মহান বিজয় দিবস।

লিখেছেন লিখেছেন sarkar ১৬ ডিসেম্বর, ২০১৪, ১০:৫১:৪৪ রাত

মহান বিজয় দিবস কে নিয়ে আমাদের প্রধান মন্ত্রী,রাষ্ট্র প্রতি বি এন পি নেত্রী বিরোধী দলীয় নেত্রী সবাই অনেক সূন্দর সূন্দর কথা বলে।আসলে এর বাস্তবতা কতটুকু? মহান বিজয় দিবস রাষ্ট্র প্রধান থেকে রাষ্ট্রের শেষ ব্যক্তি সবার জন্য।কিন্তূ বাস্তবতা হল সবাই শুধু ভাসনের মধ্যেই নিজ নিজ দায়িত্য শেষ করতে চাই।কিন্তূ কেন? এর জন্যই কি দেশটা স্বাধীন করা হয়েছিল পাকিস্তানি হায়েনাদের কাছ থেকে? পাকিস্তানিদের যারা জান মাল দিয়ে সহযোগিতা করে ছিল এরা আজ ও অবধি দেশের পতাকা গাড়িতে লাগিয়ে দেশ দাবড়াচ্ছে।অথচ এরা সরকার দলীয় লোক তাই এদের কোন বিচার হয়না।কিন্তূ কেন? জামায়াতে ইসলাম,বি এন পি নেতাদের বিচার হলে আওয়ামীগ নেতাদের কেন বিচার হয়না? এটাই আমাদের স্বাধীনতা দিববসের আর্জন? স্বাধীনতার ৪৫ বছর পরও রাজাকার দের বিচার হয়নি দেশে।যে বিচারিক কার্ক্রম চলমাম আছে এটাকেও সরকারের অথর্ব মন্ত্রীরা বেঁফাস মন্তব্য করে বিচারিক কার্যক্রমটা কে প্রশ্নবিদ্ধ করেছে।আর আমাদের আরেক সাবেক মন্ত্রী মহা আলমগীর গ্রেট রাজাকার তাকে আমাদের প্রধান মন্ত্রী সংসদে নিয়েছে।নিজামী, গোলাম আজম,সাঈদী এদের কে মন্ত্রী বানিয়ে খালেদা জিয়া সংসদে নিয়েছে।মহান সংসদের অভমাননা কারী হিসেবে হাসিনা, খালেদা এদের ও বিচার হওয়া দরকার।না হয় আমাদের মহান স্বাধীনতা দিবসের অর্জন থেকে যাবে অধরা।এখন ও অনেক মুক্তি যোদ্ধা আছে যারা না খেয়ে, অর্ধ হারে দিনাতি পাত করছে।এদের কে সরকারের দেখার সময় নেই।যারা জীবন বাজী রেখে দেশের জন্য লড়েছে আজ যখন তারাই দেখতেছে রাজাকারেরা মন্ত্রী তাদের সেই ত্যাগের মূল্য কোথায়? আছে কি কোন জবাব আমাদের সরকার প্রধানের কাছে?

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295026
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File