চেতনার ফেরীওয়ালা।
লিখেছেন লিখেছেন sarkar ৩০ জানুয়ারি, ২০১৫, ০৮:০২:৫৭ সকাল
বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক হানাহানি চলছে তার একমাত্র কারণ হল আওয়ামীলীগের চেতনার ব্যবসা।কারণ তারা মুক্তি যুদ্ধের চেতনার কথা বলে।নতূন প্রজন্মের চেতনার কথা বলে।তাদের কথা শুনলে যে কেউ মনে করতে পারে তারা মুক্তি যুদ্ধের চেতনা ফেরী করার লাইসেন্স প্রাপ্ত দল।খেয়ে বসে তাদের আর কোন কাজ নেই। চেতনার কথা বলে বলে তারা তাদের সকল অন্যায়, অত্যাচার,জুলুম,খূন,ঘুম, কে বৈধতার সনদ দিচ্ছে।তারা যা বলবে তাই আইন ।দেশের মানুষের কাছ থেকে তারা ভোট দেয়ার অধিকার কেড়ে নিয়েছে।স্বাধীন ভাবে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।চলার অধিকার কেড়ে নিয়েছে।এমন কি সাভাবিক মরার অধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছে।চেতনার ফেরী করে আরো কি কি কেড়ে নেয়া যায় সবই তাদের পরিকল্পনায় রাখা হয়েছে।তারা সেকুলারিজমের কথা বলে হজ্ব নিয়ে কটাহ্ম করার মত স্পর্দা দেখায়।তারা আমাদের চেতনার কথা বলে আসলে কিসের ইঙ্গীত দিচ্ছে তা এখন ই ভেবে দেখার সময়।তাদের দলে এমন লোক মন্ত্রী আছে যাদের কে ইউনিয়ন পরিষদের সদস্য প্রর্থী দিলে ও জনগণের ভোটে পাশ করে আসতে পারবে না।অথচ তারাই আওয়ামীলীগের কর্ণধার।তারা অবৈধ ভাবে হ্মমতা দখল করে রাবনের মত দশ মাথাওয়ালা বুদ্ধিজীবী সেজে মসনদ দখল করে বসে আছে।তবে তাদের মসনদ টলতেছে মজলোমের আর্ত চিৎকারে।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন চেতনাকে মনে প্রাণে ঘৃণা করি!
শত ধিক এমন চেতনার ফেরিওয়ালদের উপর!!
মন্তব্য করতে লগইন করুন