শত্রু ৩
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ১৬ ডিসেম্বর, ২০১৪, ১১:১২:৩৯ রাত
knowing the problem is half the solution জনপ্রিয় উক্তি! আমরা জেনেছি শয়তান আমাদের শত্রু সুতরাং শত্রুর হামলা থেকে নিরাপদে অবস্হানের উপায় জানা ও তা মেনে চলার মাধ্যমে আমরা শত্রুর ক্ষতি থেকে মুক্তি পেতে পারি ইনশা আল্লাহ।
মেয়েদের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তোমাদের মধ্যে আজ কে কে ঘুম থেকে ওঠে দোআ পড়েছো? কে কে বাথরুমে ঢোকার ও বের হওয়ার আগে দোআ পড়েছো? সঠিক ভাবে ওযু করে ফজরের সালাত পড়েছো?
চার জনের দোআ পড়া হয়েছে, বাকি ছয় জনের দোআ পড়ার কথা স্মরনে আসেনি! তিনজন বাথরুমে ঢোকা ও বের হওয়ার আগে দোআ পড়েছে, ফজরের সালাত সময়মত আদায় করেছে আটজন! আলহামদুলিল্লাহ বলে এবার ওদের এই হাদীসটি পড়ে শোনালাম-
আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : রাতে যখন তোমরা ঘুমিয়ে পড়ো, তখন শয়তান এসে তোমাদের প্রত্যেকের শিয়রে বসে এবং তোমাদের মাথার শেষাংশে তিনটি গিরা দেয় এবং প্রতিটি গিরায় এই বলে ফু দিয়ে দেয় : ‘রাত এখনো অনেক বাকি, ঘুমিয়ে থাকো।’ তখন ঐ ব্যক্তি যদি রাতে জেগে উঠে এবং আল্লাহকে স্মরণ করে, তাতে একটি গিরা খুলে যায়। তারপর যদি উঠে অযু করে, তখন আরেকটি গিরা খুলে যায়। অতপর যদি নামায পড়ে, তখন (শয়তানের) সবগুলো গিরাই খুলে যায়। ফলে সুন্দর, পবিত্র ও উৎফুল্ল মনে এই ব্যক্তির দিবসের শুভ সূচনা হয়। আর সে যদি এ কাজগুলো না করে, তবে কলুষ মন আর অলস দেহে এ ব্যক্তির দিবসের সূচনা হয়।বুখারি
সুতরাং আমরা বুঝতে পারছি যারা বেলা করে ঘুম থেকে ওঠে, দোআ পড়ে না, এবং সালাত মিস করে এ ধরনের ব্যক্তিরা যে শত্রুকে তথা শয়তানকে গিভ মি ফাইভ বলে তাদের দিনের সংগী করে প্রভাতের শুরু করেন তাতে আর কোন সন্দেহের অবকাশ নেই! আমরা যেহেতু শয়তানের শিকার হতে চাইনা তাই আমাদের প্রত্যেকের শয়তানের গিট মুক্ত অবস্হায় যেনো প্রভাত শুরু হয় এই চেষ্টা করতে হবে সবার আগে!
লিসা বলল, প্রায় আমি ফজরের সময় স্বপ্নের মাঝে দেখি আমি ওযু করছি, নামাজ পড়ছি, তিলাওয়াত করছি পরে যখন ঘুম থেকে উঠি তখন দেখি সূর্য ওঠে গেছে অথচ আমার স্পস্ট মনে হচ্ছিলো আমি বুঝি বাস্তবেই সব করছি! লিসার কথা শুনে আমাদের সবার হাসি চলে আসলেও এটা যে শয়তানের একটা ছলনা বা কৌশল এটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম!
আমি বললাম, এটার সমাধান আমরা এভাবে করতে পারি যখন ঘুমাতে যাব তখন অবশ্যই ওযুর সাথে ঘুমাতে চেষ্টা করা এবং ঘুমের আগের যেসব সুন্নাহ সুরা এবং দোআগুলো আছে সেগুলো পড়ে ঘুমাতে যাওয়া! এ প্রসংগে একটা মজার কথা তোমাদের বলি শোন-
একদিন আফনান সকালে ঘুম থেকে ওঠে মন খারাপ করে বিছানায় বসে রইলো! আমি যখন কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আমার বাবাটার কি হয়েছে? ও খুব মন খারাপ করে বলল, আম্মু ,সারা কেন ওর আ্যান্জেলটা আমাকে একটু রাতে ঘুমানোর সময় ধার দেয় না? ও যদি একটু ধার দিত তাহলে আমি আর বিকট ভয়ংকর স্বপ্ন দেখতাম না!
আমি ওকে আদর করে বলেছিলাম, সারার আ্যান্জেল দিয়ে বাবা তোমার কি দরকার বলো তো?
আফনান মুখটাকে আরেকটু গম্ভীর করে বলেছিলো, সারা প্রতিরাতে আয়াতুল কুরসী পড়ে ঘুমাতে যায় তাই একটা আ্যন্জেল ওকে সারারাত পাহারা দেয়, ওকে প্রটেক্ট করে ভয়ংকর স্বপ্ন দেখা থেকে! আর আমি আয়াতুল করসী পারিনা তাই আমার কোন আ্যান্জেল নেই এজন্যই আমি রাতে অনেক খারাপ আর ভয়ের একটা পঁচা স্বপ্ন দেখেছি! এই বলে তো সে দুই গালে হাত দিয়ে বসে রইলো!
যাই হোক তারপর ওকে বুঝিয়ে বলেছিলাম প্রতিরাতে ঘুমানোর আগে ওযু করে এবং অন্তত ঘুমানোর আগের দোআ পড়ে ডান কাত হয়ে ঘুমাতে যেতে আর খুব তাড়াতাড়ি আয়াতুল কুরসী মুখস্হ করে নিতে!
আসলে কি জানো, শয়তানের সবচাইতে বড় দুর্বলতা হলো আল কোরআনের আ্য়াত। আমরা যদি আমাদের প্রত্যেকের অন্তর কোরআনের আয়াতের মাধ্যমে আলোকিত করে রাখতে পারি আর দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের আগে ও পরে যেসব সুন্নাহ আছে সেগুলো যত্ন করে পালন করতে পারি তাহলে প্রথম রাউন্ডে আমরা শয়তান পরাজিত করলাম!
আজকে আমরা যারা এখানে উপস্হিত আছি প্রত্যেকেই ওয়াদা করি, প্রতিদিন বুঝে অর্থসহ কোরআন তিলাওয়াত করব, প্রতিটা সুন্নাহ সঠিক ভাবে আদায় করব, বিশেষত ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার পরের সুন্নাহ গুলো পালন করতে যেন আমাদের কোন ভুল না হয় ইনশা আল্লাহ!
আমাদের মনে রাখতে হবে আমাদের শত্রু অদৃশ্য, ওর ফাঁদ বিস্তীর্ন আর তাই আমাদের ছোট থেকে শুরু করে বড় সকল ধরনের বিপদের মোকাবেলার প্রস্তুতি নিতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তিনি যেন আমাদের একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমাদের হিফাজত করেন আমাদের চিরশত্রু শয়তান হতে, পথভ্রষ্টতা হতে! আমীন!
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দৈনন্দিন জিবনের ছোটছোট দুয়াগুলি কিন্তু আমরা অনেকই জানিনা।
শুকরিয়া আপনাকে
ফি আমানিললাহ আপু! দোআ রাখেবেন
অন্তরে গেঁথে নিতে হবে শরীয়তের যুক্তি
শয়তান সর্বদা সজাগ নিতে ভুল পথে
শরীয়তের রক্ষকবজ সদা রাখতে হবে সাথে......
চলতে থাক শয়তান নামক মহা শত্রুর বিরুদ্ধে সবাইকে সজাগ ও সচেতন করার আপনার এই মিশন.........জাযাকিল্লাহ!
দোআ করো আমাদের জন্য! অনেক অনেক আদর, ভালোবাসা ও দোআ রইলো
দোআ ও শুভকামনা রইলো
মন্তব্য করতে লগইন করুন