অভিনন্দন।।

লিখেছেন লিখেছেন sarkar ০৫ মার্চ, ২০১৫, ১২:১৩:০২ দুপুর

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।দেশের ক্রান্তি লগ্নে মানুষ যখন হাসতে ভূলগিয়েছিল,ঠিক সেই সময় দেশ বাসিকে একটা দুর্দান্ত জয় উপহার দিয়ে অন্তত কিছু সময়ের জন্য হলেও আনন্দের বন্যায় ভাসালে।ধন্যবাদ যারা মাঠে ঘাম ঝড়িয়ে দেশের ১৬ কুটি মানুষের স্বপ্ন কে বাস্তব রুপ দিয়েছে।এগিয়ে যাও বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307359
০৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৭
হতভাগা লিখেছেন : বিশ্বকাপের শুরুতেই আমি চাইছিলাম যে বাংলাদেশ যাতে সহযোগী দেশগুলোর সাথে জিততে পারে । আল'হামদুলিল্লাহ, সেটা তারা পেরেছে ।

তাই এই বিশ্বকাপে এটাই আমার কাছে বাংলাদেশ দলের সন্তোষজনক ফলাফল।

বাকী দুই ম্যাচের এক ম্যাচেও যদি জিতে তাহলে কোয়ার্টার ফাইনালে চলে যাবে , সেটা হবে বোনাস পাওয়া ।

বাংলাদেশের আজকের জেতাটা এক দিক দিয়ে মহিমাময় ছিল কারণ স্কটল্যান্ড বেশ বড় রানই করেছিল ।

এই রান চেজ করতে গিয়ে বাংলাদেশ কলাপ্স করে কি না সেটাই ছিল আশংকা । এটা হলে হত দারুন এক লজ্জা ও হতাশার ব্যাপার।

আল্লাহর অশেষ রহমতে সেটা হয় নি ।

আরেকটা বিষয় ভাল লেগেছে যে , টপ অর্ডাররা ক্লিক করেছে ।


এখন চাইবো বাংলাদেশ যাতে বাকী ম্যাচ দুটোর একটাতে জিতে বা হারলেও যেন মাথা উঁচু করে হারে।
০৬ মার্চ ২০১৫ রাত ০১:৩৯
248694
sarkar লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাইয়া।
307376
০৫ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন Rose Rose
০৬ মার্চ ২০১৫ রাত ০১:৪১
248696
sarkar লিখেছেন : বাংলাদেশ দলের জন্য আপনার আমার উৎসাহ মাঠে অনুপ্রেরণা জুগাবে।ধন্যবাদ।
307452
০৬ মার্চ ২০১৫ রাত ০১:২০
সন্ধাতারা লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও পোষ্টটির জন্য আপনাকেও অভিনন্দন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File