলে দিয়ে আম্মু
করতে যাবেন রান্না॥
╭✿╯*╭✿╯
সকাল হলে যাবে স্কুলে
মায়ীন দাদীর সাথে।
পরিপাটি জামা পরে
লাল ব্যাগটা সাথে॥
╭✿╯*╭✿╯
লেখা পড়া করে দু'জন
হবে জ্ঞানী-গুণী।
সবার মুখে ফুটবে হাসি
তাদের সুনাম শুনি॥
╭✿╯*╭✿╯
আব্বু ওদের ব্যস্ত বিদেশ
লেখা-পড়া নিয়ে।
ছুটি পেলে আসবে দেশে
খেলনা, মজা নিয়ে॥
╭✿╯*╭✿╯
মায়ীনের চাই কাক্কু মজা
পুতুল চাই নুহার।
দাদী বলেন একটাই চাই
নুহার সোনার হার ॥
╭✿╯*╭✿╯
আম্মু বলেন চাইনা কিছু
জলদি আসো তুমি।
পড়তে মোটেও চায় না মায়ীন
করে যে দুষ্টুমি॥
╭✿╯*╭✿╯
বিষয়: সাহিত্য
৯১৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আদর ও প্রাণভরা দোয়া রইলো।
সেইসাথে তাদের দাদীআম্মা আর মামুনির জন্য সালাম।
সুন্দর অনুভুতি।
ধন্যবাদ।
অনেক উপভোগ করলাম মিস্টি ছন্দে কিচিরমিচির শিশুদের মজার কান্ড কাহিনী!
জযাকাল্লাহু খাইর! দোআ ও শুভকামনা রইলো
মন্তব্য করতে লগইন করুন