ঘাড় ব্যাথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মার্চ, ২০১৫, ১২:৩৫:৫৪ দুপুর
ঘাড়ের ব্যাথায় আছিরে ভাই
এদিক যখন কাত করি
উঠছে ঘাড় ম'ট করি।
অপিস কামাই যাবনা আজ
বাসে ঝুলে লাফ মারি
উঠছে ঘাড় ম'ট করি।
উপরে তাকায় ঠিক আছে
নিচে যখন তাক করি
উঠছে ঘাড় ম'ট করি।
বউ বলল বাজারে যাও
থলে হাতে জপ করি
উঠছে ঘাড় ম'ট করি।
রাখো তোমার ফন্দি ফিকির
উঠালো বউ ঘাড় ধরি
ছুটল ব্যাথা লাফ মারি।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসেন ক্যা দিয়ে গড়াগড়ি?
বাতের ব্যথা আছে নি ব্যথা
ভাবিরে ডাকি তাড়াতাড়ি,
ছুটবো ব্যথা লাফ মারি।
আপনারা হাসেন ঢং মারি
আরেকজনে বাতের ব্যাথায়
উঠছে দেখ ছট মারি।
ব্যথা ছুডে লাফ মারি।
ভিজিট কত কনছে দেখি
বাতের ব্যথায় যাই মরি।
ডাক্তার তেমন সুবিধার না
ধোলাই খালের ধোলাই যেমন
খেলে পরান থাকবেনা
ডাক্তার নাকি দেয় ধোলাই
এমন ডাক্তার নাই দরকার
সময় থাকতে যাই পালাই।
বাচ্চা কাঁদে যার যার
মিলে যদি ডাক্তার
চলে যান তার দরবার।
ছুটল ব্যাথা লাফ মারি।
মন্তব্য করতে লগইন করুন